ময়মনসিংহ নগরীর বলাশপুরে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেন রবিবার সকালে লাইনচ্যুত হয়।
ময়মনসিংহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন আহমেদ জানান, রবিবার সকালে ময়মনসিংহ থেকে চট্রগ্রামগামী ময়মনসিংহ/নাসিরাবাদ এক্সপ্রেস নামে একটি মালবাহী ট্রেনের পেছনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়।
এতে ময়মনসিংহের সঙ্গে নেত্রকোনা-ভৈরব-চট্রগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, খবর পেয়ে জেলার কেওয়াটখালী থেকে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌছে কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে উদ্ধার কাজ শেষ হয়ে যাবে।
আরও পড়ুন: ইরানে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ১০, আহত অর্ধশতাধিক
কসবায় ট্রেন লাইনচ্যুত হয়ে চট্টগ্রামের সাথে ৬ ঘণ্টা যোগাযোগ বিচ্ছিন্ন