ইউডি মামলা
কুড়িয়ে পাওয়া বোমায় শিশু নিহত, মা বোন আহত
যশোরের কেশবপুর উপজেলায় কুড়িয়ে পাওয়া বোমায় আব্দুর রহমান (১০) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে নিহত শিশুটির মা ও বোন।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উপজেলার বাউশলা গ্রামে এ ঘটনা ঘটে।
কেশবপুর থানার পুলিশ জানায়, বিকালে গ্রামের মিজানুর রহমানের শিশুপুত্র আব্দুর রহমান বাড়ির পাশের মাঠে খেলা করছিল। এসময় মাঠের মধ্যের একটি স্যালো মেশিন ঘর থেকে একটি কুড়িয়ে পাওয়া বোমা নিয়ে বাড়িতে এসে সেটি নিয়ে খেলা করছিল। কিছুক্ষণ পর বোমাটি হঠাৎ বিস্ফোরিত হয়। বোমার স্পিন্টারের আঘাতে ঘটনাস্থলেই মারা যায় আব্দুর রহমান। পাশে থাকা তার মা নিলুফা বেগম (২৭) ও বোন মারুফা (৩) গুরুতর আহত হন।
আরও পড়ুন: যশোরে ছেলের লাঠির আঘাতে পিতা নিহত
বোমা বিস্ফারণের বিকট আওয়াজ শুনে গ্রামবাসী ঘটনাস্থলে ছুটে এসে গুরুতর আহত অবস্থায় মা ও মেয়েকে প্রথমে কেশবপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎক আহত দুইজনকেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন ঘটনাস্থল থেকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। পুলিশ বিষয়টি ক্ষতিয়ে দেখছে।
৩ বছর আগে