মাতব্বরদের লঙ্কাকাণ্ড
সমাজে উঠতে ২০ হাজার টাকা জরিমানা দিল প্রবাসীর স্ত্রী, মাতব্বরদের লঙ্কাকাণ্ড
ঝিনাইদহ সদর উপজেলায় ছয় মাস একঘরে থেকে মাতব্বরদের ২০ হাজার টাকা জরিমানা দিয়ে সমাজে উঠতে হলো এক প্রবাসীর স্ত্রীকে।
এ ঘটনায় গ্রাম্য মাতব্বরদের মাঝে হামলা-পাল্টা হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
উপজেলার ডেফলবাড়িয়া গ্রামের গাছাপাড়ায় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এরপর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
স্থানীয়রা জানায়, এক বছর আগে ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী নবাই মন্ডলের স্ত্রী দিপালী বেগম স্বামীকে রেখে একই উপজেলার কুলবাড়িয়া গ্রামের বাবলুকে বিয়ে করে। সেখানে আড়াই মাস সংসার করার পর বাবলু তাকে তালাক দিয়ে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। এরপর থেকে দিপালী বেগম বাবার বাড়িতে ছিল। ছয় মাস আগে নবাই মন্ডল তার স্ত্রীর সাথে যোগাযোগ করে বিষয়টি সমাধান করে আবারও বিয়ে করে বাড়িতে আসতে বলে। দিপালী বেগম বাড়িতে এলে ওই গ্রামের ইউপি সদস্য কলিম উদ্দিন, গ্রাম্য মাতব্বর আলম হোসেন, কাশেম মন্ডল, মুকাদ্দেস মন্ডল, ইসাহাক মন্ডল তাকে একঘরে রাখার নির্দেশ দেয়। সেই সাথে কেউ তার বাড়িতে গেলে ৫০০ টাকা জরিমানা করা হবে বলে আইন জারি করে।
আরও পড়ুন: চট্টগ্রামে নিখোঁজ প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার, ‘প্রেমিক’ আটক
সন্তানদের নিয়ে একঘরে অবস্থায় চলছিল দিপালীর দিন। গত বুধবার সকালে ইসাহাক মন্ডল দিপালীর বাড়িতে গিয়ে বিষয়টি মীমাংসা করার জন্য মাতব্বরদের কাছে গিয়ে ক্ষমা চাওয়ার পরামর্শ দেয়। এ সময় কাশেম মন্ডল, আলম হোসেনের লোকজন ইসাহাককে লাঞ্ছিত করে।
৩ বছর আগে