গোয়েন্দা
নরসিংদীতে গোয়েন্দা পুলিশ হেফাজতে নারীর মৃত্যু
নরসিংদীতে গোয়েন্দা পুলিশের হেফাজতে নূরতাজ বেগম (৬০) নামে এক নারী আসামির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ৮টায় নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নূরতাজ বেগম পৌর শহরের দক্ষিণ কান্দা পাড়া এলাকার মৃত পিয়ার হোসেনের স্ত্রী।
নিহতের ছেলে হৃদয় জানান, পুলিশ তার মাকে সন্ধ্যায় আটক করলেও, পরিবারকে কিছু জানায়নি। এমনকি মাঝরাতে তার মাকে হাসপাতালে ভর্তি করা এবং সকালে তার মারা যাওয়ার ব্যাপারেও তাদের কিছু জানানো হয়নি।
তিনি আরও জানান, খবর পেয়ে সকালে হাসপাতালে যাওয়ার পরও পুলিশ তার মায়ের লাশ দেখতে দিচ্ছে না।
অন্যদিকে পুলিশ জানিয়েছে, বুধবার রাত সাড়ে ৮টায় ডিবি পুলিশের পরিদর্শক (এসআই) নাইমুল মোস্তাকের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ১০ কেজি গাজাসহ নূরতাজ বেগমকে নরসিংদীর ভেলানগর এলাকা থেকে আটক করে তাদের কার্যালয়ে নিয়ে যায়। রাতেই তার বিরুদ্ধে মামলা করা হয়। রাত ৩টায় তিনি অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গে তাকে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে ৮টায় তিনি মারা যান।
আরও পড়ুন: চট্টগ্রামে থানা হেফাজতে দুদক কর্মকর্তার মৃত্যু: ২ এএসআই প্রত্যাহার
নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. পলাশ মোল্লা বলেন, ‘অ্যাবডোমিন পেইন নিয়ে রাতে তিনি ভর্তি হন। চিকিৎসা দেওয়ার পর তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন। সকাল সাড়ে ৭টায় ফের তার পেট ব্যথা শুরু হলে আমরা চিকিৎসা দিই। এরই মধ্যে আকস্মিক তিনি মারা যান।’
তিনি আরও বলেন, ‘ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাবে।’
ডিবি পুলিশের এসআই নাইমুল মোস্তাক বলেন, নূরতাজ একজন মাদক ব্যবসায়ী ছিলেন। তাকে ১০ কেজি গাজাসহ গ্রেপ্তার করে মামলা দেওয়া হয়। রাতে তিনি অসুস্থ হলে হাসপাতালে ভর্তি করা হয়। সকালে হার্ট অ্যাটাক হয়ে তার মৃত্যু হয়। তার বিরুদ্ধে থানায় মাদক মামলা হয়েছে।
নরসিংদী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, বুধবার রাতে নূরতাজ বেগমকে ডিবি পুলিশ মাদকসহ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মাদকের মামলা ছিল। ঘটনার দিন রাতে নূরতাজ অসুস্থ হয়ে পড়লে তাকে সঙ্গে সঙ্গেই নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন বৃহস্পতিবার সকাল ৮টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি আরও জানান, হাসপাতালের ডাক্তার জানিয়েছেন নূরতাজ বেগম হার্ট অ্যাটাকে মারা গেছেন। নিহতের লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিষয়টি তদন্ত করছেন।
আরও পড়ুন: চট্টগ্রামে পুলিশি হেফাজতে সাবেক দুদক কর্মকর্তার মৃত্যু: পরিবারের অভিযোগ
নওগাঁয় র্যাব হেফাজতে ভূমি অফিস সহকারীর মৃত্যু : অভিযোগ পরিবারের
১০ মাস আগে
ডিবি পরিচয়ে ছিনতাই: ২ মাস পর প্রধান আসামি গ্রেপ্তার
গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিচয়ে ছিনতাইয়ের দুইমাস পর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে মামলার প্রধান আসামি রাসেল মিয়াকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাত ১২ টায় উপজেলার বিটুই গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
রাসেল মিয়া সরাইল উপজেলা সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে।
পুলিশ জানায়, গত ১৯ জুলাই রাতে নরসিংদীর রায়পুর এলাকার সুমন ও তার বন্ধু মিলে সরাইলের শাহবাজপুর আশিকের চা-দোকানে নানা রংঙের বিখ্যাত চা খেতে আসেন। ফেরার পথে সরাইল বিশ্বরোড মোড়ে ডিবি পরিচয়ে ৩/৪ জন ব্যক্তি তাদের ৫টি মোটরসাইকেলের পথরোধ করেন। পরে অস্ত্রের মুখে তাদের কাছ থেকে মোবাইল ফোন, স্বর্ণের চেইন, নগদ টাকাসহ প্রায় সাড়ে চার লাখ টাকা মালামাল ছিনিয়ে নেয়।ে
আরও পড়ুন: সিরাজগঞ্জে ইয়াবা জব্দ, গ্রেপ্তার১
এ ঘটনায় ছিনতাইয়ের শিকার নরসিংদীর রায়পুরার হাটুভাঙ্গা গ্রামের ভুক্তভোগী সুমন মিয়া সরাইল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
তার অভিযোগের ভিত্তিতে পর দিন ডাকাত ও ছিনতাইকারী চক্রের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে গাফফার মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গাফফারের দেয়া তথ্যমতে ও গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সরাইল থানার পুলিশ নাসিরনগর উপজেলার বিটুই গ্রাম থেকে অভিযুক্ত রাসেল মিয়াকে গ্রেপ্তার করে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, রাসেল মিয়ার বিরুদ্ধে সরাইল থানায় ডাকাতি ও দস্যুতার একাধিক মামলা রয়েছে।
ওসি বলেন, শনিবার দুপুরে রাসেল মিয়াকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে পশু চোরদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন!
‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার অভিযোগে কুষ্টিয়ায় যুবক গ্রেপ্তার
২ বছর আগে
চট্টগ্রাম বিমানবন্দরে স্বর্ণের বার জব্দ, আটক ১
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার (৭ মার্চ) রাতে দুবাই ফেরত এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। এসময় তার কাছ থেকে সাতটি স্বর্ণের বার ও এক হাজার শলাকা বিদেশি সিগারেট জব্দ করা হয়।
আটক যাত্রী হলেন মোহাম্মদ আরমান উদ্দিন।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক একেএম সুলতান মাহামুদ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা শারজাহ থেকে আসা যাত্রীর ল্যাগেজ পরীক্ষা করে তার কাছে পাওয়া স্বর্ণের বার ও সিগারেট ডিএম মূলে আটক করে কাস্টমস হাউসের গুদামে জমা দিয়েছে। উদ্ধার করা এসব স্বর্ণ ও সিগারেটের মূল্য আনুমানিক ৫২ লাখ টাকা বলে জানায় কাস্টমস।
এ ঘটনায় মামলার প্রস্তুতি এবং আসামি হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
আরও পড়ুন: কালীগঞ্জে ফেনসিডিল জব্দ, আটক ১
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪০ হাজার পিস ইয়াবা জব্দ
২ বছর আগে
রাজশাহীতে কোটি টাকার হেরোইনসহ ট্রাক জব্দ
রাজশাহীতে কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইনসহ পাথর বোঝাই একটি ট্রাক জব্দ করেছে মহারগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
সোমবার রাতে মহানগরীর সিটি হাট এলাকায় অভিযান চালিয়ে পাথর বোঝাই ট্রাকের ভেতর থেকে ৯টি প্যাকেটে এক কেজি হেরোইন পাওয়া যায়।
আরও পড়ুন: রাজধানীতে হেরোইনসহ ‘মাদক ব্যবসায়ী’ আটক
এ সময় শহিদুল ইসলাম (৩৩) নামের ট্রাক চালককে গ্রেপ্তার করা হয়। শহিদুল জেলার গোদাগাড়ি উপজেলার উজানপাড়া এলাকার মৃত নাইমুল হকের ছেলে।
আরও পড়ুন: রাজধানীতে ৬৫ লাখ টাকার হেরোইনসহ আটক ২
মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, গ্রেপ্তার ট্রাক চালক জেলার গোদাগাড়ি থেকে হেরোইনগুলো পাথর বোঝাই ট্রাকে তুলে নেয়। এরপর ট্রাকটি সেখান থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে মহানগরীর সিটি হাট এলাকায় ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে এক কেজি হেরোইনসহ ট্রাক চালক শহিদুলকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: রাজশাহীতে হেরোইনসহ আটক ১
সংবাদ সম্মেলনে ডিবি পুলিশের উপপুলিশ কমিশনার আরেফিন জুয়েল, সহকারী পুলিশ কমিশনার রাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন।
৩ বছর আগে