টিউবওয়েলে পানি
মাগুরায় পানির জন্য হাহাকার
গ্রীষ্মের টানা খড়া ও দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে পানির লেয়ার নিচে নেমে যাওয়ায় মাগুরা জেলার শ্রীপুর উপজেলার বিভিন্ন গ্রামে পানির সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সংশ্লিষ্টরা জানান, উপজেলার বিভিন্ন এলাকা জুড়ে কোনো টিউবওয়েলে পানির দেখা নেই। গুটি কয়েকটি টিউবওয়েলে পানি উঠলেও তাও একেবারে অল্প পরিমাণে আর পানি তুলতে গিয়ে রীতিমত হিমশিম খেতে হচ্ছে এলাকাবাসীকে।
আরও পড়ুন:ঘেরের পানির ওপর মাচায় ঝুলছে রসালো তরমুজ
উপজেলার সব থেকে বড় গ্রাম ৩নং শ্রীকোল ইউনিয়নের বরিশাট গ্রামে গিয়ে দেখা গেছে, গ্রামটি পানিশূন্য। গ্রামের লোকজন পায়ে হেঁটে ১ কিলোমিটার দূর থেকে পানি এনে তাদের নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করছে।
এলাকার মসজিদ, মাদরাসাগুলোতে পানি না থাকায় স্থানীয় মুসল্লিদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
আরও পড়ুন: টেকনাফে পানি সরবরাহ উন্নয়নে জাপান ও ইউএনএইচসিআরের সহায়তা
ভোগান্তির কথা তুলে ধরে বরিশাট মাদরাসা মসজিদের ইমাম, মাওলানা মো. আকিদুল ইসলাম জানান, এক মাস ধরে গ্রামের অনেক টিউবওয়েলে পানি নেই। তাদের বরিশাট পূর্বপাড়া মাদরাসা জামে মসজিদের টিউবওয়েলের বর্তমান খুবই দুর্দশা। পবিত্র মাহে রমজান মাস শুরু হয়েছে কিন্তু পানির বা অযুর কোনো ব্যবস্থা হচ্ছে না। বাহির থেকে ওযু করে এসে নামাজ পড়তে হয়। একবার ওযু ভেঙে গেলে আর মসজিদে নামাজ আদায় করা সম্ভব হয় না।
আরও পড়ুন: পানি নেই হাসপাতালের মহিলা ওয়ার্ডে, দুর্ভোগে রোগীরা
এ ব্যাপারে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন কবীর ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহীন জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। অবিলম্বে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
৩ বছর আগে