বাংলাদেশ-শ্রীলঙ্কা
বিশ্বের যেকোনো প্রান্ত থেকে দেখা যাবে বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের সমাপ্তির মাত্র কয়েকদিন পরই সোমবার শুরু হচ্ছে শ্রীলঙ্কা-বাংলাদেশ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বিশ্বের যেকোনো জায়গা থেকে এই সিরিজ দেখতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে, বাংলাদেশের দর্শকরা দুটি টিভি চ্যানেল- জিটিভি ও টি-স্পোর্টস সিরিজের লাইভ কভারেজ উপভোগ করতে পারবেন এবং র্যাবিটহোল ও টি-স্পোর্টস অ্যাপের মাধ্যমেও দেখতে পারবেন।
শ্রীলঙ্কার ভক্তরা ডায়ালগ টিভির পাশাপাশি সিয়াথা টিভিতে সিরিজটি লাইভ দেখতে পারবেন। ভারতের দর্শকরা ফ্যানকোড ওটিটি প্ল্যাটফর্মে অ্যাকশন অনুসরণ করতে পারেন।
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ২৭ দেশের ক্রিকেটপ্রেমীরা এই সিরিজ স্টারজপ্লে, ইলাইফ ও ক্রিকবাজ-এ দেখতে পারবেন।
মালয়েশিয়ায় সিরিজটি সম্প্রচার করবে অ্যাস্ট্রো, আর উইলোতে দেখতে পারবেন উত্তর আমেরিকার ২৩টি দেশের নাগরিকরা।
এছাড়াও বিশ্বের অন্যান্য অংশের অনুরাগীদের জন্য সিরিজটি র্যাবিটহোল এবং টি-স্পোর্টসের ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন।
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি ৪ মার্চ সোমবার, বাকি দুটি ম্যাচ ৪ এবং ৯ মার্চ সিলেটে অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। টি-টোয়েন্টি সিরিজের পর, দুই দলই তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য চট্টগ্রামে যাবে।
৯ মাস আগে
আইসিসি বিশ্বকাপ ২০২৩: দিল্লির বাতাস বিপজ্জনক, ঘনিয়ে আসছে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ
বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে বিশ্বকাপ ২০২৩-এর ম্যাচ শুরু হতে আর মাত্র কয়েক মিনিট বাকি। কিন্তু দিল্লির বাতাসের মান এখনো বিপজ্জনক। আইসিসির গাইডলাইন অনুযায়ী, ২০০-এর কম একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) স্কোর ক্রিকেটের জন্য নিরাপদ বলে বিবেচিত হয়। ম্যাচ ঘনিয়ে আসলেও দিল্লির একিউআই ৪০০ এর ওপরে রয়েছে।
এই পরিস্থিতির আলোকে আইসিসি কি নৈতিকভাবে খেলোয়াড়দের এমন বিপজ্জনক পরিস্থিতিতে বিশ্বকাপ ম্যাচে খেলতে বাধ্য করতে পারে? দিল্লির তীব্র বায়ু দূষণের প্রেক্ষাপটে এই প্রশ্নটি আরও বড় হয়ে উঠেছে।
এর আগে বায়ুমানের কারণে শ্রীলঙ্কা ও বাংলাদেশ উভয় দলের খেলোয়াড়রা তাদের অনুশীলন সেশন বাতিল করতে বাধ্য হয়েছিল। বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছেন, কিছু খেলোয়াড়ের হাঁপানি আছে এবং তারা অনুশীলন করে অপ্রয়োজনীয় ঝুঁকি নিতে রাজি নন।
খেলোয়াড়রা যখন অনুশীলনে অনীহা প্রকাশ করে, তখন এই ধরনের পরিস্থিতিতে খেলোয়াড়দের অংশগ্রহণের বিষয়ে আইসিসির অবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখা দেয়।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডকে এগিয়ে নেন রাচিন ও উইলিয়ামসন
মাঠে থাকা আইসিসি এবং বিসিসিআই কর্মীরা ম্যাচের আগে বাতাসের গুণমান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে প্রস্তুত। তাদের মূল্যায়নের পরে, তারা উভয় দলের মেডিকেল টিমের সঙেগ পরামর্শ করবে। যদি তারা নির্ধারণ করে যে ম্যাচটি নিরাপদে এগিয়ে যেতে পারে তবে টস সময়মতো অনুষ্ঠিত হবে।
এমতাবস্থায় যদি বায়ুর গুণমান একটি উল্লেখযোগ্য স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে তবে তারা বৃষ্টি বা ভেজা আউটফিল্ডের ক্ষেত্রে অনুসরণ করা প্রোটোকলগুলোর অনুরূপ অপেক্ষা করুন এবং দেখুন পদ্ধতি গ্রহণ করবেন।
ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, ক্রিকেট ম্যাচের জন্য নিরাপদ বায়ুমানের মাত্রা নির্ধারণের জন্য আইসিসি ফুসফুস বিশেষজ্ঞের পরামর্শ নিচ্ছে। এছাড়া, মাঠে বিভিন্ন ক্রিকেটীয় অবস্থানের বিভিন্ন কার্ডিওভাসকুলার চাহিদার কারণে নিরাপদ বায়ুমানের জন্য নির্দিষ্ট বেঞ্চমার্ক স্থাপন করা চ্যালেঞ্জিং বলে প্রমাণিত হয়।
উদাহরণস্বরূপ, একজন ফাস্ট বোলার স্পিনারের তুলনায় বেশি কার্ডিওভাসকুলার স্ট্রেস অনুভব করেন। এটি ইঙ্গিত দেয় যে অভিন্ন বায়ু মানের পরিস্থিতি ফাস্ট বোলার এবং স্পিনার উভয়ের জন্য সমানভাবে নিরাপদ নাও হতে পারে। এই ক্ষেত্রে মূল্যায়নটি আরও জটিল হয়ে ওঠে।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ভারত
১ বছর আগে
বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্রিকেট টেস্ট সিরিজ ২০২২: লাইভ স্ট্রিমিং কোথায় দেখতে পারবেন?
বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক ব্যস্ততার ধারা অব্যাহত রেখে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ ২০২২। এই উদ্দেশ্যে গত ৮ মে বাংলাদেশে এসে পৌঁছেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। দেশ দুটির তুলনামুলক অবস্থানকে ছাপিয়ে শত সম্ভাবনার দোলাচলে ভাসছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমিরা। বাংলাদেশের বিগত কয়েকটি ম্যাচের মত এই সিরিজটিও বাংলাদেশিরা স্টেডিয়ামে বসে উপভোগ করতে পারবে। পাশাপাশি ঘরে বসে লাইভ স্ট্রিমিংয়ের সুযোগ তো থাকছেই। সেই সরাসরি খেলা দেখার প্ল্যাটফর্মের তথ্যসহ শ্রীলঙ্কার বাংলাদেশ সফরের আদ্যোপান্ত নিয়েই এই ফিচার।
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টেস্ট সিরিজ ২০২২ এর সময়সূচি
ছোট্ট এই টেস্ট সিরিজটিতে টেস্ট ম্যাচ থাকছে মাত্র দুটি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি ) ইতোমধ্যে তার সময়সূচি নিশ্চিত করেছে। ১৫ মে রবিবার বাংলাদেশ ও শ্রীলঙ্কার এই টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি চলবে ১৯ মে বৃহস্পতিবার পর্যন্ত। দ্বিতীয় ম্যাচের তারিখ ঠিক হয়েছে ২৩ মে সোমবার ভেন্যু ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম। ২৭ মে শুক্রবার এই টেস্টের শেষ দিনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে টেস্ট সিরিজটির।
আরও পড়ুন: শ্রীলঙ্কায় পূর্বনির্ধারিত সফর করবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল
চূড়ান্ত সিরিজ শুরুর আগে শ্রীলঙ্কা স্বাগতিকদের সঙ্গে একটি প্রস্তুতি টেস্ট ম্যাচ খেলবে। দুদিনের এই ম্যাচটি খেলা হবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি)। তিনটি ম্যাচই বাংলাদেশ সময় সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ যে চ্যানেলগুলোতে দেখা যাবে
বরাবরের মত বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টেস্ট ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল জিটিভি (গাজী টিভি) এবং টি স্পোর্টস (তিতাস স্পোর্টস)। চ্যানেলগুলোর অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও ম্যাচগুলোর লাইভ পাওয়া যাবে। দেশের বেসরকারি মার্কেটিং এজেন্সি ব্যানটেকের ব্যানারে প্রতিটি লাইভ সম্প্রচারিত হবে। কেননা প্রতিষ্ঠানটি বিসিবির কাছ থেকে টেস্ট সিরিজটির অনলাইন লাইভ স্ট্রিমিংয়ের পাশাপাশি টিভি সম্প্রচারের স্বত্ব কিনে নিয়েছে।
বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের দুই দলের স্কোয়াড
শ্রীলঙ্কা টেস্ট স্কোয়াড (মোট ১৮ জন)
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ধনঞ্জয়া ডি সিলভা (সহ-অধিনায়ক), কামিল মিশারা, ওশাদা ফার্নান্দো, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকভেলা, চামিকা কারুনারাত্নে, কাসুন রাজিথা, সুমিন্দা লক্ষণ, আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো, দিলশান মাদুশাঙ্কা, লাসিথ এমবুল্ডেনিয়া, প্রবীণ জয়াবিক্রমা, রমেশ মেন্ডিস এবং কুশাল মেন্ডিস (ফিটনেস সাপেক্ষে খেলবেন)।
আরও পড়ুন: ঢাকায় শ্রীলঙ্কা ক্রিকেট দল
বাংলাদেশ টেস্ট স্কোয়াড (মোট ১৬ জন)
মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, তামিম ইকবাল খান, সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, রহমান রাজা, মাহমুদুল হাসান জয়, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী চৌধুরী, শহিদুল ইসলাম, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, কাজী নুরুল হাসান, সৈয়দ খালেদ আহমেদ ও শরিফুল ইসলাম (ফিটনেস সাপেক্ষে)।
সবশেষ বলতে হয় যে ম্যাচ পরিসংখ্যান বাংলাদেশের বিরুদ্ধে থাকলেও বাংলাদেশ-শ্রীলঙ্কার টেস্ট সিরিজ ২০২২’র দিকে উৎসুক দৃষ্টে তাকিয়ে আছে গোটা বাংলাদেশ। আন্তর্জাতিক টেস্টে দুই দেশে ক্রিকেট যুদ্ধ সংঘটিত হয়েছে মোট ২২ বার। এখানে শ্রীলংকার জয় পেয়েছে ১৭টিতে আর বাংলাদেশের অর্জন মাত্র একটি। চারটি ম্যাচে ড্র নিয়ে উভয় দল সমান সমান অবস্থানে আছে। সুতরাং সম্ভাব্যতায় জয়ের হাওয়া শ্রীলঙ্কানদের দিকে। এরপরেও যেহেতু ক্রিকেট খেলায় কোনো কিছুই আগে থেকে নিশ্চিত বলা যায় না, তাই বাংলাদেশ জাতীয় দলের ভক্তরা প্রহর গুনছে জয়োল্লাসের।
আরও পড়ুন: রবিবার ঢাকায় আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল
২ বছর আগে
খালেদ মাহমুদ করোনা পজিটিভ
জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।
২৩ মে থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ সিরিজে টিম লিডার’ হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল বিসিবি পরিচালক মাহমুদের।
বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেন, ‘খালেদ মাহমুদের করোনা পজিটিভ এসেছে এবং তিনি জৈব সুরক্ষা বলয়ে যোগ দেন নি।'
আরও পড়ুন: করোনায় একদিনে আরও ৩৮ প্রাণহানি, শনাক্ত ৮.৪১ শতাংশ
এদিকে, রবিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে।
৩ বছর আগে
করুণারত্নে-ধনাঞ্জয়ের কাছে পাত্তা পেল না টাইগাররা
বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্ট ম্যাচের চতুর্থ দিনে টাইগারদের একেবারে পাত্তাই দিলেন না লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারাত্নে এবং ধনাঞ্জয় ডি সিলভা। উইকেটহীন একটি দিন কাটিয়েছে টাইগাররা।
শনিবার (২৪ এপ্রিল) আলো স্বল্পতার কারণে খেলা বন্ধ হবার আগ পর্যন্ত বাংলাদেশ ৭৬ ওভার বোলিং করে ২৮৩ রান দিয়েছে। চতুর্থবারের মতো টেস্টে বাংলাদেশ উইকেটবিহীন দিন কাটাল।
আরও পড়ুন: পাল্লেকেলে টেস্ট: তৃতীয় দিন শেষে ৩১২ রানে এগিয়ে বাংলাদেশ
অপরদিকে এই নিয়ে ষষ্ঠবারের মতো টেস্টে বিনা উইকেটে স্বাচ্ছন্দ্যে একটি পুরো দিন পার করল লঙ্কানরা। চতুর্থ উইকেটে তাদের গড়া জুটিতে ৩২২ রান এসেছে। চতুর্থ দিন শেষে লঙ্কান অধিনায়ক করুণাত্নে ক্যারিয়ার সেরা ২৩৪ রান এবং ধনাঞ্জয় ১৫৪ রানে অপরাজিত আছেন ।
বর্তমানে বাংলাদেশের লিড এসে দাঁড়িয়েছে মাত্র ২৯ রানে। রবিবার শ্রীলঙ্কা চটজলদি কিছু রান তুলে বাংলাদেশের জন্য কিছু অস্বস্তিকর মুহূর্ত উপহার দেবে মনে করছে ক্রিকেট বিশ্লেষকরা।
আরও পড়ুন: দ্বিতীয় দিনেও দুর্দান্ত বাংলাদেশ, বিদেশে মুমিনুলের প্রথম সেঞ্চুরি
এর আগে তৃতীয় দিনে দুপুরের বিরতির আগে ১৭৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ৫৪১ রান সংগ্রহ করে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।
৩ বছর আগে
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ: টাইগারদের টেস্ট স্কোয়াড বিশ্লেষণ
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের সিরিজে অংশ নিতে ২১ সদস্যের বাংলাদেশের প্রাথমিক টেস্ট স্কোয়াড ইতোমধ্যেই শ্রীলঙ্কা পৌঁছে গেছে।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে বিশ্বসের অলরাউন্ডার সাকিব আল হাসান এবং রাজস্থান রয়্যালসের হয়ে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশগ্রহণের কারণে এই টেস্ট সফরে থাকছেন না।
তবে দীর্ঘ পাঁচ বছর পর আবার টেস্ট দলে জায়গা করে নিয়েছেন শুভাগত হোম। আর লঙ্কানদের সাথে এই টেস্ট সিরিজেই তিন জন পেসারের অভিষেকেই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি নির্বাচকরা। বাংলাদেশের ক্রিকেট অনুরাগীদের জন্য টেস্ট দলের বিশ্লেষণ তুলে ধরা হল।
বাংলাদেশ টেস্ট স্কোয়াড
শ্রীলঙ্কা সফরের জন্য গত শুক্রবার (৯ এপ্রিল) ২১ সদস্যের প্রাথমিক টেস্ট স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের টেস্ট দলে নির্বাচকরা যুক্ত করেছেন সাতজন পেসার ও চারজন স্পিনার।
আসন্ন টেস্ট দুটিতে অভিষেক হতে যাওয়া তিনজন পেসার হলেন, বাহাতি পেসার শরিফুল ইসলাম এবং ডানহাতি ফাস্ট বোলার শহিদুল ইসলাম এবং মুকিদুল ইসলাম। এদিকে দীর্ঘ পাঁচ বছর বিরতির পর সাকিবের বদলে দলে জায়গা পেয়েছেন শুভাগত হোম। বাংলাদেশ দলে হয়ে ২০১৬ সালে ইংল্যান্ডে বিপক্ষে শুভাগত তার শেষ ম্যাচটি খেলেন ।
লঙ্কা বধের নেতৃত্বে রয়েছেন মমিনুল হক। কিন্তু এবারও টেস্ট দলে সুযোগ পাননি দলের পরীক্ষিত ও সিনিয়র খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদ। তবে বরাবরের মতই দলে থাকছেন তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম। এবার তাদের একটু অতিরিক্ত দায়িত্ব নিয়েই খেলতে হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের ২১ সদস্যের প্রাথমিক স্কোয়াড:
মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল খান, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলি রাব্বি, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম, শহীদুল ইসলাম ও নুরুল হাসান সোহান।
আরও পড়ুন: শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে টাইগাররা
সিরিজ সূচি:
২১-২৫ এপ্রিল প্রথম টেস্ট ও ২৯ এপ্রিল থেকে ৩ মে সিরিজের শেষ টেস্টে লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
শ্রীলঙ্কা সফর: বাংলাদেশ দল ২০১৭ বনাম বাংলাদেশ দল ২০২১
শ্রীলঙ্কা সফরে ২০১৭ ও ২০২১ সালের দল দুটির পর্যালোচনায় দেখা যায়, ২০১৭ সালের টেস্ট দলটি ছিল তুলনামূলকভাবে বেশি অভিজ্ঞতা সম্পন্ন। ওই দলের অধিনায়কত্ব করেন মুশফিকুর রহিম এবং শেষ ম্যাচ জয়ের মাধ্যমে সিরিজটি ড্র করে বাংলাদেশ দল।
এই সিরিজ জয়ের জন্য অধিনায়ক মুমিনুল এবং টিম ম্যানজমেন্টকে গেইম প্ল্যান সাজাতে হবে দলের কথা বিবেচনায় রেখেই।
২০১৭ সালে দলের টপ অর্ডারে ব্যাটিং করেছিল তামিম ইকবাল, ইমরুল কায়েস এবং সৌম্য সরকারের মত ব্যাটসম্যানরা। বাংলাদেশ দলের হয়ে ওই সিরিজে ওপেনিং জুটি হিসেবে তামিম এককভাবে ২০৭ এবং সৌম্য এককভাবে ১৯৫ রান করে।
এবার তামিমের সাথে ওপেনিং জুটি হিসেবে নামবে সাদমান ইসলাম। এবার দলে জায়গা হয়নি সৌম্য সরকার ও ইমরুল কায়েসের।
এছাড়া এবার মিডল অর্ডারে সাকিবের জায়গায় খেলবেন মোহাম্মদ মিঠুন এবং ৬ নাম্বারে ব্যাটিং করবে লিটন দাস (উইকেট রক্ষক)।
শ্রীলঙ্কার স্পিন সহায়ক পিচের কথা মাথায় রেখেই বাংলাদেশ একাদশের হয়ে খেলতে পারে তিনজন স্পিনার। বাংলাদেশ ২০১৭ সালে তিনজন স্পিনার খেলিয়েই সফলতা পেয়েছিল।
সবদিক বিবেচনায় এবারের দলে যেমন রয়েছে সম্ভাবনাময় নতুন খেলোয়াড় এবং তেমনি রয়েছে দলকে জয় এনে দেয়ার মত খেলোয়াড়। শ্রীলঙ্কা বিপক্ষে জয়লাভের যথেষ্ট শক্তি এবং সামর্থ্য রয়েছে বর্তমান বাংলাদেশ দলের। কিন্তু এ কথা স্বীকার করতেই হবে যে, বর্তমান টেস্ট দলের তুলনায় অভিজ্ঞ এবং ভালো ছিল ২০১৭ সালের টেস্ট দল।
সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল, সাদমান ইসলাম, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি এবং এবাদত হোসাইন।
আরও পড়ুন: সাকিব-মুস্তাফিজ ছাড়াও শ্রীলঙ্কায় জিততে পারি: মুমিনুল
ফল
আসন্ন দ্বিপক্ষীয় এই সিরিজে বাংলাদেশের জয় সুনিশ্চিত বলা যাবে না। অপরদিকে, বর্তমান শ্রীলঙ্কান দলের বিপক্ষে বাংলাদেশ দলের জয় একেবারেই অসম্ভবও না। পরিসংখ্যান বলে, শ্রীলঙ্কা তাদের সর্বশেষ ১১ ম্যাচে জয় পেয়েছে মাত্র একটি ম্যাচে। আবার গত দুই বছরে বাংলাদেশ আটটি টেস্ট ম্যাচ খেলে মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে।
একথা বলা ই যায় যে, ক্রিকেটের টেস্ট ফর্মেটে ভালো করর জন্য দুই দলই সমান চাপে রয়েছে। দুই দলের-ই দরকার জয়ের স্বাদ। আর এটা সুনিশ্চিত যে, আসন্ন ম্যাচ দুটিতে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাবে ক্রিকেট প্রেমিরা।
৩ বছর আগে
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে ‘টাইটেল স্পন্সর’ ওয়ালটন
টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলতে ১২ এপ্রিল শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ দল। সিরিজে স্পন্সর হয়েছে বাংলাদেশি টেক জায়ান্ট ওয়ালটন। টুর্নামেন্টের অফিশিয়াল নাম ‘ওয়ালটন বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ।’
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার ওয়ালটন জানায়, সিরিজের স্বত্ত্বাধিকারী আইটিডব্লিউ স্পোর্টস ম্যানেজমেন্টের সাথে সোমবার চুক্তি করেছে ওয়ালটন।
ওয়ালটনের মিডিয়া অফিসে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক উদয় হাকিম ও আইটিডবিøউ কনসাল্টিং বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের প্রধান মোহাম্মদ শারিক।
এ সময় ওয়ালটনের নির্বাহী পরিচালক ফিরোজ আলম এবং সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ওয়ালটনের বড় পর্দার নতুন ট্যাব ‘ওয়ালপ্যাড ১০পি’এখন বাজারে
উদয় হাকিম বলেন, ‘করোনা মহামারির কারণে কঠিন সময় অতিক্রম করছে পুরো বিশ্ব। তবে আনন্দের বিষয় হলো করোনাভীতি কাটিয়ে আবার মাঠে ফিরতে শুরু করেছে ক্রিকেট। জাতীয় দল ইতোমধ্যেই নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরেছে। এরপর টেস্ট খেলতে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে। বর্ণাঢ্য এ আয়োজনের সঙ্গে থাকতে পেরে ওয়ালটন গ্রুপপ গর্বিত।
তিনি বলেন, ‘কোটি কোটি দর্শক, ক্রিকেটানুরাগী, খেলোয়াড় ও ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট সবাই এ আয়োজনের মাধ্যমে উজ্জীবিত হবেন এটিই প্রত্যাশা। ওয়ালটন ক্রিকেটের সঙ্গে আছে, থাকবে সবসময়।’
শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের দুটি টেস্ট ম্যাচ হবে ক্যান্ডির অদূরে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই মাঠে আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও এই প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। প্রথম টেস্ট শুরু হবে ২১ এপ্রিল, দ্বিতীয় টেস্ট ২৯ এপ্রিল।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কায় সবশেষ টেস্ট খেলেছে ২০১৭ সালে। সেবার প্রথম টেস্টে গলে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে নিজেদের শততম টেস্টে স্মরণীয় জয় পায় বাংলাদেশ।
৩ বছর আগে