রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়ায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা ইকোপার্ক সংলগ্ন ফরেস্ট বিট এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত কাজী জুনায়েদ হোসেন রিফাত (২৫) উপজেলার আলমশাহপাড়া কাজী বাড়ি এলাকার মো. পুতুলের ছেলে। তিনি ওয়ান ব্যাংক-এর চন্দ্রঘোনা শাখায় কর্মরত ছিলেন।
আরও পড়ুন: সিলেটে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩
পারিবারিক সূত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গে লেকের তাজা মাছ নিতে কাপ্তাই গিয়েছিলেন রিফাত। সিএনজি অটোরিকশায় করে ফেরার পথে চন্দ্রঘোনা ইকোপার্ক সংলগ্ন ফরেস্ট বিটের কাছে এলে বিপরীতদিক থেকে আসা দ্রুতগতির ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় রিফাত গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে নগরীর পার্কভিউ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিলকী বলেন, দুর্ঘটনার খবরে আমি নিজে ঘটনাস্থলে গিয়ছি। ট্রাকটি নিয়ে চালক পালিয়েছে। এটি শনাক্তের চেষ্টা চলছে।
আরও পড়ুন: জয়পুরহাটের ক্ষেতলালে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫
রাঙ্গুনিয়ায় স্কুলছাত্রীকে অপহরণ করে হোটেলে রেখে ধর্ষণ, অটোচালক গ্রেপ্তার
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে অপহরণ করে বিভিন্ন আবাসিক হোটেলে রেখে ধর্ষণের অভিযোগে মো. শোয়াইব (১৯) নামের এক অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রাঙ্গুনিয়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে রাঙ্গুনিয়া থানা পুলিশ।
রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম বলেন, ধর্ষণ মামলায় আসামি মো. শোয়াইবকে গ্রেপ্তার করা হয়েছে। সে রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা। আরেক আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা: ৫ জনের আমৃত্যু কারাদণ্ড
পুলিশ জানায়, ভুক্তভোগী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ে। ২০ নভেম্বর সকালে স্কুলে যাওয়ার সময় আসামিরা তাকে জোর করে অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর ২১ নভেম্বর তার বাবা রাঙ্গুনিয়া থানায় জিডি করেন। বৃহস্পতিবার দুপুরে তাকে কক্সবাজার থেকে উদ্ধার করা হয়। এদিন রাত সাড়ে ৮টার দিকে অটোরিকশা চালক শোয়াইবসহ দুই জনকে আসামি করে রাঙ্গুনিয়া থানায় মামলা করেন ওই শিশুর মা।
মামলার অভিযোগে বলা হয়, বিদ্যালয়ে যাওয়ার পথে স্কুলছাত্রীকে শোয়াইব ও তার সহযোগী জোর করে অটোরিকশায় তুলে রাঙামাটি নিয়ে যায় এবং শহরের একটি হোটেলে তারা দুজন তাকে ধর্ষণ করে। এরপর ২২ নভেম্বর চট্টগ্রাম শহরে ও পরে কক্সবাজারের রামুতে নিয়ে যাওয়া হয়। ওই শিশুর পরিবার এক আত্মীয়ের মাধ্যমে অবস্থান জেনে তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন।
নির্যাতিত শিশুকে শারীরিক পরীক্ষার জন্য শুক্রবার (২৫ নভেম্বর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: রাজশাহীতে ২০১২ সালে কিশোরী ধর্ষণের ঘটনায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
মাগুরায় ৭বছরের শিশু ধর্ষণের অভিযোগ
চট্টগ্রামে পুকুর থেকে ২ ভাইয়ের লাশ উদ্ধার
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আছরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ দুই ভাইয়ের লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের বনগ্রাম কাছেমুল উলুম মাদরাসার পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতের হলো- চন্দ্রঘোনা খোন্দকার পাড়া গ্রামের দিনমজুর মোহাম্মদ শফির ছেলে মোহাম্মদ হাছান (১০) মোহাম্মদ হোছন (৯)। তারা বনগ্রাম আবুল খায়ের কলোনির ভাড়া বাসায় বসবাস করতো।
আরও পড়ুন: কিশোরগঞ্জে বিদ্যুস্পৃষ্টে ২ সহোদরের মৃত্যু
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকালে মাদরাসার মসজিদে দুই ভাই আছরের নামাজ পড়তে যায়। এরপর তারা বাড়ি না ফেরায় অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে খুঁজতে থাকে। রাত সাড়ে ৯টার দিকে মাদরাসার পুকুরে খুঁজতে গেলে প্রথমে হাছানকে মৃত অবস্থায় পাওয়া যায়। এরপর জাল দিয়ে পুকুরে তলিয়ে যাওয়া অবস্থায় আরেক ভাই হোছনের লাশ উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাদেরকে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক দুই সহদোরকে মৃত বলে জানান।
আরও পড়ুন: ইউপি নির্বাচন: কক্সবাজারে প্রার্থীসহ ২ সহোদর গুলিবিদ্ধ
চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইদ্রিছ আজগর বলেন, এলাকার অনেকেই নিহত দুই ভাইকে মাদরাসার মসজিদে জুমা এবং আছরের নামাজ পড়তে দেখেছেন। আছরের পর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।
হাতির আক্রমণে রাঙ্গুনিয়ায় কৃষকের মৃত্যু
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে পদুয়া ইউনিয়নের ত্রিপুরা সুন্দরী ২ নম্বার ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
নিহত আব্দুল আজিজ (৬৫) ওই এলাকার মৃত গুনু মিয়ার ছেলে।
আরও পড়ুন: রাঙামাটিতে বন্য হাতির আক্রমণে মানসিক প্রতিবন্ধীর মৃত্যু
বন বিভাগের নারিশ্চা বিট কর্মকর্তা মিন্টু কুমার দে বলেন, জমি বর্গা নিয়ে বিভিন্ন সবজি চাষ করতেন আব্দুল আজিজ। রাতে সবজি খেত পাহারা দিতে গিয়েছিলেন তিনি। সেখানে তাকে হাতি আক্রমণ করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। শনিবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে ১ জনের মৃত্যু
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রাঙ্গুনিয়ায় বিলের কাদায় আটকে পড়া হাতি ৭ ঘণ্টা পর উদ্ধার
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের তৈলা ভাঙ্গা বিলের কাদায় আটকে পড়া একটি হাতি সাত ঘন্টা পর উদ্ধার করেছে বনবিভাগ।শনিবার (৩০ এপ্রিল) ভোর ৫টার দিকে হাতিটি কাদায় আটকে যায়। সকালে খবর পেয়ে বনবিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে বেলা ১২টার দিকে হাতিকে উদ্ধার করে।স্থানীয় বাসিন্দা নুরুল আলম জানান, হাতিটি ভোররাত থেকে প্রায় ৭ ফিট নরম কাদামাটিতে আটকে যায়। মধ্যবয়সী হাতিটির চিৎকার পুরো এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা জানতে পারে৷ বিষয়টি বনবিভাগকে জানানো হয়।
আরও পড়ুন: রাঙামাটিতে বন্য হাতির আক্রমণে মানসিক প্রতিবন্ধীর মৃত্যুবনবিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মো. মাসুম কবির বলেন, বিলে কাদায় বন্যহাতি আটকে যাওয়ার খবরে বনবিভাগের কর্মী ও চিকিৎসকরা সকাল ৮টার দিকে ঘটনাস্থলে যায়। বন্যহাতিটিকে পর্যাপ্ত স্যালাইন ও ওষুধ দেয়া হয়। পরে দড়ি বেঁধে কৌশলে এটিকে উদ্ধার করা হয়। হাতিটিকে বনে ছেড়ে দেয়া হয়।শিলক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম তালুকদার বলেন, প্রায় সময় শিলকসহ দক্ষিণ রাঙ্গুনিয়ার পাহাড় বেষ্ঠিত চার ইউনিয়নে লোকালয়ে নেমে আসে বন্যহাতির দল। বিশেষ করে ধান পাকার মৌসুমে হাতির দল লোকালয়ে এসে বেপরোয়া হয়ে উঠে। বন্যহাতির আক্রমণে ফসলের ক্ষতি ও প্রানহানির ঘটনাও ঘটেছে। বন্যহাতির তাণ্ডব কমাতে বনবিভাগের আরও তৎপরতা প্রয়োজন।
আরও পড়ুন: শেরপুরে আরেকটি মৃত বন্যহাতি উদ্ধার
চট্টগ্রামে এক দম্পতির ‘আত্মহত্যা’
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় গলায় ফাঁস দিয়ে এক দম্পতি এক সঙ্গে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার রাতে উপজেলার লালানগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড কুরমাইকুল এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- এলাকার শাহ আলমের ছেলে প্রবাস ফেরত মো. ইসকান্দর (২৪) ও তার স্ত্রী রুমা আক্তার (২২)। স্বামী-স্ত্রী দুজন এক সঙ্গে এক রশিতে আত্মহত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ রাত সাড়ে ১০টার দিকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই বছর আগে ইসকান্দরের সাথে রুমা আক্তারের সামাজিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে ১৫ মাস বয়সী এক ছেলে সন্তানও রয়েছে। ইসকান্দর কাতার প্রবাসী ছিল। গত ১০ আগস্ট সে দেশে ফিরেছে।
আরও পড়ুন: চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় এএসআই নিহত
নিহত ইসকান্দরের মা ফিরোজা বেগম বলেন, ‘আমার ছেলে মাত্র তিনদিন আগে গত ১০ আগস্ট কাতার থেকে দেশে ফিরেছে। শুক্রবার সন্ধ্যার দিকে আমি আমার নাতিকে নিয়ে উঠানে খেলছিলাম। পরে ঘরে এসে তাদের রুম বন্ধ দেখে ডাকাডাকি করি। কিন্তু তাদের কোন সাড়াশব্দ না পেয়ে জানালা খুলে দেখি তারা দু’জনেই ফাঁসিতে ঝুলে আছে। পরে এলাকার মানুষজন ডেকে দরজা ভেঙে তাদের ফাঁসি থেকে নামাই।’
নিহত গৃহবধূর বাবা জামাল উদ্দিন জানান, ‘দুপুর ৩টার দিকেও আমার মেয়ের সাথে মুঠোফোনে কথা হয়েছিল। মেয়েকে বেড়াতে আসতে বলেছিলাম। তারা পরে আসবে বলে জানায়। এরপর রাত হতেই শুনি এই ঘটনা।’
তিনি অভিযোগ করে আরও বলেন, আমার মেয়েকে প্রায়শই তার দেবর আরিফ (২০) নানাভাবে কুপ্রস্তাব দিতো। এই নিয়ে বিভিন্ন সময় তাকে সতর্ক করা হয়েছে। আমার ধারণা তারা আমার মেয়েকে হত্যা করে এভাবে ঝুলিয়ে রেখেছে।
আরও পড়ুন: হঠাৎ চট্টগ্রামে মডার্না ও সিনোফার্মের টিকা দেয়া বন্ধ
রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) খান নুরুল ইসলাম জানান, কি কারণে এমন ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। আমরা এসে তাদের মুখে শুনেছি, দু’জনেই এক ওড়নায় একই কক্ষে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। শ্বাশুড়ি এলাকাবাসীকে নিয়ে দরজা ভেঙে তাদের লাশ নামিয়েছে।
তিনি বলেন, ‘আমরা ঘটনা তদন্ত করে দেখছি। তবে দু’জনে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। কি কারণে এমন ঘটনা ঘটেছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।’
চট্টগ্রামে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার মরিয়মনগর ডিসি সড়কের লালানগর বেরিবাঁধ এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাহেদুল ইসলাম (১৭) পিতা-জাহাঙ্গীর আলম, দক্ষিণ রাজানগর ইউনিয়নের রাজাভুবন ফুলবাগিচা গ্রাম এবং উজ্জ্বল বড়ুয়া (৫০), পিতা রঞ্জন বড়ুয়া রাঙ্গুনিয়া পৌরসভার ৮নম্বর ওয়ার্ড সৈয়দবাড়ি।
আরও পড়ুন: নাটোরে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
পুলিশ জানান, শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে লালানগর ইউনিয়নের বেড়িবাঁধ পদক্ষেপ অফিসের সামনে দুটি মোটরসাইকেলের (চট্টমেট্টো ল-১৪-৩১১০ এবং চট্টমেট্টো ল-১১-৩৪৩৯) মুখোমুখি সংঘর্ষ হয়। ধামাইরহাটগামী একটি দ্রুতগতির মোটরসাইকেল সিএনজি অটোরিকশাকে অতিক্রম করতে গেলে বিপরীত দিক থেকে আসা অপর মোটরসাইকেলের সাথে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই মোটরবাইক আরোহী গাড়ি থেকে ছিটকে পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান।
আরও পড়ুন: এপ্রিলে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৮: যাত্রী কল্যাণ সমিতি
উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক হিমাদ্রি চৌধুরী বলেন, হাসপাতালে আনার আগেই এই দু’জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন চক্রবর্তী জানান, দুর্ঘটনা কবলিত মোটরবাইক দুটি থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
শুক্রবার দুপুর দেড়টা নাগাদ উপজেলার সরফভাটা ইউনিয়নের ২নং ওয়ার্ড গঞ্জম আলী সরকার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. মুফিজ (৩৮) সরফভাটা ২নং ওয়ার্ডের বদনি বর বাড়ির আব্দুর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সরফভাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, 'ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। তবে পূর্বের ঘটনার জের ধরে ওই এলাকার সন্ত্রাসী ওসমানের ভাইয়েরা তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।'
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিল্কি বলেন, কে বা কারা মুফিজকে হত্যা করেছে এখনো জানা যায়নি। তার শরীরে গুলির আঘাত পাওয়া গেছে।
আরও পড়ুন: বাঘাইছড়িতে জেএসএসের সামরিক কমান্ডারকে গুলি করে হত্যা
তিনি বলেন, 'স্থানীয়দের সাথে কথা বলে ধারণা করা হচ্ছে, তার প্রতিপক্ষ একটি সন্ত্রাসী গ্রুপ তাকে হত্যা করেছে। আমরা তদন্ত করে বিষয়টি জানাবো। তবে নিহতের বিরুদ্ধে কয়েকটি মামলাও রয়েছে।'