মামলার সাক্ষী
মামলার সাক্ষী হওয়ায় চাচাকে কুপিয়ে হত্যা!
রাজশাহীর মোহনপুরে ভাতিজার বিরুদ্ধে মামলার সাক্ষী হওয়ায় চাচাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার সকাল ৯টার দিকে উপজেলার সিন্দুরী এলাকায় এই ঘটনায় অভিযুক্ত ভাতিজাকে আটক করেছে পুলিশ।
নিহত নাজিম উদ্দিন শাহ (৪০) ওই এলাকার মৃত ময়েজ উদ্দিন শাহের ছেলে। অভিযুক্ত ভাতিজা নাসির উদ্দিন শাহ (৩০) নাজু শাহের ছেলে ।
আরও পড়ুন: বিশ্বনাথে যুবককে কুপিয়ে হত্যা
নিহতের পরিবারের বরাত দিয়ে মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম খলিলুল্লাহ জানান, সকালে নাজিম উদ্দিন শাহকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন ভাতিজা নাসির উদ্দিন শাহ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে সেই লাশ উদ্ধার করে। চাচাকে হত্যার দায়ে ভাতিজা নাসিরকে আটক করা হয়েছে। এ নিয়ে আইনত ব্যবস্থা নেয়া হচ্ছে।
আরও পড়ুন: পটুয়াখালীতে চেয়ারম্যান প্রার্থীর ব্যক্তিগত মোটরসাইকেল চালককে কুপিয়ে হত্যা
এসআই জানান, বছরখানেক আগে নাসির তার বাবা নাজু শাহকে কোদাল দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেন। ওই সময় দীর্ঘদিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন তার বাবা। সুস্থ হয়ে ফিরে এসে ছেলের নামে মামলা করেন নাজু শাহ। সেই মামলার সাক্ষী ছিলেন নাজিম উদ্দিন শাহ। সাক্ষ্য দেয়ায় চাচার ওপরে ক্ষুদ্ধ ছিলেন ভাতিজা। এরই জেরে এই হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না সেটিও খতিয়ে দেখছে পুলিশ।
২ বছর আগে
মাদারীপুরে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার
মাদারীপুরে একটি খাল থেকে মোয়াজ্জেম হোসেন (৪২) ও তার স্ত্রী মোকসেদা বেগমের (৩৪) হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে জেলার কালকিনির এলাকার একটি খাল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের একটি বাড়ি থেকে ৬ বাংলাদেশির লাশ উদ্ধার
নিহত মোয়াজ্জেম কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের রাজারচর গ্রামের মোকছের সরদারের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, তারা দুজন বৃহস্পতিবার রাতে নিঁখোজ হন। পরে বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজির পর স্থানীয় হাবিব বেপারীর বাড়ির নিকট খালের কচুরিপানার মধ্যে লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়।
আরও পড়ুন: মীরসরাইয়ে সাংবাদিকের ঝুলন্ত লাশ উদ্ধার
স্থানীয় ইউপি সদস্য মো. নান্নু জানান, নিহত মোয়াজ্জেম একটি লুটের মামলার সাক্ষী। এর জের ধরে এ ঘটনা ঘটতে পারে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশকাফ রাসেল জানান, পুলিশ খবর পেয়ে খাল থেকে দুজনের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
৩ বছর আগে