মালবাহী ট্রেন
ট্রেনের ৮ ট্যাংকার লাইনচ্যুত হয়ে খুলনার সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন
চুয়াডাঙ্গায় খুলনাগামী মালবাহী ট্রেনের ৮টি তেলের ট্যাংকার লাইনচ্যুত হয়ে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ আছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) রাত পৌনে ১টার দিকে জীবননগর উপজেলার আনসারবাড়িয়া স্টেশনের অদূরে ডাউন সিগনাল পয়েন্টে এ ঘটনা ঘটে।
উথলী রেলওয়ের স্টেশন মাস্টার মিন্টু রায় বলেন, খুলনার সান্তাহার থেকে ৩২টি খালি ট্যাংকার নিয়ে একটি ট্রেন মঙ্গলবার রাতে খুলনা যাচ্ছিল। রাত পৌনে ১টার দিকে আনসারবাড়িয়া স্টেশনের অদূরে রেল লাইনের ১১ নম্বর পয়েন্টের কাছে ৮টি ট্যাংকার লাইনচ্যুত হয়।
লাইনচ্যুত ট্যাংকার উদ্ধারে পাবনার ঈশ্বরদী থেকে আসা উদ্ধারকারী ট্রেন ভোর থেকেই কাজ শুরু করেছে বলে জানা গেছে। উদ্ধারকাজ এখনও চলছে।
আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় গুরুতর আহত বন্য হাতি
আনসারবাড়িয়া স্টেশনের কার্যক্রম চালু না থাকায় এ বিষয়ে চুয়াডাঙ্গা স্টেশন মাস্টার মিজানুর রহমানের সঙ্গে কথা হলে তিনি বলেন, লাইনচ্যুত ট্যাংকারগুলো উদ্ধারকাজ চলছে, উদ্ধার শেষে ট্রেন চলাচল শুরু হতে পারে।
চুয়াডাঙ্গা স্টেশনের পয়েন্ট ম্যান শান্ত কুমার বিশ্বাস জানান, তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত হওয়ায় ঢাকা থেকে খুলনাগামী ও খুলনা থেকে গোয়ালন্দগামী বা বিপরীতমুখী যাত্রীবাহী ট্রেনগুলো চুয়াডাঙ্গা স্টেশন ও মোবারকগঞ্জ স্টেশনে আটকা পড়েছে।
শান্ত কুমার বিশ্বাস আরও বলেন, ‘মধ্যরাত থেকেই সারা দেশের সঙ্গে রেলযোগাযোগ বন্ধ রয়েছে। ভোর থেকে উদ্ধারকাজ শুরু হয়েছে। আর চুয়াডাঙ্গা স্টেশনে একটি যাত্রীবাহী ট্রেন আটকে আছে। উদ্ধারকাজ শেষে বিস্তারিত জানা যাবে।’
এদিকে, ১০ ঘণ্টার বেশি সময় পার হলেও রেল চলাচল স্বাভাবিক না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন ট্রেনে থাকা যাত্রীরা এবং এই রেলপথ ব্যবহারকারীরা।
আরও পড়ুন: লাইনচ্যুতির সাড়ে ৮ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
৪ সপ্তাহ আগে
সিরাজগঞ্জে মালবাহী ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গের মধ্যে চলাচল বন্ধ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ঢাকা-ঈশ্বরদী রেললাইনে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় বিকাল থেকে দেশের পশ্চিম, উত্তর ও দক্ষিণাঞ্চলে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শুক্রবার দুপুর ২টার দিকে মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়।
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, দুপুর ২টার দিকে ঈশ্বরদী থেকে আসা মালবাহী ট্রেনটি উল্লাপাড়া রেলস্টেশনে লাইন পরিবর্তন করার সময় লাইনচ্যুত হলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
তিনি বলেন, পাকশি থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে এবং দুটি লাইনচ্যুত বগি সরানোর চেষ্টা করছে।
রেলওয়ে কর্মকর্তা আরও বলেন, বিকাল ৪টা ২০ মিনিটের দিকে এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের ৭ বগি লাইনচ্যুত, আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ
গাজীপুরে যমুনা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ
১ বছর আগে
ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের ৭ বগি লাইনচ্যুত, আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রাম থেকে ঢাকামুখী আসা মালবাহী কন্টেইনার ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকাগামী সিলেট ও চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরতলীর দাড়িয়াপুর রেলগেইট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি ঢাকা যাওয়ার পথে শহরতলীর দাড়িয়াপুর নামক স্থানে ট্রেনটির ৭টি বগি লাইনচ্যুত হয়।
তিনি বলেন, অত্যধিক গরমে লাইন বেঁকে যাওয়ায় এ দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার কারণে রেললাইন ও স্লিপারেরও ব্যাপক ক্ষতি হয়।
তিনি আরও বলেন, বর্তমানেএতে করে চট্টগ্রাম ও সিলেটের সাথে ঢাকা অভিমুখী (আপ লাইনে) ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেট অভিমুখী (ডাউন লাইনে) ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে ঘটনাস্থলে পৌঁছেছে। এখনো উদ্ধার কাজ শুরু হয়নি।
আরও পড়ুন: চট্টগ্রামে রেলের বগি লাইনচ্যুত: ২৩ ঘন্টায়ও উদ্ধার হয়নি, তেল ছড়িয়ে পড়েছে আশেপাশের কৃষিজমিতে
ভৈরবে এগারোসিন্ধুর ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় বগি লাইনচ্যুত, আহত ১৫
খুলনায় বগী লাইনচ্যুত, ২ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
১ বছর আগে
ময়মনসিংহে মালবাহী ট্রেন লাইনচ্যুত
ময়মনসিংহ নগরীর বলাশপুরে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেন রবিবার সকালে লাইনচ্যুত হয়।
ময়মনসিংহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন আহমেদ জানান, রবিবার সকালে ময়মনসিংহ থেকে চট্রগ্রামগামী ময়মনসিংহ/নাসিরাবাদ এক্সপ্রেস নামে একটি মালবাহী ট্রেনের পেছনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়।
এতে ময়মনসিংহের সঙ্গে নেত্রকোনা-ভৈরব-চট্রগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, খবর পেয়ে জেলার কেওয়াটখালী থেকে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌছে কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে উদ্ধার কাজ শেষ হয়ে যাবে।
আরও পড়ুন: ইরানে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ১০, আহত অর্ধশতাধিক
কসবায় ট্রেন লাইনচ্যুত হয়ে চট্টগ্রামের সাথে ৬ ঘণ্টা যোগাযোগ বিচ্ছিন্ন
গাজীপুরে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত
১ বছর আগে
বগি লাইনচ্যুত: গাজীপুরে ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
গাজীপুরে মঙ্গলবার মধ্যরাতে একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় প্রায় আট ঘণ্টা বন্ধ থাকার পর বুধবার সকালে ঢাকা ও দেশের উত্তরবঙ্গের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম ইউএনবিকে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী সার বোঝাই মালবাহী ট্রেনটি মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ঢাকা-রাজশাহী রেল রুটে কালিয়াকৈর উপজেলার বাজ হিজলতলী এলাকায় পৌঁছালে পেছনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকার সাথে উত্তর বঙ্গের রেলরুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
তিনি বলেন, বিভিন্ন স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেসসহ আটকা পরে কয়েকটি ট্রেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সকালে ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। ক্ষতিগ্রস্ত বগিটি উদ্ধার করার পর সকাল সোয়া ৮টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আরও পড়ুন: ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, সারাদেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন
দেড় মাস পর সিলেট থেকে ট্রেন চলাচল শুরু
চাঁপাইনবাবগঞ্জে করোনায় বন্ধ হওয়া ৬ ট্রেন চালু হয়নি, দুর্ভোগে যাত্রীরা
২ বছর আগে
টঙ্গীতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত
গাজীপুরের টঙ্গীতে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে মধুমিতা এলাকায় এ ঘটনা ঘটে। তবে সঙ্গে থাকা অপর লাইনে মাধ্যমে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুর মোহাম্মদ খান জানান, বুধবার (২৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মালবাহী কন্টেইনারের একটি বগি মধুমিতা এলাকায় লাইনচ্যুত হয়। এতে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। তবে অপর এক লাইন দিয়ে ট্রেন চলাচল করছে। এতে ট্রেন চলাচলে কিছুটা বিলম্ব হচ্ছে।
খবর পেয়ে ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করেছে বলে তিনি জানান।
পড়ুন: মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে গৃহবধূ নিহত
চাঁদপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা
২ বছর আগে
কুমিল্লায় বগি লাইনচ্যুত: ৩ রুটে ট্রেন চলাচল বন্ধ
কুমিল্লার বুড়িচংয়ের মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্টগ্রাম, নোয়াখালী ও সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার রাজাপুর রেলওয়ে স্টেশনের আউটারে এই দুর্ঘটনা ঘটে।
পরে আখাউড়া রেলওয়ে জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এ ঘটনায় নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস লাকসাম রেলওয়ে জংশনে ও শশীদল স্টেশনে তূর্ণা নিশিতা এক্সপ্রেস আটকা পড়ে আছে।
আরও পড়ুন: কুমিল্লায় ট্রেন লাইনচ্যুত: ৭ ঘণ্টা পর রেল যোগাযোগ শুরু
২ বছর আগে
চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় রেল ইয়ার্ড শ্রমিক নিহত
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ট্রাকের ধাক্কা খেয়ে ওয়াগনের সাথে পিষ্ট হয়ে এক রেল ইয়ার্ড শ্রমিক নিহত হয়েছেন।
৩ বছর আগে
গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
গোপালগঞ্জে মালবাহী ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।
৪ বছর আগে
একদিনে দেশের ৩ স্থানে ট্রেন দুর্ঘটনা
দেশের তিন জেলা কুমিল্লা, গাইবান্ধা ও মৌলভীবাজারে রবিবার পৃথক ট্রেন দুর্ঘটনার ঘটনা ঘটেছে।
৪ বছর আগে