জেএমবি সামরিক শাখা
ঠাকুরগাঁওয়ে জেএমবি সামরিক শাখার ২ সদস্য গ্রেপ্তার
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা পুলিশ নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবি'র সামরিক শাখার দুই সদস্যকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার ভোরে রাণীশংকৈল উপজেলার ভরনিয়া শিকনাথপুর গ্রামের ভরনিয়া ডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গোপন বৈঠক চলাকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ঠাকুরগাঁও জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. কামাল হোসেন ও রাণীশংকৈল থানার ওসি এস এম জাহিদ ইকবাল এ তথ্য জানান।
আরও পড়ুন: জয়পুরহাটে ‘জেএমবি সদস্য’ গ্রেপ্তার
গ্রেপ্তার দু’জন হলেন রংপুরের গঙ্গাচড়া থানার মহুভাষা জুম্মাপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে আব্দুল কাফি (২৭) ও কুড়িগ্রাম জেলার নলেয়া ব্যাপারী মোড় মহল্লার জাহাঙ্গীর হোসেনের ছেলে হযরত আলী (২১)।
অতিরিক্ত পুলিশ সুপার মো. কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তারা দুজনেই নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবির) সামরিক বিভাগের সদস্য। আদালতে তাদেরকে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।
এর আগে গত ১৭ মার্চ রাণীশংকৈলে অস্ত্রসহ দুই জেএমবি সদস্য আটকের মামলায় এ দুজন এজাহারভুক্ত পলাতক আসামি ছিল।
আরও পড়ুন: রাজশাহীতে ‘জেএমবি’র ৩ সদস্য আটক
রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) মো. আব্দুল লতিফ শেখ জানান, গ্রেপ্তার দু’জন এখানে এসেছিল তাদের কী করণীয় ও সংগঠনের কাযর্ক্রমে গতিশীলতা এবং নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়ে সরকারকে বেকায়দায় ফেলানোর নীল নকশা তৈরি করতে।
আরও পড়ুন: সাভারে দুই জেএমবির সদস্য আটক
উল্লেখ্য, গত ১৭ মার্চ ৩ টি আগ্নেয়াস্ত্র, ৫ রাউন্ড গুলি, জেহাদী বই ও মোবাইল সেটসহ নিষিদ্ধ ঘোষিত জেএমবির সামরিক শাখার ২ সদস্যকে গ্রেপ্তার করেছিল রাণীশংকৈল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত এমদাদুল হক (৩১) ও শহিদুল ইসলাম (১৮) সহোদর ভাই ছিলেন। ওই ঘটনায় রাণীশংকৈল থানায় সন্ত্রাস বিরোধী আইনে এবং অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়।
৩ বছর আগে