বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক ব্যস্ততার ধারা অব্যাহত রেখে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ ২০২২। এই উদ্দেশ্যে গত ৮ মে বাংলাদেশে এসে পৌঁছেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। দেশ দুটির তুলনামুলক অবস্থানকে ছাপিয়ে শত সম্ভাবনার দোলাচলে ভাসছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমিরা। বাংলাদেশের বিগত কয়েকটি ম্যাচের মত এই সিরিজটিও বাংলাদেশিরা স্টেডিয়ামে বসে উপভোগ করতে পারবে। পাশাপাশি ঘরে বসে লাইভ স্ট্রিমিংয়ের সুযোগ তো থাকছেই। সেই সরাসরি খেলা দেখার প্ল্যাটফর্মের তথ্যসহ শ্রীলঙ্কার বাংলাদেশ সফরের আদ্যোপান্ত নিয়েই এই ফিচার।
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টেস্ট সিরিজ ২০২২ এর সময়সূচি
ছোট্ট এই টেস্ট সিরিজটিতে টেস্ট ম্যাচ থাকছে মাত্র দুটি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি ) ইতোমধ্যে তার সময়সূচি নিশ্চিত করেছে। ১৫ মে রবিবার বাংলাদেশ ও শ্রীলঙ্কার এই টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি চলবে ১৯ মে বৃহস্পতিবার পর্যন্ত। দ্বিতীয় ম্যাচের তারিখ ঠিক হয়েছে ২৩ মে সোমবার ভেন্যু ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম। ২৭ মে শুক্রবার এই টেস্টের শেষ দিনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে টেস্ট সিরিজটির।
আরও পড়ুন: শ্রীলঙ্কায় পূর্বনির্ধারিত সফর করবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল
চূড়ান্ত সিরিজ শুরুর আগে শ্রীলঙ্কা স্বাগতিকদের সঙ্গে একটি প্রস্তুতি টেস্ট ম্যাচ খেলবে। দুদিনের এই ম্যাচটি খেলা হবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি)। তিনটি ম্যাচই বাংলাদেশ সময় সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ যে চ্যানেলগুলোতে দেখা যাবে
বরাবরের মত বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টেস্ট ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল জিটিভি (গাজী টিভি) এবং টি স্পোর্টস (তিতাস স্পোর্টস)। চ্যানেলগুলোর অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও ম্যাচগুলোর লাইভ পাওয়া যাবে। দেশের বেসরকারি মার্কেটিং এজেন্সি ব্যানটেকের ব্যানারে প্রতিটি লাইভ সম্প্রচারিত হবে। কেননা প্রতিষ্ঠানটি বিসিবির কাছ থেকে টেস্ট সিরিজটির অনলাইন লাইভ স্ট্রিমিংয়ের পাশাপাশি টিভি সম্প্রচারের স্বত্ব কিনে নিয়েছে।
বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের দুই দলের স্কোয়াড
শ্রীলঙ্কা টেস্ট স্কোয়াড (মোট ১৮ জন)
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ধনঞ্জয়া ডি সিলভা (সহ-অধিনায়ক), কামিল মিশারা, ওশাদা ফার্নান্দো, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকভেলা, চামিকা কারুনারাত্নে, কাসুন রাজিথা, সুমিন্দা লক্ষণ, আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো, দিলশান মাদুশাঙ্কা, লাসিথ এমবুল্ডেনিয়া, প্রবীণ জয়াবিক্রমা, রমেশ মেন্ডিস এবং কুশাল মেন্ডিস (ফিটনেস সাপেক্ষে খেলবেন)।
আরও পড়ুন: ঢাকায় শ্রীলঙ্কা ক্রিকেট দল
বাংলাদেশ টেস্ট স্কোয়াড (মোট ১৬ জন)
মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, তামিম ইকবাল খান, সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, রহমান রাজা, মাহমুদুল হাসান জয়, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী চৌধুরী, শহিদুল ইসলাম, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, কাজী নুরুল হাসান, সৈয়দ খালেদ আহমেদ ও শরিফুল ইসলাম (ফিটনেস সাপেক্ষে)।
সবশেষ বলতে হয় যে ম্যাচ পরিসংখ্যান বাংলাদেশের বিরুদ্ধে থাকলেও বাংলাদেশ-শ্রীলঙ্কার টেস্ট সিরিজ ২০২২’র দিকে উৎসুক দৃষ্টে তাকিয়ে আছে গোটা বাংলাদেশ। আন্তর্জাতিক টেস্টে দুই দেশে ক্রিকেট যুদ্ধ সংঘটিত হয়েছে মোট ২২ বার। এখানে শ্রীলংকার জয় পেয়েছে ১৭টিতে আর বাংলাদেশের অর্জন মাত্র একটি। চারটি ম্যাচে ড্র নিয়ে উভয় দল সমান সমান অবস্থানে আছে। সুতরাং সম্ভাব্যতায় জয়ের হাওয়া শ্রীলঙ্কানদের দিকে। এরপরেও যেহেতু ক্রিকেট খেলায় কোনো কিছুই আগে থেকে নিশ্চিত বলা যায় না, তাই বাংলাদেশ জাতীয় দলের ভক্তরা প্রহর গুনছে জয়োল্লাসের।
আরও পড়ুন: রবিবার ঢাকায় আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল