চেতনানাশক
রাজধানীতে মলম পার্টির ৪ সদস্য আটক: র্যাব
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মলম পার্টির অভিযুক্ত চার সদস্যকে আটক করেছে বলে জানিয়েছে র্যাব-২। এসময় তাদের কাছ থেকে চেতনা নাশক ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- অজ্ঞান পার্টির সদস্য মো. মোফাজ্জল হোসেন (২৪), মো. সাগর সৌরভ (২২), মো. সেলিম (২৩) এবং মো. সালমান (২১)।
আরও পড়ুনঃ গাজীপুরে র্যাবের সাথে ‘গোলাগুলিতে ’ যুবক নিহত
র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার সন্ধ্যা পৌনে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর একটি দল ঘটনাস্থলে উপস্থিত হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর সময় সংঘবদ্ধ অজ্ঞান পার্টির চার সদস্যকে আটক করে র্যাব। আটককৃত আসাসিদের কাছ থেকে চেতনানাশক ঔষধ, মলম, দৃষ্টিভ্রম করার টাইগার বাম ও তাদের ব্যবহৃত মোবাইল জব্দ করা হয়।
আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র গুলিসহ আটক ১
আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঈদকে কেন্দ্র করে গণপরিবহনে চলাচলকারী সাধারণ যাত্রীদের নিজেদের টার্গেট বানানো কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
৩ বছর আগে
ফরিদপুরে চোর সন্দেহে ‘গণপিটুনিতে’ নিহত ১
ফরিদপুরে চোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত আড়াইটার দিকে সদর উপজেলার গেরদা ইউনিয়নের পশরা গ্রামে এ ঘটনা ঘটে।
গণপিটুনির শিকার ব্যক্তির আনুমানিক বয়স ৩০ বছর। তবে এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত ঘটনার শিকার ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করার জন্য তার হাতের আঙ্গুলের ছাপ সংগ্রহ করেছে পুলিশ।
আরও পড়ুন: চট্টগ্রামে গণপিটুনীতে সন্দেহভাজন দুই চোরের মৃত্যু
এলাকাবাসী সূত্রে জানা যায়, অনেকদিন ধরেই ওই এলাকায় খাবারের মধ্যে চেতনানাশক মিশিয়ে বাড়ির সকলে ঘুমিয়ে পড়ার পর চুরির ঘটনা ঘটছিল। গত সোমবার ওই এলাকার দিলীপ বিশ্বাস ও তার ভাই আনন্দ বিশ্বাসের বাড়িতে হলুদের গুড়ার সাথে চেতনানাশক মিশিয়ে দেয়ার ঘটনা ঘটে। এ বিষয়ে সন্দেহ হওয়ায় বাড়ির কেউই ওই খাবার খায়নি।
দিলীপ বিশ্বাস ইউএনবি প্রতিনিধিকে জানান, রাত দেড়টার দিকে বাড়ির লোকজন দরজায় টোকা দেয়ার শব্দ শুনে চিৎকার করলে, তাদের সাহায্যে গ্রামবাসী এগিয়ে আসে। ওই সময় পলায়নরত দুই-তিনজন ব্যক্তির একজনকে ধরে গণপিটুনি দেয় গ্রামবাসী।
আরও পড়ুন: হবিগঞ্জে ‘গণপিটুনিতে’২ ডাকাত নিহত
খবর পেয়ে রাত আড়াইটার দিকে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গণপিটুনিতে মারাত্মকভাবে আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: চট্টগ্রামে শিশু ধর্ষণকারীকে গণপিটুনী
ফরিদপুর সদর সার্কেলের সরকারি পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দলও ঘটনা তদন্তে কাজ করছে।
৩ বছর আগে