সোশ্যাল মিডিয়া
সরকার সোশ্যাল মিডিয়া পর্যবেক্ষণের জন্য ‘আইএলআইএস’ চালু করবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সরকার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো পর্যবেক্ষণ এবং বিভিন্ন রাষ্ট্রবিরোধী ও সরকারবিরোধী কার্যকলাপকে নস্যাৎ করার জন্য একটি ‘ইন্টিগ্রেটেড লফুল ইন্টারসেপশন সিস্টেম (আইএলআইএস)’ চালু করার উদ্যোগ নিয়েছে।
বৃহস্পতিবার ঢাকা-১০ আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য মো. শফিউল ইসলামের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি জাতীয় সংসদে জানান।
দেশের অভ্যন্তরে দেশি-বিদেশি ষড়যন্ত্র নস্যাৎ করতে সরকার নজরদারি বাড়াবে কি না জানতে চান শফিউল।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বিরুদ্ধে যেকোনো ধরনের ষড়যন্ত্র নস্যাৎ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, ‘এছাড়া ইন্টারনেটে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো পর্যবেক্ষণের মাধ্যমে বিভিন্ন রাষ্ট্রবিরোধী ও সরকারবিরোধী কার্যকলাপ প্রতিরোধ করার জন্য ওপেন সোর্স ইন্টেলিজেন্স টেকনোলজি (ওএসআইএনটি) এর মতো আধুনিক প্রযুক্তি জাতীয় টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে (এনটিএমসি) অন্তর্ভুক্ত করা হয়েছে।’
আসাদুজ্জামান আরও বলেন, এ বিষয়ে আইএলআইএস চালুরও চেষ্টা চলছে।
আরও পড়ুন: বিএনপির গণঅবস্থান কর্মসূচিতে জনদুর্ভোগ সহ্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কার্যক্রমকে তার মন্ত্রণালয়ের অধীনে রাখার পেছনে যুক্তি ব্যাখ্যা করে খান বলেন, ভোটের উদ্দেশ্য ছাড়া এনআইডি ব্যবহারের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) কোনো সম্পৃক্ততা নেই।
গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিশ্বের প্রায় সব দেশেই নির্বাহী বিভাগের অধীনে জাতীয় পরিচয় নিবন্ধন প্রক্রিয়া হয়ে থাকে।
তিনি বলেন, বাস্তবতা বিবেচনায় অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এটি নির্বাহী বিভাগের অধীনে থাকা উচিত।
এজন্য এটিকে (এনআইডি কার্ড প্রদান) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা সেবা বিভাগের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: বিশ্ব ইজতেমায় মুসল্লিদের সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
অচিরেই সীমান্তে হত্যা বন্ধ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
১ বছর আগে
৫৭ বছরে সালমান খান: ‘ভাইজান’ এর জন্মদিনের শুভেচ্ছায় সোশ্যাল মিডিয়া মুখরিত
বলিউডের মেগাস্টার সালমান খানের জন্মদিন উপলক্ষে বলিউডের অনেক সেলিব্রিটি তাদের সোশ্যাল মিডিয়ায় 'সুলতান' এই অভিনেতার প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
টুইটারে আরেক মেগাস্টার অজয় দেবগন একটি ছবি শেয়ার করেছেন। যার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জন্মদিন মোবারক হো @বিয়িংসালমানখান! অলওয়েজ উইশ অনলি দ্য বেস্ট ফর ইউ ফ্রেন্ড। সি ইউ সুন।’
১ বছর আগে
বিক্ষোভকারীদের বিরুদ্ধে শ্রীলঙ্কায় সংসদ ভবনে সেনাবাহিনীর ব্যারিকেড
শ্রীলঙ্কায় বিক্ষোভকারীদের দখলের বিরুদ্ধে দেশটির সংসদ ভবন সুরক্ষিত করতে বৃহস্পতিবার সামরিক বাহিনী অগ্রসর হয়েছে।
চরম অর্থনৈতিক মন্দার জেরে রাজনৈতিক বিশৃঙ্খলার মধ্যে দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে ও তার স্ত্রী বুধবার বিমান বাহিনীর একটি জেটে মালদ্বীপে পালিয়েছেন। তার অনুপস্থিতিতে প্রধানমন্ত্রীকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বানানোর পদক্ষেপ জনসাধারণের বিক্ষোভ আরও বাড়িয়ে তুলে।
গতকাল প্রবেশদ্বারে হামলা চেষ্টা এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের পর আরও প্রতিবাদ হতে পারে এমন আশঙ্কায় সবুজ সামরিক ইউনিফর্ম ও সাদাপোশাকে সেনা সদস্যরা সাঁজোয়া যানে করে সংসদ ভবনে পৌঁছায়।
কিছু বিক্ষোভকারী সহিংসতা বৃদ্ধির ভয়ে সংসদে হামলা না করার অনুরোধ করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছেন।
আরও পড়ুন: শ্রীলঙ্কায় দেশব্যাপী কারফিউ জারি করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট
শ্রীলঙ্কায় নতুন ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ
২ বছর আগে
বলিউডে ‘কিং খান’ শাহরুখের ৩০ বছর
বলিউড সুপারস্টার শাহরুখ খান শনিবার বলিউডে তার ৩০ বছর পূর্তি উপলক্ষে আসন্ন বিগ-বাজেটের সিনেমা পাঠানের নতুন লুক প্রকাশ করেছেন।
শাহরুখ তার সোশ্যাল মিডিয়া প্লার্টর্ফমে লিখেছেন, ৩০ বছর,অনেক বেশি সময় মনে হচ্ছে না। কারণ আপনাদের ভালবাসা ও হাসিমুখ অনন্ত-অসীম। এখন পাঠানের সঙ্গে সেই পথে আরও এগিয়ে যেতে হবে। ২০২৩ সালের ২৫ জানুয়ারি পাঠানের সঙ্গে থাকুন। এটি হিন্দি, তামিল ও তেলেগুতেও মুক্তি পাচ্ছে।
বলিউডের সবচেয়ে প্রতিভাবান তারকা হিসেবে বিবেচিত ও ‘কিং খান’ নামে পরিচিত এই অভিনেতা ক্যারিয়ারে ৮০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। বর্তমানে তার সম্পদের মূল্য প্রায় ৭০০ মিলিয়ন মার্কিন ডলার।
আরও পড়ুন: মানবাধিকার প্রেক্ষাপটে প্রশংসিত ‘জানা গানা মানা’
১৯৯৫ সালের রোমান্টিক সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’-তে অভিনয় করার মধ্য দিয়ে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। সিনেমাটি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে দীর্ঘতম ব্লকবাস্টার সিনেমা।
তার অন্যান্য ব্লকবাস্টার সিনেমার মধ্যে রয়েছে ‘দিল তো পাগল হ্যায়’ (১৯৯৭) ও ‘কুছ কুছ হোতা হ্যায়’ (১৯৯৮)। তবে ২০০২ সালে ‘দেবদাস’- ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্যও ব্যাপকভাবে প্রশংসিত হন তিনি।
৫৫ বছর বয়সী এই অভিনেতা প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট দল কলকাতা নাইট রাইডার্সের স্বত্বাধিকারী।
আরও পড়ুন: হুমকির পর সালমান খানের নিরাপত্তা জোরদার
২ বছর আগে
বিচারকদের প্রতি কোনো অভিযোগ নেই: অ্যাম্বার হার্ড
জনি ডেপ ও অ্যাম্বার হার্ডের আলোচিত মানহানির মামলার ঘটনায় রায়-পরবর্তী সাক্ষাত্কারে অ্যাম্বার বলেছেন, রায় নিয়ে বিচারকদের প্রতি তার কোনো অভিযোগ নেই।
এনবিসি-তে সোমবার প্রচারিত একটি সাক্ষাত্কারে তিনি বলেন,‘আমি তাদের দোষ দিই না। আমি আসলে বুঝতে পেরেছি। তিনি একজন জনপ্রিয় চরিত্র, সবাই ভাবে তারা তাকে চেনে এবং তিনি একজন দুর্দান্ত অভিনেতা।’
মঙ্গল ও বুধবার জনি ডেপের সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের আরও সাক্ষাত্কার প্রচার করার পরিকল্পনা রয়েছে এনবিসির। সাক্ষাত্কারটি রায়ের প্রায় দুই সপ্তাহ পরে প্রচারিত হচ্ছে।
হার্ড বলেছেন, ‘কেউ আমার সম্পর্কে কী ভাবছে বা আমার গোপনীয়তায় এবং বন্ধ দরজার পিছনে যা ঘটেছে সে সম্পর্কে কী রায় দিতে চায় তা আমি পরোয়া করি না।’
আরও পড়ুন: মানহানির মামলায় জনি ডেপের জয়, অ্যাম্বারকে ১০ মিলিয়ন ডলার জরিমানা
হার্ড সাক্ষাত্কারে বলেন, আপনারা বলতে পারেন না যে সোশ্যাল মিডিয়াতে বিষয়টির সঠিক উপস্থাপনা হয়েছে।
সম্প্রতি ডেপের মানহানির অভিযোগে করা মামলায় হার্ডকে ২০ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ করা হয়েছে।
২০১৮ সালে ওয়াশিংটন পোস্টে এক নিবন্ধে পারিবারিক সহিংসতার শিকার মন্তব্য করেন হার্ড। তার প্রেক্ষিতে হার্ডের বিরুদ্ধে পাঁচ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করেছিলেন ডেপ।
আরও পড়ুন: মাদক মামলায় খালাস পেলেন শাহরুখপুত্র আরিয়ান
২ বছর আগে
কাশ্মীরে হামলাকারীর গুলিতে ২ হিন্দু নাগরিকের মৃত্যু
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বৃহস্পতিবার হামলাকারীরা একজন হিন্দু ব্যাংক ম্যানেজার এবং একজন শ্রমিককে গুলি করে হত্যা করেছে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, যারা এই অঞ্চলের ভারতীয় শাসনের বিরুদ্ধে তারা এ হামলার জন্য দায়ী।
জম্মু-কাশ্মীর পুলিশ পৃথক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার রাতে চাদুরা শহরের কাছে একটি ইট কারখানায় জঙ্গিরা দুই হিন্দু শ্রমিককে গুলি করে আহত করেছে। তাদের হাসপাতালে নেয়া হলে সেখানে বিহারের এক শ্রমিকের মৃত্যু হয়।
এর আগে বৃহস্পতিবার, সন্দেহভাজন জঙ্গিরা দক্ষিণ কুলগাম জেলায় ব্যাংক ম্যানেজার বিজয় কুমারকে গুলি করে হত্যা করেছে। ভারতের রাজস্থান রাজ্যের বিজয় গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে মারা যান।
সোশ্যাল মিডিয়ায় পোস্টকৃত সিসিটিভি ফুটেজে দেখা গেছে একজন মুখোশধারী আততায়ী ব্যাংকে ঢুকে বিজয়ের ওপর গুলি ছুড়ছে।
আরও পড়ুন: মিয়ানমারে সহিংসতায় ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ
কাশ্মীরে ক্যাব খাদে পড়ে নিহত ৯
২ বছর আগে
শুধু ট্রেলার দেখে সিনেমা নিয়ে মন্তব্য করতে পারবেন না: শ্যাম বেনেগাল
কান চলচ্চিত্র উৎসবে প্রকাশিত`মুজিব‘ সিনেমার ট্রেলার নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলমান সমালোচনার প্রতিক্রিয়া জানিয়েছেন সিনেমাটির বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল।
শ্যাম বেনেগাল বলেছেন, কিছু লোক কেনো বিরক্ত হচ্ছেন তা অনুমান করাটা তার পক্ষে খুব কঠিন এবং শুধুমাত্র ট্রেলার দেখে কেউ মন্তব্য করতে পারে না।
দ্য টেলিগ্রাফকে তিনি বলেছেন,`আপনি ৯০ সেকেন্ডের ট্রেলার দেখে একটি সিনেমা নিয়ে মন্তব্য করতে পারবেন না। আপনি কেবল ট্রেলার নিয়ে মন্তব্য করতে পারেন।‘
আরও পড়ুন: কান উৎসবে 'মুজিব' বায়োপিকের ট্রেলার উদ্বোধন
বৃহস্পতিবার ফেস্টিভাল দি কানে মুক্তি পেয়েছে ‘মুজিব-দ্য মেকিং অফ আ নেশন’-এর ট্রেলার। ২০২২ সালের শেষ নাগাদ ছবির কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।
চলচ্চিত্র নির্মাতা বলেন, কানে উপস্থাপনাটি খুব ভালো হয়েছে।
এর আগে বেঙ্গল আইকন নেতাজি সুভাষ চন্দ্র বসুকে নিয়ে নির্মিত সিনেমায় নানা বিতর্কের জন্ম দেয়া এ পরিচালক জানিয়েছেন, তিনি এ সিনেমায় কোন বিতর্কের আগমনের পূর্বাভাস দেননি। ফিল্মের ট্রেলারে মুজিবকে একজন`নিবেদিত ফ্যামিলি ম্যান হিসাবে দেখানো হয়েছে।
শ্যাম বেনেগাল আওে বলেন, বিশ্ববাসী জানবে কীভাবে তিনি ফাঁসির মুখে অটল ছিলেন এবং কীভাবে তিনি একটি নিরস্ত্র জাতিকে সশস্ত্রে রূপান্তরিত করেছিলেন এবং মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। এইরকম মহান মানুষের পুরো জীবনকে তিন ঘণ্টায় ফুটিয়ে তোলা সহজ নয় কিন্তু সিনেমার পুরো টিম দুর্দান্ত কাজ করেছে।
আরও পড়ুন: কানের রেড কার্পেটে হাঁটা ষোলকলা পূর্ণের মতো: আরিফিন শুভ
বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার এই সিনেমাটির বাজেট ১০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি।
এক রেকর্ড বার্তায় বেনেগাল বলেছেন, `ট্রেলারটি প্রকাশিত হয়েছে এবং আমি আশা করি দর্শকরা এটির প্রশংসা করবেন।‘
তিনি আরও বলেন, এই সিনেমায় কাজ করাটা বিস্ময়কর এক যাত্রা ছিল কেননা আমি উভয় দেশের শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি।
বিখ্যাত এই পরিচালক বলেন, ভারত ও বাংলাদেশের মন্ত্রণালয়কে তাদের অপ্রতিরোধ্য সমর্থনের জন্য ধন্যবাদ।
আরও পড়ুন: কান চলচ্চিত্র উৎসবে অনন্ত-বর্ষা
২ বছর আগে
তামিলনাড়ুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১১ জনের মৃত্যু
দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে একটি মন্দিরের রথে চড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুসহ ১১ জনের মৃত্যু হয়েছে। এতে দগ্ধ হয়েছে আরও ১৫ জন।
রাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার ভোরে তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে প্রায় ৩৭০ কিলোমিটার দূরে রাজ্যের থাঞ্জাভুর জেলার কালিমেদুতে এ দুর্ঘটনা ঘটে।
তামিলনাড়ুর পুলিশ মহাপরিদর্শক ভি বালাকৃষ্ণান স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ‘আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ বিষয়ে একটি মামলা করা হয়েছে এবং তদন্ত চলছে।’
আরও পড়ুন: পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৩ চীনা নাগরিক নিহত
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, বিদ্যুতের সঞ্চালন লাইনের সংস্পর্শে আসার পর রথটি সম্পূর্ণরূপে আগুনে পুড়ে গেছে।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন দুর্ঘটনায় শোক প্রকাশ করে বলেছেন তিনি ‘গভীরভাবে শোকাহত’।
শোকাহত পরিবারগুলোর জন্য পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি।
আরও পড়ুন: গাজা সংলগ্ন প্রধান ক্রসিং পয়েন্ট আবারও খুলছে ইসরাইল
২ বছর আগে
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা চেয়েছেন আলাল
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশালীন মন্তব্যের জন্য মঙ্গলবার ক্ষমা চেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বর্তমানে ভারতে চিকিৎসাধীন রয়েছেন।
একটি বিবৃতিতে, তিনি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিতর্কিত ও আপত্তিকর মন্তব্যগুলোও প্রত্যাহার করেছেন। বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শায়রুল জানান, কিডনি জটিলতায় আলাল এখন ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন।
বিবৃতিতে আলাল বলেন, ‘যেহেতু আমার একটি গুরুতর অস্ত্রোপচার হয়েছে, আমার পরিবার আমাকে সব খারাপ খবর থেকে দূরে রেখেছে। যদিও আমি দেরিতে জানতে পেরেছি অতীতে আমি যে মন্তব্যগুলো করেছি তা ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে।’
আরও পড়ুন: বিএনপি নেতা আলালের রাজনীতিতে থাকা উচিত নয়: কৃষিমন্ত্রী
বিএনপি নেতা বলেন, ‘৪৯ বছরের রাজনৈতিক জীবনে তিনি ইচ্ছাকৃতভাবে কারও মর্যাদা, অনুভূতি ও বিশ্বাসে আঘাত করেননি। তবে,একজন মানুষ হিসাবে আমিও ভুলের ঊর্ধ্বে নই।’
তিনি বলেন, ‘যারা আমার অসতর্ক মন্তব্যে আঘাত পেয়েছেন তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী। একই সাথে, আমি মন্তব্য প্রত্যাহার করছি।’প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় রবিবার খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি সাইফুল ইসলাম আলালের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।
মামলার বিবৃতিতে বলা হয়, আলাল ১ অক্টোবর আলোচনার সময় শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও সম্প্রতি এমন মন্তব্যের জন্য আলালের সমালোচনা করেছেন এবং বলেছেন যে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
আরও পড়ুন: এবার মুরাদের গ্রেপ্তার ও শাস্তি দাবি বিএনপির
২ বছর আগে
প্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রী মুরাদের পদত্যাগ
নারীদের নিয়ে বিতর্কিত ও অশালীন মন্তব্যের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান।
ব্যক্তিগত কারণ দেখিয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
নাম প্রকাশ না করার শর্তে একজন সিনিয়র কর্মকর্তা ইউএনবিকে বলেছেন, ‘হ্যাঁ, প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে প্রতিমন্ত্রী মুরাদ হাসানের পদত্যাগপত্র তথ্য মন্ত্রণালয়ে পৌঁছেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে।’
সম্প্রতি মুরাদ হাসান সোশ্যাল মিডিয়ায় এক সাক্ষাৎকারে নারীদের প্রতি অসম্মানজনক মন্তব্যের জন্য বিভিন্ন মহলে সমালোচনার মুখে পড়েন। তার অশালীন মন্তব্য সম্বলিত বেশ কয়েকটি অডিও এবং ভিডিও গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
আরও পড়ুন: মুরাদের আপত্তিকর অডিও সরাতে হাইকোর্টের নির্দেশ
অভিনেতা ইমন ও অভিনেত্রী মাহিয়া মাহির সঙ্গে মন্ত্রীর দুই বছর আগের একটি ফোনালাপ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই অডিও ক্লিপে মন্ত্রী অভিনেত্রীকে ‘অপমানজনক মন্তব্য’ হুমকি এবং অশালীন প্রস্তাব দিয়েছিলেন।
সোমবার রাতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে মঙ্গলবারের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলা হয়েছে বলে জানিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অসৌজন্যমূলক বক্তব্য দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি।
ওবায়দুল কাদের তাঁর বাসভবনে ডা. মুরাদ হাসানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।
তিনি জানান, সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে এবং আমি রাত ৮টায় প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে বার্তাটি পৌঁছে দিয়েছি।
আরও পড়ুন: তথ্য প্রতিমন্ত্রীকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
এছাড়া নারী, মানবাধিকারকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দল নারীদের নিয়ে অশালীন মন্তব্য করার নিন্দা জানিয়ে মুরাদের পদত্যাগ দাবি করেছেন।
২ বছর আগে