মাদারাসার ছাত্রী
জয়পুরহাটে ৫ম শ্রেণির ছাত্রীকে ‘ধর্ষণ’, যুবক গ্রেপ্তার
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় পঞ্চম শ্রেণির এক মাদরাসাছাত্রীকে পাঁচ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ইমরান হোসেন (২৭) ওই উপজেলার বিষ্ণপুর গ্রামের বাবু হোসেনের ছেলে।
আরও পড়ুন: বিয়ানীবাজারে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ‘সংঘবদ্ধ ধর্ষণ’, আটক ২
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান জানান, সোমবার ইমরান প্রতিবেশি দরিদ্র এক ভ্যানচালকের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মাদরাসার ছাত্রীকে কোন এক প্রলোভন দিয়ে কৌশলে তার বাড়ি থেকে ডেকে গোপন স্থানে নিয়ে যায়। এরপর ইমরান শিশুটিকে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে কয়েক দিন আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় শনিবার বিকালে শিশুটির মা বাদী হয়ে আক্কেলপুর থানায় মামলা করলে সোমবার রাতেই পুলিশ বিষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে ইমরানের বাড়ির থেকে শিশুটিকে উদ্ধারসহ অভিযুক্ত ইমরানকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: নেত্রকোণায় বিয়ের আশ্বাসে মাদরাসাছাত্রীকে ধর্ষণ, ইমাম গ্রেপ্তার
ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমরান শিশুটিকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে আটকে রেখে কদিন ধরে জোরপূর্বক ধর্ষণ করার কথা স্বীকার করেছে।
এ দিকে প্রয়োজনীয় চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষা (মেডিকেল টেস্ট) করানেরা জন্য রবিবার সকালে শিশুটিকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
৩ বছর আগে