জবাবদিহিতা
আগামীতে বাংলাদেশে জবাবদিহিতার সরকার চান তারেক রহমান
বাংলাদেশে আগামী দিনে একটি জবাবদিহিতামূলক সরকার শুরুর প্রত্যাশা ব্যক্ত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা দেখেছি কীভাবে নিশি রাতে ভোট হয়েছে, কীভাবে ভোট ডাকাতি হয়েছে।
তিনি বলেন, ‘যেখানে ইউপি চেয়ারম্যান থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত প্রত্যেককে জবাবদিহি করতে হবে জনগণের কাছে। এছাড়া আজও পরিবারে জবাবদিহিতা আছে বলে পরিবার ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে এগিয়ে যায়।’
মঙ্গলবার (১০ ডিসেম্বর) ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক কুমিল্লা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন।
তিনি বলেন, ‘স্বৈরাচারেরা বাংলাদেশের অনেক কিছু ধ্বংস করে দিয়ে গেছে। তারা এই দেশের মানুষের ভবিষ্যৎ ধ্বংস করে দিতে চেয়েছিল। কিন্তু আমরা আশাবাদী এখনও সম্ভাবনা আছে। সেই সম্ভাবনাকে যদি বাস্তবায়ন করতে হয়- তাই মানুষ বিএনপির দিকেই তাকিয়ে আছে।’
আরও পড়ুন: জনগণকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান তারেক রহমানের
যেহেতু আপনারা বলছেন দেশের মানুষ বিএনপির ওপর আস্থা রাখে, সেহেতু বিএনপি হিসেবে আমরা মানুষের সেই প্রত্যাশা পূরণের জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব বলে জানান তারেক।
কর্মশালা পরিচালনা করেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। কুমিল্লা বিভাগীয় এই কর্মশালায় অংশ নেন শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিনসহ কুমিল্লা জেলা বিএনপি, মহানগর, পৌরসভার শীর্ষ নেতারা। বিএনপি কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভুইয়ার সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধনী বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ আলমগীর পাভেল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, সহ-প্রশিক্ষণ সম্পাদক রেহানা আক্তার বানু, সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আইনজীবী নেওয়াজ হালিমা আরলি, সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, বিএনপি নির্বাহী কমিটির সদস্য আব্দুর সাত্তার পাটোয়ারী ও কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুবা হাবিব।
আরও পড়ুন: আগামী নির্বাচন হবে যেকোনো নির্বাচনের চেয়ে কঠিন: তারেক রহমান
১ সপ্তাহ আগে
‘ন্যায়বিচার, জবাবদিহিতা প্রতিষ্ঠা সর্বোচ্চ অগ্রাধিকার; কেউ ছাড় পাবে না’
আওয়ামী লীগ সরকারের গত ১৫ বছরের সব অপকর্মের ন্যায়বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অর্থনৈতিক শ্বেতপত্রে তাদের (আ. লীগ) উন্নয়নের গল্পের পোস্টমর্টেম করা হয়েছে। সেখানে যে চিত্র বেরিয়ে এসেছে তা ভয়াবহ। চোখের সামনে একটা বিশাল লুটপাট হয়েছে।
রবিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব বলেন, ‘গত ১৫ বছরে যা হয়েছে তার বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। হাজার হাজার লোককে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, সেগুলোর বিচার হবেই। পুরো দেশকে যারা লণ্ডভণ্ড অবস্থায় রেখে গেছে, তার বিচার অবশ্যই হবে। কেউ ছাড় পাবে না।’
আরও পড়ুন: ভারতীয় মিডিয়ার ভুল প্রচারণার বিরুদ্ধে সত্য দিয়ে লড়াই করুন: প্রধান উপদেষ্টার প্রেস সচিব
শফিকুল আলম বলেন, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে কীভাবে ফোকলা করে দেয়া হয়েছে, তা সবাই জানতে পারবেন। আশা করি, ৪০০ পৃষ্ঠার প্রতিবেদনটি ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দেবে। শিল্প খাতে যে মহাচুরি হয়েছে, তার বিচার অবশ্যই হবে।
তিনি বলেন, ‘ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু হয়েছে। কেউ কেউ গ্রেপ্তারও হয়েছেন।’
কমিশন পুরোপুরি স্বচ্ছতা বজায় রেখে প্রতিবেদনটি করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি আশা করি, এটি সব দিক তুলে ধরে একটি বিস্তৃত প্রতিবেদন হবে।’
জনগণের অর্থ লুটপাটের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না, আইন তার নিজস্ব পথে চলবে বলে জানান প্রেস সচিব।
এ সময় উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর ও আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: গণমাধ্যমের ওপর হামলা সহ্য করা হবে না: প্রধান উপদেষ্টার প্রেস সচিব
৩ সপ্তাহ আগে
সাবেক আইজিপি বেনজীরের ব্যাপক দুর্নীতির জবাবদিহিতা দাবি করেছে টিআইবি
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও র্যাব প্রধান বেনজীর আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
সোমবার (৩ জুন ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এই উদ্বেগ প্রকাশ করে।
টিআইবি জোর দিয়ে বলেছে, উচ্চপদস্থ কর্মকর্তাদের লাগামহীন ক্ষমতার অপব্যবহার 'ফ্রাঙ্কেনস্টাইনের মতো ব্যক্তিত্ব' তৈরি করে এবং রাষ্ট্রীয় জবাবদিহিতাকে ক্ষুণ্ন করে। সংস্থাটি এ ধরনের নির্যাতনে সহায়তাকারীদের বিরুদ্ধে চূড়ান্ত আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সাবেক পুলিশ প্রধান যাদেরকে নিজেদের জমি বিক্রি করতে বাধ্য করেছিল- সেইসব লোকদের জন্য ক্ষতিপূরণ দাবি করেছে।
খবরে বলা হয়েছে, সাবেক আইজিপি ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে জমি বিক্রি করতে মানুষকে বাধ্য করেছিলেন। মূলত তিনি প্রথমত সংখ্যালঘুদের বেছে নিয়েছিলেন। আর এই কাজগুলো করার জন্য তিনি নিজের এবং অন্যান্য রাষ্ট্রীয় সংস্থার কর্মীদের নিয়োগ করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ভয়ভীতি প্রদর্শন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি বাহিনীর সঙ্গে যোগসাজশের মাধ্যমে জোরপূর্বক সম্পত্তি অর্জন করা হয়েছে। ভুক্তভোগীদের ন্যায়বিচারের সম্ভাবনা কৌশলে বন্ধ করে দেওয়া হয়েছিল। যার ফলে মূল অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন:অনলাইনে জুয়া-বেটিংয়ের মাধ্যমে অর্থপাচারের মহোৎসবে টিআইবির উদ্বেগ
সাবেক আইজিপির দুর্নীতি নিয়ে চলমান তদন্তে তার অবৈধ সম্পদ সম্পর্কে নতুন তথ্য বেরিয়ে এসেছে। এসব গুরুতর অভিযোগের পরও কীভাবে বেনজীর আহমেদ ও তার পরিবার দেশ ছেড়ে পালিয়ে গেল তা নিয়ে প্রশ্ন তোলেন ইফতেখারুজ্জামান।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিদেশে অর্থ পাচারে ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশ বা সহায়তায় সাবেক পুলিশ প্রধান দেশ ছাড়ার আগে ব্যাংক থেকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ উত্তোলন করেছেন বলে গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে।
ইফতেখারুজ্জামান বলেন, ন্যায়বিচার হলে শুধু সাবেক আইজিপি নয়, যারা তাকে সহযোগিতা করেছেন তাদেরও বিচার করতে হবে।
তিনি সাবেক পুলিশ প্রধানের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করতে ব্যর্থ হওয়ার জন্য সরকারের সমালোচনা করেন। এটি সরকারের সম্পৃক্ততা বা তার দুর্নীতির সক্রিয় উৎসাহের ইঙ্গিত দেয়।
টিআইবির নির্বাহী পরিচালক দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি প্রদর্শনের জন্য সকল দুর্নীতিবাজ ব্যক্তির নাম প্রকাশ এবং জড়িত সকলের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।
আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে ডিইউজে-ডিআরইউ ও টিআইবি
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পদক্ষেপ নিতে ব্যর্থ হলে সরকারের দুর্নীতিবিরোধী প্রচেষ্টাকে নিছক নাটকীয়তা হিসেবে গণ্য করা হবে।
এতে আরও বলা হয়, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারের কাছে সব দুর্নীতিবাজের তথ্য আছে। এ ধরনের স্বীকৃতি বিরল হওয়া সত্ত্বেও একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা কীভাবে দুর্নীতির এমন সুস্পষ্ট সংস্কৃতি প্রতিষ্ঠা করতে পারেন, তা সরকারকে অবশ্যই বিবেচনা করতে হবে।’
ইফতেখারুজ্জামান আরও বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি প্রদর্শনের জন্য দুর্নীতিবাজ ব্যক্তিদের নাম প্রকাশ ও এর সঙ্গে জড়িত সবার জবাবদিহিতা নিশ্চিত করা অপরিহার্য। এটি করতে ব্যর্থ হলে নাগরিকদের মধ্যে নিছক নাটকীয়তা হিসাবে এই ধারণাটি আরও দৃঢ় হবে।’
আরও পড়ুন: সবুজ জলবায়ু তহবিলের ব্যর্থতায় বাংলাদেশের মতো দেশগুলোকে বঞ্চিত: টিআইবি
৬ মাস আগে
উন্নত বাংলাদেশ গড়তে প্রত্যেকটি প্রতিষ্ঠানের দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার পথনকশা ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে বিভিন্ন প্রতিষ্ঠান শক্তিশালীকরণের উপর গুরুত্ব আরোপ করে বলেছেন, প্রাতিষ্ঠানিক দক্ষতা, সক্ষমতা এবং শৃঙ্খলা নিশ্চিত হলেই বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। প্রত্যেকটি প্রতিষ্ঠান জনগণের কাছে দায়বদ্ধ থাকলে এবং জবাবদিহিতা নিশ্চিত হলে তবেই জাতির পিতার সোনার বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।
রবিবার (৮ অক্টোবর স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ঢাকা ওয়াসার ২০২৩-২৪ আর্থিক বছরের ডেব্ট সার্ভিস লায়াবিলিটিস বা ডিএসএল চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: ওয়াসার এমডি বিষয়ে দুদকের অনুসন্ধান অগ্রগতি জানতে চেয়েছেন হাইকোর্ট
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ উল আলম এবং সভাপতিত্ব করেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান।
ঢাকা ওয়াসার বিভিন্ন প্রকল্পের জন্য সরকারের কাছ থেকে গৃহীত ঋণ পরিশোধের এ উদাহরণকে প্রতিষ্ঠানটির সক্ষমতার দৃষ্টান্ত হিসাবে তুলে ধরেন মন্ত্রী।
তিনি বলেন, আমাদের প্রত্যেকটি প্রতিষ্ঠান স্বনির্ভর হিসেবে গড়ে তোলা গেলে আমাদের জাতীয় উন্নতির লক্ষ্যমাত্রায় পৌঁছানো সহজ হবে।
মো. তাজুল ইসলাম এ সময় ওয়াসার পানির জন্য ভর্তুকির বিরোধিতা করে বলেন, আমাদের আরও অনেক জনকল্যাণমূলক বিষয় এবং প্রকল্প রয়েছে, যেখানে ভর্তুকি দেওয়া অধিকতর যুক্তিসঙ্গত। কারণ, তাতে অনেক মানুষের জীবনমান উন্নত হবে। তারপরও ভর্তুকি যদি দিতেই হয় তা দরিদ্র ও অক্ষম মানুষের পাওয়া উচিত বলে মনে করেন তিনি।
মন্ত্রী প্রশ্ন রাখেন রাষ্ট্র কেন ধনী ও সক্ষম মানুষের পানির বিলের অর্থ যোগান দিবে। এ ধরনের মন মানসিকতা আমাদের পরিহার করা উচিত বলেও জানান তিনি।
আরও পড়ুন: ঢাকা ওয়াসার কর্মকর্তা-কর্মচারীদের পারফরম্যান্স বোনাস দেয়া অবৈধ: হাইকোর্ট
১ বছর আগে
সাংবাদিক রব্বানী হত্যা: সাংবাদিকদের ওপর হামলার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতায় সোচ্চার হওয়ার আহ্বান এমএফসি সদস্যদের
বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি ও একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিমের ওপর ১৫ জুনের ভয়াবহ হামলার ঘটনায় বাংলাদেশে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন (এমএফসি) এর সদস্যরা গভীরভাবে উদ্বিগ্ন।
বৃহস্পতিবার কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র-এর দূতাবাস ও হাইকমিশন সই করে এক বিবৃতি দিয়েছে।
এতে বলা হয়, ‘আমরা তার পরিবার ও বন্ধুদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হত্যাকাণ্ডের সন্দেহভাজন অপরাধীদের গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া শুরু করে ব্যবস্থা নিয়েছে জেনে আমরা গৃহীত পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছি।’
আরও পড়ুন: সাংবাদিক রব্বানী হত্যা: অভিযুক্ত ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করেছে এলজিআরডি মন্ত্রণালয়
বিবৃতিতে বলা হয়, কঠিন প্রশ্ন জিজ্ঞাসার মাধ্যমে, ঘটনার বিবরণ প্রকাশ করে এবং তথ্যের অবাধ প্রবাহকে উৎসাহিত করে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
মিডিয়া ফ্রিডম কোয়ালিশন বাংলাদেশের সমাজে দায়িত্বশীল সকলকে সংবাদপত্রের স্বাধীনতা, প্রতিশোধ বা ক্ষতির ভয় ছাড়াই সাংবাদিকদের কাজ করার অধিকার এবং সাংবাদিকদের ওপর হামলার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার জন্য সোচ্চার হওয়ার আহ্বান জানায়।
আরও পড়ুন: সাংবাদিক রব্বানী হত্যা: অভিযুক্ত বাবুসহ ১২ জন রিমান্ডে
সাংবাদিক রব্বানী হত্যাকাণ্ড: গ্রেপ্তার ৯ আসামির পাঁচ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ
১ বছর আগে
সরকার করোনার নামে ব্যবসা করছে: বিএনপি
কোভিড ভ্যাকসিন নিয়ে বর্তমান সঙ্কট বিষয়ে সরকারের পদক্ষেপ নেয়ার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার একে করোনাভাইরাসের নামে ব্যবসায়ের অভিযোগ করেছেন।
তিনি বলেন, 'সরকার কারও কাছে কৈফিয়ত দিতে বাধ্য নয়। কারণ এর সাথে জনগণের কোনও যোগাযোগ নেই। সুতরাং, সরকার করোনাভাইরাস মহামারি নিয়ে ব্যবসা করছে।'
আরও পড়ুন: বিএনপিকে ক্ষমা চেয়ে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর
বিএনপি নেতা বলেন, 'আমরা সরকারকে আগেই সতর্ক করেছিলাম যে ভ্যাকসিন কোনও একক উত্স থেকে নেয়া উচিত নয়। কিন্তু তারা তাদের নিজস্ব সুবিধার জন্য শুধুমাত্র একটি উত্স থেকে এই ভ্যাকসিন নিয়েছে। ফলস্বরূপ, দেশ এখন ভ্যাকসিন সঙ্কটের মুখোমুখি।'
মির্জা ফখরুল বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কর্মসূচিতে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাদের যারা বর্তমান সরকারের আমলে নিখোঁজ ও হত্যার শিকার হয়েছিলেন তাদের পরিবারের সদস্যদের জন্য ঈদ উপহার প্রদান করেন।
তিনি অভিযোগ করেন, ‘সরকার গত দেড় বছর ধরে করোনাভাইরাস মোকাবিলায় এবং জনগণের জন্য যথাযথ চিকিত্সা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেয়নি। 'তারা কীভাবে অর্থোপার্জন করতে পারে, কীভাবে দুর্নীতিতে জড়াতে হবে সে বিষয়ে তারা কাজ করেছে। তাই, জনগণ চিকিত্সা পাচ্ছে না এবং তারা আইসিইউ বেডের জন্য এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে যাচ্ছেন।’
আরও পড়ুন: সরকার দেশকে ‘নরকে’ পরিণত করেছে: ফখরুল
বিএনপি নেতা বলেন, তাদের দল ভ্যাকসিনের বিকল্প উত্স হিসেবে রাশিয়া ও চীনের সাথে যোগাযোগ করার জন্য এক বছর আগে সরকারকে আহ্বান জানিয়েছিল। তবে তারা তা শোনেননি। 'প্রচুর সময় নষ্ট করার পরে তারা এখন চীন ও রাশিয়ার সাথে চুক্তি করতে যাচ্ছে। তারা এখন পরিষ্কার পানি উপেক্ষা করে কাদা পানি পান করছে।'
তিনি বলেন, রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে বসে জাতীয় বিপর্যয় করোনাভাইরাস মোকাবিলায় সরকারের ঐক্যবদ্ধ পদক্ষেপ নেয়া উচিত ছিল।
নিখোঁজের পরিবারের সদস্যদের ইঙ্গিত করে ফখরুল বলেন, তাদের দলের নেতারা নিখোঁজ হওয়ার কারণে তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পুনরুদ্ধারের শক্তি তাদের নেই। 'এটিও সম্ভব নয়। প্রতিবছর এ জাতীয় ঘটনাগুলো আমাদের আবেগময় করে তোলে এবং আমি যখন আপনাদের সামনে উপস্থিত হই তখন আমি নিজেকে দোষী বোধ করি। কারণ আমরা এখন পর্যন্তও পরিস্থিতি পরিবর্তন করতে পারিনি।'
ফখরুল বলেন, বিএনপির পাঁচ শতাধিক নেতা-কর্মী এক দশক ধরে নিখোঁজের শিকার হয়েছেন।
আরও পড়ুন: হেফাজত নেতাদের মুক্তির দাবি জানাল বিএনপি
বিভিন্ন অধিকার সংস্থার পরিসংখ্যানের কথা উল্লেখ করে তিনি বলেন, ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত ৬০১ জনকে নিখোঁজ করা হয়েছে এবং ২ হাজার ৮১৭ জন বিচার বহির্ভূত ও অন্যান্য হত্যার শিকার হয়েছেন।
বিএনপির এই নেতা সতর্ক করেছিলেন, 'এত লোককে প্রাণ দিতে হয়েছে এবং এত বেশি তরুণকে চলে যেতে হয়েছে ... সরকার ও আওয়ামী লীগকে অবশ্যই একদিন ক্ষতিগ্রস্ত পরিবার এবং গোটা জাতির কাছে জবাবদিহি করতে হবে।'
৩ বছর আগে
নগরবাসীর কাছে জবাবদিহি নিশ্চিত করবে অ্যাপ: ডিএনসিসি মেয়র
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ‘‘নগরবাসীর কাছে জবাবদিহি নিশ্চিত করতে ‘সবার ঢাকা’ অ্যাপের বন্দোবস্ত করেছি।’’
৩ বছর আগে
রোহিঙ্গাদের প্রতি নৃশংসতার বিচার নিশ্চিতে নেদারল্যান্ড প্রতিজ্ঞাবদ্ধ
আন্তর্জাতিক আদালতের মাধ্যমে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি মিয়ানমার সরকারের নৃশংসতার বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করতে নেদারল্যান্ডের সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী স্টেফ ব্লক।
৪ বছর আগে
ডিজিটালাইজেশনের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সহজ: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রবিবার বলেছেন, ডিজিটালাইজেশনের মাধ্যমে সরকারি সেবা সমূহের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সহজ হয়।
৪ বছর আগে
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করুন: রাষ্ট্রদূত
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেছেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্ব-প্রণোদিত প্রত্যাবাসন এবং কাঙ্ক্ষিত সামাজিক পুনর্মিলনের অন্যতম পূর্বশর্ত হলো ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করা।
৪ বছর আগে