জমি চাষ
পঞ্চগড়ে ট্রাক্টরচাপায় শিশুর মৃত্যু
পঞ্চগড়ে জমি চাষ করার সময় ট্রাক্টরের চাপায় সাদমান হোসেন সাফিন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুর দিকে পঞ্চগড় জেলা সদরের পঞ্চগড় ইউনিয়নের বলেয়াপাড়া গ্রামে দুর্ঘটনাটি ঘটে।
নিহত সাফিন ওই গ্রামের আবু জিন্নাত সুমনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বলেয়াপাড়া গ্রামের আব্দুল মজিদের জমিতে ট্রাক্টর দিয়ে জমি চাষ করা হচ্ছিল। এ সময় সাফিন গিয়ে ট্রাক্টরের হালের ওপর চড়ে বসে। এক সময় পা পিছলে হালের নিচে পড়ে যায়। ট্রাক্টরের চালক পিছনের দিকে না তাকিয়ে জমি চাষ করতে থাকে। আশপাশের লোকজন দেখতে পেয়ে চিৎকার করতে থাকলে চালক ট্রাক্টর রেখে পালিয়ে যায়।
আরও পড়ুন: শেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
পঞ্চগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান খান শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, শিশুটির লাশ উদ্ধার করে আনা হয়েছে।
সুরতহাল করার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।
২ সপ্তাহ আগে
সুনামগঞ্জে ঘোড়া দিয়ে জমি চাষ
গরু ও লাঙ্গল দিয়ে চাষাবাদ বিলুপ্ত প্রায়।এখন জনপ্রিয় হয়ে উঠেছে পাওয়ার টিলার ও ট্রাক্টর দিয়ে জমি চাষ। কারণ এতে অল্প সময়ে অধিক জমি চাষাবাদ করা সম্ভব হয়। তবে সুনামগঞ্জের জগন্নাথপুরে ঘোড়া দিয়ে জমির চাষ করছেন এক কৃষক।
৪ বছর আগে