গ্রেপ্তার
উত্তরায় দম্পতিকে রামদা দিয়ে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ৫
রাজধানীর উত্তরা এলাকায় দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্র এমন তথ্য নিশ্চিত করেছে।
গ্রেপ্তার আসামিরা হলেন- মোবারক হোসেন (২৫), রবি রায় (২২), আলফাজ মিয়া ওরফে শিশির (২২), সজীব (২০) ও মেহেদী হাসান সাইফ (২৪)।
আরও পড়ুন: উত্তরার ঘটনায় সঙ্গে-সঙ্গেই অ্যারেস্ট করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
এরআগে মেহেবুল হাসান (৩৭) ও তার স্ত্রী নাসরিন আক্তার ইপ্তিকে (২৮) রামদা দিয়ে প্রকাশ্যে কোপানোর ঘটনায় সন্ত্রাসীবিরোধী আইনে মামলা হয়েছে। মামলাটি হয়েছে উত্তরা পশ্চিম থানায়।
জানা গেছে, সোমবার রাত সাড়ে ৯টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে ‘বেপরোয়া’ চালিয়ে যাওয়া একটি মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দেয়। সেখানে আরেকটি মোটরসাইকেলে থাকা মেহেবুল ও নাসরিন দম্পতিও এর প্রতিবাদ জানান।
আরও পড়ুন: উত্তরায় চাপাতি দিয়ে দম্পতির ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২
এরপর রিকশায় ধাক্কা দেওয়া বাইকের আরোহীরা ওই দম্পতিকে হুমকি দেয় এবং একপর্যায়ে ‘কিল-ঘুসি’ মারে। পরে তারা ফোন করে আরও কয়েকজনকে ডেকে আনলে তারা অস্ত্রসহ ওই দম্পতির ওপর চড়াও হয়। বর্তমানে ওই দম্পতি চিকিৎসাধীন রয়েছেন।
৩৭ দিন আগে
কুষ্টিয়ায় ৫২ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেপ্তার ১
কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে স্টেশন থেকে প্রায় ৫২ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এ সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করে রেলওয়ে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পোড়াদহ রেল স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ক্ষুদিরাম বিশ্বাস কুষ্টিয়ার খোকসা উপজেলার বাসিন্দা।
আরও পড়ুন: ঢাকা বিমানবন্দরে পৌনে ২ কোটি টাকার স্বর্ণ উদ্ধার
কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে কোমরে বাঁধা অবস্থায় ৫১ ভরি ১৩ আনার বেশি স্বর্ণ পাওয়া যায়। গ্রেপ্তার ক্ষুদিরাম বিশ্বাস পাংশা থেকে ট্রেনে করে পোড়াদহ রেল স্টেশনে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে আসছিলেন।
আরও পড়ুন: কর্ণফুলী গার্ডেন সিটিতে ৭০০ ভরি স্বর্ণ চুরি
ওসি জানান, স্বর্ণালংকারগুলোর মধ্যে চেইন, চুড়ি, কানের দুল রয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে।
১১০৬ দিন আগে
নারায়ণগঞ্জে তানিয়া হত্যা মামলার আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চাঞ্চল্যকর ও নৃশংস তানিয়া হত্যা মামলার মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তার শাহপরান রুবেল (৪০) উপজেলার পাঠানটুলী নতুন আইলপাড়ার মো. আবুল খায়েরের ছেলে।
আরও পড়ুন: হত্যা মামলায় কিশোর গ্যাংয়ের ৯ সদস্য গ্রেপ্তার: র্যাব
শুক্রবার র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জ থানার পাঠানটুলী নতুন আইল এলাকায় শফিকুল ইসলামের বাড়ির সামনে বাড়ির ভাড়াটিয়া তানিয়া (২৩) নামে এক তরুণীর গলাকাটা লাশ পাওয়া যায়। নিহত তানিয়া বড়গুনা আমতলী এলাকার সেলিম খানের মেয়ে। উক্ত ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় শাহপরান রুবেল ও অজ্ঞাত তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
আরও পড়ুন: র্যাব অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার, নরসিংদীতে আটক ২
চাঞ্চল্যকর এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারে র্যাব-১১ এর একটি গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার শাহপরান রুবেলকে গ্রেপ্তার করা হয়।
১১৯০ দিন আগে
ইউপি নির্বাচনের সহিংসতা: মানিকগঞ্জে আ’লীগ নেতার ছেলে গ্রেপ্তার
ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে মানিকগঞ্জে একটি স্বতন্ত্র প্রার্থীকে মারধর ও তার মনোনয়নপত্র ছিনতাইয়ের অভিযোগে ক্ষমতাসীন দলের নেতার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ফয়জুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বলধারা ইউপি চেয়ারম্যান আব্দুল মাজেদ খানের ছেলে।
আরও পড়ুন: বগুড়ায় গ্রেপ্তার ৪, দেশীয় অস্ত্র জব্দ
ভুক্তভোগীর অভিযোগে জানা গেছে, শুক্রবার উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে গেলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ ওবায়দুর রহমানকে মারধর করা হয়। এ সময় তার মনোনয়নপত্র ও ভোটার আইডি কার্ডসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয়।
এ ঘটনায় ফজলুল ও তার সমর্থকরা অভিযোগ করে স্থানীয় থানায় একটি মামলা দায়ের করেছেন।
আরও পড়ুন: শেরপুরে মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২
এ ব্যাপারে সিংগাইর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান বলেন, ‘ওবায়দুর রহমান স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতেই পারে। প্রার্থীতা প্রত্যাহারেরও সময় আছে। তিনি আমাদের দলেরই লোক। এ ব্যাপারে আমরা বসেই সিদ্ধান্ত নিতে পারতাম। কিন্তু তাকে মারধর করে মনোনয়নপত্র ছিনিয়ে নেয়া ঠিক হয়নি।’
আরও পড়ুন: গাইবান্ধায় ছাত্রলীগ নেতা হত্যা: ঢাকায় গ্রেপ্তার ২
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্যা জানান, মামলা দায়েরের পরপরই ফজলুলকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত করা হবে।
১২৫৯ দিন আগে
লালমনিরহাটে ফেনসিডিলসহ কলেজ শিক্ষক গ্রেপ্তার
লালমনিরহাটের কুলাঘাট সীমান্ত থেকে ভারতীয় এক বোতল ফেনসিডিলসহ কলেজ শিক্ষক ও দৈনিক জনকণ্ঠের সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহীনকে গ্রেপ্তার করেছে বিজিবি।
বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে লালমনিরহাটের কুলাঘাট সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাহাঙ্গীর আলম শাহীন লালমনিরহাট সদরের দালালটারি গ্ৰামের আব্দুস ছালামের ছেলে। এছাড়াও তিনি আদিতমারী মহিষখোঁচা স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক।
আরও পড়ুন: হিলিতে ভারতীয় ফেনসিডিলসহ ২ যুবক আটক
বিজিবি জানায়, দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয় দিয়ে সদর উপজেলার কুলাঘাট সীমান্তবর্তী এলাকায় আসা যাওয়া করতেন তিনি। বৃহস্পতিবার রাতে সীমান্তে এলে তাকে সন্দেহ করে আটক করা হয়। ওই সময় বিজিবির টহলরত সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করলে শাহীনের ব্যবহৃত মোটরসাইকেলটি তল্লাশি চালিয়ে ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে সদর থানায় সোপর্দ করে বিজিবি।
আরও পড়ুন: সাভারে ফেনসিডিলসহ আটক ২
বিজিবি আরও জানায়, এর আগে তাকে দুবার মোঘলহাট ক্যাম্পে আটক করা হয়েছিল। পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়। এছাড়াও কয়েকমাস আগে মাদক ব্যবসায়ীর সাথে মাদক সেবনের একটি কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
গ্রেপ্তার শাহীন জানান, তার কাছে কোনো ধরনের মাদক ছিল না। পেশাগত দায়িত্ব পালন করতে সীমান্তে গিয়েছিলেন তিনি।
আরও পড়ুন: সার্ভেলেন্স সিস্টেমের মাধ্যমে বেনাপোলে ফেনসিডিল জব্দ
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘বিজিবি সদস্যরা মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে। শুক্রবার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।’
১৪৪২ দিন আগে