রাঙ্গুনিয়া
সকালে 'মা' হয়ে ফেসবুকে পোস্ট, রাতে মৃত্যু; নবজাতকের খোঁজ নিলেন সৌদি সফররত পররাষ্ট্রমন্ত্রী
সকালে পুত্রসন্তান জন্ম দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সকলের দোয়া চেয়ে পোস্ট দিয়েছিলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার গৃহবধূ নাজমিন আক্তার। দিন পেরিয়ে রাতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয় ফেসবুকে।
হজপালনে সৌদি আরবে অবস্থানরত পররাষ্ট্রমন্ত্রী ও রাঙ্গুনিয়ার সংসদ সদস্য ড. হাছান মাহমুদের চোখে পড়ে নিজ নির্বাচনি এলাকার এই ঘটনা।
সন্তানের জন্ম দিয়ে মায়ের এমন মৃত্যুর খবর জেনে নিজ ব্যক্তিগত কর্মকর্তা এমরুল করিম রাশেদকে নবজাতকটির দেখভাল করার নির্দেশনা দেন তিনি।
বুধবার বিকালে ওই প্রয়াত গৃহবধূর শ্বশুর বাড়ি চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকায় যান পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা এমরুল করিম রাশেদ।
পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে নবজাতক শিশুটির পরিবারের হাতে উপহার তুলে দেওয়া হয়।
নবজাতকের খোঁজ নেওয়ায় পররাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান স্ত্রীর এমন মৃত্যুতে শোকাহত প্রবাসী স্বামী মো. রিমন ও স্বজনরা।
উল্লেখ্য, গেল ১১ জুন সকালে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জন্ম দেন নাজমিন আক্তার। সে রাতেই বিভিন্ন জটিলতায় মৃত্যু হয় তার। পরদিন সন্ধ্যায় স্ত্রীর মৃত্যু সংবাদে পেয়ে তার স্বামী রিমন দেশে ফিরে স্ত্রীর দাফনসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
রিমন বলেন, ‘ছেলে হলে আমার স্ত্রী নাম রাখতে চেয়েছিলেন রিহান। তাই মায়ের ইচ্ছে অনুযায়ী ছেলের নাম রিহান। বর্তমানে আমার বোন নিজের দুই সন্তানের মতো করে আমার ছেলেকেও দেখছেন।’
পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তার সঙ্গে এসময় আরও ছিলেন- রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান শেখর বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু তাহের, চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হারুন সওদাগর, আওয়ামী লীগ নেতা মো. ফোরকান, আলী আজগর, ইকবাল হোসেন বাবলু।
৬ মাস আগে
রাঙ্গুনিয়ায় পানির স্রোতে ভেসে গেল নানি-নাতি
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় খালের পানির স্রোতে ভেসে গেছে নানি-নাতি।
সোমবার (১০ জুন) বেলা ১২টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শিয়ালবুক্কা গ্রামের শিয়ালবুক্ক খালে এই ঘটনা ঘটে।
নিখোঁজের পর থেকে উদ্ধারে চেষ্টা করছেন রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার হয়নি নিখোঁজ নানী-নাতি।
আরও পড়ুন: আবারও তাপপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা, তাপমাত্রা ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস
নিখোঁজ দুজন হলেন- রোকেয়া বেগম ও তার নাতি মোহাম্মদ ইসমাঈল।
স্থানীয় সূত্রে জানা যায়, শিয়ালবুক্কা গ্রামের খালের অপর পাড়ে খীলাটিলা নামক জায়গায় রোকেয়া বেগমের খামার রয়েছে। সেখানে তার গৃহপালিত গরুকে কুকুর আক্রমণ করেছে এমন খবরে নাতি ও তার এক প্রতিবেশীসহ খামারে যাচ্ছিলেন। যাওয়ার পথে তীব্র বৃষ্টি উপেক্ষা করে শিয়ালবুক্কা খাল পায়ে হেঁটে পাড় হওয়ার চেষ্টা করেন তারা। এসময় বৃষ্টিতে পাহাড়ি ঢলে খালের তীব্র স্রোতের কবলে পড়েন তারা তিনজনেই। একজন কোনরকম উঠে আসতে পারলেও নানী-নাতি স্রোতের টানে ভেসে যায়।
ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, দুপুর ২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধারের চেষ্টা চালাচ্ছি। রাঙামাটি থেকে দুইজন ডুবুরি আনা হয়েছে। তারাও আমাদের সঙ্গে যৌথভাবে কাজ করছেন। সম্ভাব্য শিয়ালবুক্কা খালের সঙ্গে সংযুক্ত ইছামতী নদীর পর্যন্ত আমরা খোঁজ চালাচ্ছি। উদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের সকল প্রকার চেষ্টা অব্যাহত থাকবে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে প্রবাসী যুবকের মৃত্যু
রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৩
৬ মাস আগে
নাবিক ও জিম্মি জাহাজ মুক্ত করতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী
সোমালিয়ার উপকূলে জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ ও জাহাজটির নাবিকদের সুস্থভাবে দ্রুততম সময়ের মধ্যে মুক্ত করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদার অডিটোরিয়ামে স্থানীয় প্রয়াত আওয়ামী লীগ নেতাদের স্মরণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
জাহাজ ও নাবিকদের উদ্ধারে সরকার কী উদ্যোগ নিয়েছে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে, জাহাজ এবং নাবিকদের সুস্থভাবে মুক্ত করার জন্য সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।’
কোন প্রক্রিয়ায় এগোনো হচ্ছে তা জনসমক্ষে প্রকাশ করার বিষয় নয় উল্লেখ করে তিনি বলেন, আমাদের প্রচেষ্টা হচ্ছে সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে নাবিক ও জাহাজ দুটোকেই মুক্ত করা।
আরও পড়ুন: জাহাজ ও নাবিকদের বিপদমুক্ত করাই লক্ষ্য: পররাষ্ট্রমন্ত্রী
ড. হাছান বলেন, ‘একই কোম্পানির আরেকটি জাহাজ ২০১০ সালে অপহরণ হয়েছিল। সেটিকে মুক্ত করতে ১০০ দিন সময় লেগেছিল। আমাদের প্রচেষ্টার কোনো কমতি নেই। আমরা নানাভাবে প্রচেষ্টা চালাচ্ছি, ইনশাল্লাহ আমরা আশা করছি অতীতের মতো এবারও সম্পূর্ণ সুষ্ঠুভাবে জাহাজ ও নাবিকদের উদ্ধার করতে পারব।’
মিয়ানমারে বিশৃঙ্খলার কারণে আবারও ১৪৯ জন বিজিপি সৈন্য বাংলাদেশে প্রবেশ করেছে- এপ্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী হাছান বলেন, এর আগেও মায়ানমারের এ ধরনের কিছু নাগরিক আমাদের দেশে এসেছিল, আমরা মিয়ানমারের সঙ্গে আলাপ-আলোচনা করে তাদের যেভাবে ফেরত পাঠিয়েছি এবারও একই প্রক্রিয়ায় ফেরত পাঠানোর লক্ষ্যে কাজ করছি।
আরও পড়ুন: মিয়ানমারের সীমান্তরক্ষীদের ফেরত পাঠাতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী
এর আগে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত প্রয়াত আওয়ামী লীগ নেতা ওয়াকিল আহমদ তালুকদার, সিরাজুল ইসলাম চৌধুরী, কাজী জসিম ও নুরুল করিম বেবি চৌধুরীর স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ খেটে খাওয়া মানুষের দল, গণ মানুষের দল। যাদের স্মরণে আজকের এই স্মরণসভা, তারা সবাই রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগকে দুঃসময়ে সংগঠিত করেছিল। তাদের মতো তৃণমূলের নেতাদের কারণেই আজকে দল রাষ্ট্রীয় ক্ষমতায়।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, যারা গত ১৫ বছর ধরে দল করছে কিংবা আগে আমাদের দল করেনি তারা কিন্তু দুঃসময়ে এই নেতাদের অবদানের কথা জানে না। বিরোধী দলে থেকে রাজনীতি করার যে যাতনা তা আজকের অনেকেই জানে না। এই সমস্ত নেতার জীবন থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে।
আরও পড়ুন: জিম্মি নাবিকরা নিরাপদে আছেন: কেএসআরএম গ্রুপের মিডিয়া কনসালটেন্ট
৯ মাস আগে
রাঙ্গুনিয়ায় ভোট পড়েছে ৭০%
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৭ (রাঙ্গুনিয়া, বোয়ালখালী আংশিক) আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি নৌকা প্রতীকে ১ লাখ ৯৮ হাজার ৯৭৬ ভোট পেয়ে এই আসন থেকে টানা চতুর্থবার সংসদ নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন: ২ দিন চলবে না বেনাপোল এক্সপ্রেসসহ ২১ ট্রেন
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ফ্রন্টের আইনজীবী ইকবাল হাছান মোমবাতি প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৭৬৭ ভোট। এই আসনে ভোট পড়েছে ৬৯ দশমিক ৪৩ শতাংশ। এর ৯৫ শতাংশের বেশি ভোট পেয়েছেন নৌকার প্রার্থী।
রাঙ্গুনিয়া ও বোয়ালখালী উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ১০৩টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে।
আরও পড়ুন: কাজ বাকি থাকায় আজ চালু হচ্ছে না খুলনা-যশোর-মোংলা রুটে ট্রেন চলাচল
উল্লেখ্য, বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাড়াও জাতীয় পার্টির মুছা আহমেদ রানা (লাঙ্গল) ২ হাজার ৩০৮ ভোট, তৃণমূল বিএনপির খোরশেদ আলম (সোনালী আঁশ) ১ হাজার ৩৩১ ভোট, ইসলামিক ফ্রন্টের আহমদ রেজা (চেয়ার) প্রতিকে পেয়েছেন ১ হাজার ৩৯০ ভোট, সুপ্রিম পার্টির মোরশেদ আলম (একতারা) প্রতিকে পেয়েছেন ১ হাজার ১৩০ ভোট। ১০৩ কেন্দ্রে মোট ভোটার ৩ লাখ ১৩ হাজার ৯১। এরমধ্যে ভোট পড়েছে ২ লাখ ১৪ হাজার ৪৩৬, মোট ৬৯.৪৩ শতাংশ ভোট সংগৃহিত হয়েছে। সহকারি রিটার্নিং কর্মকর্তা ও রাঙ্গুনিয়ার ইউএনও রায়হান মেহেবুব এসব কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন।
আরও পড়ুন: নির্বাচনের ঠিক আগে ট্রেনে আগুন গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্তের চূড়ান্ত অভিপ্রায়: পররাষ্ট্রমন্ত্রী
১১ মাস আগে
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত, যুবলীগ নেতা আহত
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মোটরসাইকেলের সঙ্গে কাঠবোঝাই চাঁদের গাড়ির (জিপ) মুখোমুখি সংঘর্ষে মো. হেলাল উদ্দিন (৩৮) নামে এক ইউনিয়ন পরিষদের সদস্য নিহত এবং এক যুবলীগ নেতা আহত হয়েছেন।
সোমবার (২৩ অক্টোবর) বিকালে উপজেলার পদুয়া ইউনিয়নে ২ নম্বর ওয়ার্ড বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. হেলাল উদ্দিন বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য এবং ওই এলাকার করিম উল্লাহর ছেলে।
অন্যদিকে আহত মো. নুরুন্নবী (৪০) রাঙ্গুনিয়ার পদুয়া নাপিত পুকুরিয়া ব্রিজঘাটা গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে এবং ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি নগরীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন।
আরও পড়ুন: চট্টগ্রামে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান বলেন, পদুয়ার বটতল এলাকায় মোটরসাইকেলের সঙ্গে কাঠ বোঝাই চাঁদের গাড়ির (জিপ) মুখোমুখি সংঘর্ষে হয়। এতে মোটরসাইকেল থাকা দুইজন ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক ইউপি সদস্য হেলালকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, নুরুন্নবীকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের কাছে হেলালের লাশ হস্তান্তর করা হয়েছে। জিপটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হবে।
আরও পড়ুন: চট্টগ্রামে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ১১
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২
১ বছর আগে
রাঙ্গুনিয়ায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা ইকোপার্ক সংলগ্ন ফরেস্ট বিট এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত কাজী জুনায়েদ হোসেন রিফাত (২৫) উপজেলার আলমশাহপাড়া কাজী বাড়ি এলাকার মো. পুতুলের ছেলে। তিনি ওয়ান ব্যাংক-এর চন্দ্রঘোনা শাখায় কর্মরত ছিলেন।
আরও পড়ুন: সিলেটে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩
পারিবারিক সূত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গে লেকের তাজা মাছ নিতে কাপ্তাই গিয়েছিলেন রিফাত। সিএনজি অটোরিকশায় করে ফেরার পথে চন্দ্রঘোনা ইকোপার্ক সংলগ্ন ফরেস্ট বিটের কাছে এলে বিপরীতদিক থেকে আসা দ্রুতগতির ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় রিফাত গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে নগরীর পার্কভিউ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিলকী বলেন, দুর্ঘটনার খবরে আমি নিজে ঘটনাস্থলে গিয়ছি। ট্রাকটি নিয়ে চালক পালিয়েছে। এটি শনাক্তের চেষ্টা চলছে।
আরও পড়ুন: জয়পুরহাটের ক্ষেতলালে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫
১ বছর আগে
রাঙ্গুনিয়ায় স্কুলছাত্রীকে অপহরণ করে হোটেলে রেখে ধর্ষণ, অটোচালক গ্রেপ্তার
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে অপহরণ করে বিভিন্ন আবাসিক হোটেলে রেখে ধর্ষণের অভিযোগে মো. শোয়াইব (১৯) নামের এক অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রাঙ্গুনিয়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে রাঙ্গুনিয়া থানা পুলিশ।
রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম বলেন, ধর্ষণ মামলায় আসামি মো. শোয়াইবকে গ্রেপ্তার করা হয়েছে। সে রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা। আরেক আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা: ৫ জনের আমৃত্যু কারাদণ্ড
পুলিশ জানায়, ভুক্তভোগী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ে। ২০ নভেম্বর সকালে স্কুলে যাওয়ার সময় আসামিরা তাকে জোর করে অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর ২১ নভেম্বর তার বাবা রাঙ্গুনিয়া থানায় জিডি করেন। বৃহস্পতিবার দুপুরে তাকে কক্সবাজার থেকে উদ্ধার করা হয়। এদিন রাত সাড়ে ৮টার দিকে অটোরিকশা চালক শোয়াইবসহ দুই জনকে আসামি করে রাঙ্গুনিয়া থানায় মামলা করেন ওই শিশুর মা।
মামলার অভিযোগে বলা হয়, বিদ্যালয়ে যাওয়ার পথে স্কুলছাত্রীকে শোয়াইব ও তার সহযোগী জোর করে অটোরিকশায় তুলে রাঙামাটি নিয়ে যায় এবং শহরের একটি হোটেলে তারা দুজন তাকে ধর্ষণ করে। এরপর ২২ নভেম্বর চট্টগ্রাম শহরে ও পরে কক্সবাজারের রামুতে নিয়ে যাওয়া হয়। ওই শিশুর পরিবার এক আত্মীয়ের মাধ্যমে অবস্থান জেনে তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন।
নির্যাতিত শিশুকে শারীরিক পরীক্ষার জন্য শুক্রবার (২৫ নভেম্বর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: রাজশাহীতে ২০১২ সালে কিশোরী ধর্ষণের ঘটনায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
মাগুরায় ৭বছরের শিশু ধর্ষণের অভিযোগ
২ বছর আগে
চট্টগ্রামে পুকুর থেকে ২ ভাইয়ের লাশ উদ্ধার
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আছরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ দুই ভাইয়ের লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের বনগ্রাম কাছেমুল উলুম মাদরাসার পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতের হলো- চন্দ্রঘোনা খোন্দকার পাড়া গ্রামের দিনমজুর মোহাম্মদ শফির ছেলে মোহাম্মদ হাছান (১০) মোহাম্মদ হোছন (৯)। তারা বনগ্রাম আবুল খায়ের কলোনির ভাড়া বাসায় বসবাস করতো।
আরও পড়ুন: কিশোরগঞ্জে বিদ্যুস্পৃষ্টে ২ সহোদরের মৃত্যু
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকালে মাদরাসার মসজিদে দুই ভাই আছরের নামাজ পড়তে যায়। এরপর তারা বাড়ি না ফেরায় অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে খুঁজতে থাকে। রাত সাড়ে ৯টার দিকে মাদরাসার পুকুরে খুঁজতে গেলে প্রথমে হাছানকে মৃত অবস্থায় পাওয়া যায়। এরপর জাল দিয়ে পুকুরে তলিয়ে যাওয়া অবস্থায় আরেক ভাই হোছনের লাশ উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাদেরকে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক দুই সহদোরকে মৃত বলে জানান।
আরও পড়ুন: ইউপি নির্বাচন: কক্সবাজারে প্রার্থীসহ ২ সহোদর গুলিবিদ্ধ
চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইদ্রিছ আজগর বলেন, এলাকার অনেকেই নিহত দুই ভাইকে মাদরাসার মসজিদে জুমা এবং আছরের নামাজ পড়তে দেখেছেন। আছরের পর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।
২ বছর আগে
হাতির আক্রমণে রাঙ্গুনিয়ায় কৃষকের মৃত্যু
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে পদুয়া ইউনিয়নের ত্রিপুরা সুন্দরী ২ নম্বার ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
নিহত আব্দুল আজিজ (৬৫) ওই এলাকার মৃত গুনু মিয়ার ছেলে।
আরও পড়ুন: রাঙামাটিতে বন্য হাতির আক্রমণে মানসিক প্রতিবন্ধীর মৃত্যু
বন বিভাগের নারিশ্চা বিট কর্মকর্তা মিন্টু কুমার দে বলেন, জমি বর্গা নিয়ে বিভিন্ন সবজি চাষ করতেন আব্দুল আজিজ। রাতে সবজি খেত পাহারা দিতে গিয়েছিলেন তিনি। সেখানে তাকে হাতি আক্রমণ করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। শনিবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে ১ জনের মৃত্যু
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
২ বছর আগে
রাঙ্গুনিয়ায় বিলের কাদায় আটকে পড়া হাতি ৭ ঘণ্টা পর উদ্ধার
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের তৈলা ভাঙ্গা বিলের কাদায় আটকে পড়া একটি হাতি সাত ঘন্টা পর উদ্ধার করেছে বনবিভাগ।শনিবার (৩০ এপ্রিল) ভোর ৫টার দিকে হাতিটি কাদায় আটকে যায়। সকালে খবর পেয়ে বনবিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে বেলা ১২টার দিকে হাতিকে উদ্ধার করে।স্থানীয় বাসিন্দা নুরুল আলম জানান, হাতিটি ভোররাত থেকে প্রায় ৭ ফিট নরম কাদামাটিতে আটকে যায়। মধ্যবয়সী হাতিটির চিৎকার পুরো এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা জানতে পারে৷ বিষয়টি বনবিভাগকে জানানো হয়।
আরও পড়ুন: রাঙামাটিতে বন্য হাতির আক্রমণে মানসিক প্রতিবন্ধীর মৃত্যুবনবিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মো. মাসুম কবির বলেন, বিলে কাদায় বন্যহাতি আটকে যাওয়ার খবরে বনবিভাগের কর্মী ও চিকিৎসকরা সকাল ৮টার দিকে ঘটনাস্থলে যায়। বন্যহাতিটিকে পর্যাপ্ত স্যালাইন ও ওষুধ দেয়া হয়। পরে দড়ি বেঁধে কৌশলে এটিকে উদ্ধার করা হয়। হাতিটিকে বনে ছেড়ে দেয়া হয়।শিলক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম তালুকদার বলেন, প্রায় সময় শিলকসহ দক্ষিণ রাঙ্গুনিয়ার পাহাড় বেষ্ঠিত চার ইউনিয়নে লোকালয়ে নেমে আসে বন্যহাতির দল। বিশেষ করে ধান পাকার মৌসুমে হাতির দল লোকালয়ে এসে বেপরোয়া হয়ে উঠে। বন্যহাতির আক্রমণে ফসলের ক্ষতি ও প্রানহানির ঘটনাও ঘটেছে। বন্যহাতির তাণ্ডব কমাতে বনবিভাগের আরও তৎপরতা প্রয়োজন।
আরও পড়ুন: শেরপুরে আরেকটি মৃত বন্যহাতি উদ্ধার
২ বছর আগে