রমজান মাসের চাঁদ
চাঁদপুরের ৪০ গ্রামে রমজান শুরু
সৌদি আরবে রমজান মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে দেশটির সঙ্গে মিল রেখে শনিবার (১ মার্চ) থেকে চাঁদপুরের ৪০ গ্রামে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আরব দেশের সঙ্গে মিল রেখে তারাবি নামাজ ও রোজা রাখার প্রস্তুতি নিয়েছে চাঁদপুরের সাদ্রা দরবার শরীফের অনুসারী অর্ধশতাধিক গ্রামের লোকজন।
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফের মরহুম পীর মাওলানা মোহাম্মদ ইছহার ছেলে মাওলানা জাকারিয়া চৌধুরী বলেন, জেলার প্রায় ৪০টি গ্রামের মুসল্লি ও এই দরবার শরীফের শত সহস্র অনুসারী ১৯২৮ সাল থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে মাহে রমজান এবং দুই ঈদ পালন করে আসছেন।
আরও পড়ুন: প্রশান্তির বাজার: রমজানে ঝালকাঠিতে অভিনব উদ্যোগ
এই মতের অনুসারী ফরিদগঞ্জ টোরা মুন্সিরহাটের আনোয়ার হোসেন মামুন মুন্সি, হাজীগঞ্জের সমেষপুর গ্রামের মাওলানা ফারুক আহাম্মদ, জসীম উদ্দীন, সাদেক মিয়া, মন্টু মুন্সী ও বজলুর রহমান জানান, সৌদিতে চাঁদ দেখা গেছে এ খবরে বাংলাদেশেও তারা ঘরোয়াভাবে মসজিদে শুক্রবার রাতে তারাবির নামাজ আদায় করছেন এবং শেষ রাতে সাহরি খেয়ে শনিবার থেকে পবিত্র রোজা পালনের আনুষ্ঠানিকতা শুরু করছেন। সৌদির সঙ্গে মিল রেখে তারা শবে- কদর পালন ও ঈদুল ফিতর ও পরে ঈদুল আযহাও পালন করবেন বলে জানান তারা।
প্রসঙ্গত চাঁদপুরের হাজীগঞ্জ ও তার পাশের উপজেলা ফরিদগঞ্জ ছাড়াও মতলব উত্তর, কচুয়া ও শাহরাস্তি উপজেলার প্রায় ৪০টি গ্রামে এই নিয়মে পবিত্র রমজান শুরু হয় এবং রোজা শেষে ঈদও পালিত হয়।
৩৫ দিন আগে
জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক মঙ্গলবার
রোজা ও আত্মত্যাগের মাধ্যমে আত্মশুদ্ধির মাস পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে মঙ্গলবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: রমজানে নকল ভেজালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিল্পমন্ত্রী
মাগরিবের নামাজ শেষে সন্ধ্যা ৬:৪৫ নাগাদ রাজধানীর ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম কার্যালয়ের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক।
আরও পড়ুন: রমজানে দরিদ্র ও দুস্থতের জন্য ১২১ কোটি টাকা বরাদ্দ
বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন বা ফ্যাক্স নম্বরে ডায়াল করে কমিটিকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭।
ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।
১৪৫৪ দিন আগে