আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী
হেফাজত নেতা ইসলামাবাদী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড মঞ্জুর
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম-কমিশনার মো. মাহবুব আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: রূপগঞ্জে হেফাজত নেতা লোকমান হোসেন আমিনী আটক
রবিবার রাতে চট্টগ্রামের হাটহাজারী থেকে আটকের পর তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম-কমিশনার জানান, ২০১৩ সালে ৫ মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ থেকে জ্বালাও-পোড়াও এবং ভাঙচুরের ঘটনায় দাযের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। দুপুরে তাকে আদালতে হাজির করে রিমান্ড চাইলে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় হেফাজতের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ ছাত্রলীগের
এদিকে, গতকাল রাত থেকে মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানান জেফাজত নেতারা ও তার পরিবার। তাদের দাবী রবিবার হাটহাজারীস্থ হেফাজতে ইসলামে সভায় যোগদান শেষে চট্টগ্রাম শহরের উদ্দ্যেশে রওনা হওয়ার পর থেকে তার কোনো খোঁজ মিলছে না।
হেফাজতে ইসলামের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, হাটহাজারী থেকে গত রাতে গুম হওয়া হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দিতে হবে। নিরপরাধ মানুষকে এভাবে গ্রেপ্তার ও হামলা মামলা বরদাশত করা হবে না।
আরও পড়ুন: লালমনিরহাটে ‘গোপন বৈঠকের’ সময় জামায়াত ও হেফাজতের ৯ নেতা গ্রেপ্তার
সোমবার সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, 'মাওলানা আজিজুল হক ইসলামাবাদী নিখোঁজ হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বীগ্ন ও চিন্তিত। এবং নারায়ণগঞ্জের মদনপুর থেকে হেফাজতের সহ-অর্থ সম্পাদক মুফতী ইলিয়াস হামিদিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকেও মুক্তি দিতে হবে। হেফাজতে ইসলাম দেশে শান্তি ও শৃঙ্খলা চায়। তবে জুলুমবাজদের জুলুমে পিঠ দেয়ালে ঠেকে গেলে দেশবাসীকে সাথে নিয়ে সমুচিত জবাব দেয়া হবে।'
৩ বছর আগে