খুলশী
চট্টগ্রামে নির্মাণাধীন ভবনের লিফট থেকে শিশুর লাশ উদ্ধার
চট্টগ্রাম মহানগরীর খুলশীর একটি নির্মাণাধীন ভবনের লিফট থেকে নিখোঁজের কয়েক ঘণ্টা পর এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে খুলশী থানার কুসুমবাগ আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের লিফট থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।
মৃত বর্ষা আকতার (৭) যশোর জেলার সৈয়দপুর এলাকার মো. আসলামের মেয়ে।
পুলিশ জানিয়েছে, বর্ষা মা-বাবার সঙ্গে খুলশী থানাধীন কুসুমবাগ আবাসিক এলাকায় থাকতো। পরিবারটি গত চার মাস ধরে ওই এলাকায় বসবাস করছে। বর্ষা স্থানীয় শেখ রাসেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়তো।
আরও পড়ুন: ঘুড়ি উড়াতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু
বর্ষার মা শেফালি বেগম বলেন, বৃহস্পতিবার বিকাল চারটার পর থেকে শিশুটির খোঁজ পাওয়া যাচ্ছিল না। আশেপাশে খোঁজ করে না পেয়ে ইফতারের পর এলাকায় মাইকিং করা হয়। রাত ১০টার পর লাশ পাওয়া যায়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, কুসুমবাগ আবাসিক এলাকায় নির্মাণাধীন ভবনের লিফট থেকে একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লিফটে শিশুটি পড়ে গিয়েছিল। ভবনটির চারদিকের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আরও পড়ুন: চট্টগ্রামে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করল পিবিআই
১ বছর আগে
চট্টগ্রামে পরোয়ানাভুক্ত ছাত্রদল নেতা গ্রেপ্তার
চট্টগ্রামে তিন মামলায় গ্রেপ্তার পরোয়ানাভুক্ত ছাত্রদলের এক নেতাকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর কাজীর দেউরী এলাকায় অবস্থিত রেডিসন ব্লু হোটেলের সামনে থেকে তাকে প্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার শরিফুল ইসলাম তুহিন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, ছাত্রদল নেতা শরিফুল ইসলাম তুহিনের বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে। আদালতের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।
আরও পড়ুন: পিস্তল-গুলিসহ কুষ্টিয়ায় ছাত্রদল নেতা আটক
এদিকে তুহিন গ্রেপ্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কব্জায় নিয়ে গণতান্ত্রিক আচার-আচরণের তোয়াক্কা না করে অগণতান্ত্রিক পন্থায় দেশ শাসন করছে। বর্তমান সরকার জনগণ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে বিরোধীদলীয় নেতাকর্মীদের ধারাবাহিকভাবে গুম ও গ্রেপ্তার করানো হচ্ছে। তারই অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: সিলেটে ছাত্রদল নেতা মাসরুর রাসেল গ্রেপ্তার
বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য, ছাত্রদল নেতা গ্রেপ্তার
২ বছর আগে
নির্মাণাধীন ৭ তলা ভবন থেকে পড়ে চট্টগ্রামে প্রকৌশলীর মৃত্যু
চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ছাদ থেকে নিচে পড়ে ৪০ বছরের এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে খুলশী টেকনিকেল রোডে এই ঘটনা ঘটে।
মৃত মো. ইউসুফ বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের ৪১তম ব্যাচের ছাত্র ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: ১৬ তলা ভবন থেকে পড়ে ঢাবি ছাত্রীর মৃত্যু
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, বেলা ১১টার দিকে টেকনিক্যাল রোডে এয়াকুব আলী ব্রিকফিল্ডের নির্মাণাধীন সাত তলা ভবনে কাজ করতে গিয়ে ডিপ্লোমা প্রকৌশলী মো. ইউসুফ নিচে পড়ে যান। স্থানীয়রা সেখান থেকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: প্রেমিকার আত্মহত্যার খবরে ভবন থেকে লাফ দিলেন প্রেমিক
লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছেবলে জানান এই পুলিশ কর্মকর্তা।
২ বছর আগে
চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন, আটক ১
চট্টগ্রামের খুলশী থানার লালখান বাজার এলাকায় ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। সোমবার বিকালে চাঁনমারি সড়কের ‘হাইপেরিয়ন’ ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটেছে।
নিহত এস এম মঈন উদ্দিন তন্ময় (২৮) চুয়াডাঙ্গা সদরের শেখপাড়া এলাকার এস এম কামাল উদ্দিনের ছেলে। তিনি নগরীর ‘তিলোত্তমা চিটাগং’ নামে একটি টাইলস প্রতিষ্ঠানের হিসাব বিভাগে চাকরি করতেন।
এ ঘটনায় নিহার রিসিল নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা জানান, যে বাসায় তন্ময় খুন হয়েছেন সেখানে ‘তিলোত্তমা চিটাগং’ এর কর্মকর্তারা থাকতেন। ওই বাসায় বাবুর্চির কাজ করতেন ছুরিকাঘাতকারী নিহার রিসিল। বিভিন্ন সময়ে তন্ময়ের সঙ্গে রিসিলের বাকবিতণ্ডা হত। তাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল না।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: ফতুল্লায় পোশাক শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা
নাটোরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যুর অভিযোগ
২ বছর আগে
চট্টগ্রামে পাহাড় কাটার দায়ে এরাবিয়ান কর্পোরেশনকে ১০ লাখ টাকা জরিমানা
চট্টগ্রামে পাহাড় কাটার অভিযোগে এরাবিয়ান কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নগরীর খুলশী থানার জিইসি এলাকায় ২০ হাজার ঘনফুট পাহাড় কাটার অভিযোগে এ অর্থদণ্ড করা হয়েছে।
রবিবার (১৯ ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ে শুনানি শেষে এ জরিমানা করেন মহানগর কার্যালয়ের পরিচালক নুরুল্লাহ নুরী।
তিনি বলেন, গত ১৭ ডিসেম্বর পরিবেশ অধিদপ্তরে পরিদর্শন টিম জিইসি এলাকায় একটি পাহাড়ের ২০ হাজার ঘনফুট মাটি কাটার সত্যতা পায়। এর প্রেক্ষিতে রবিবার পরিবেশ অধিদপ্তর কার্যালয়ে শুনানি অনুষ্ঠিত হয়। এতে অভিযুক্ত প্রতিষ্ঠানটির প্রতিনিধি উপস্থিত ছিলেন।
নুরুল্লাহ নুরী বলেন, পাহাড় কেটে পরিবেশের ক্ষতি সাধন করায় এরাবিয়ান কর্পোরেশনের মালিক হাজী মো. নুর ইসলাম এবং স্ত্রী আমেনা বেগমকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে পাঁচ লাখ টাকা তৎক্ষণাৎ আদায় করা হয়েছে এবং বাকি পাঁচ লাখ টাকা আগামীকালের (সোমবারের) মধ্যে পরিশোধের নির্দেশ দেয়া হয়েছে।
আরও পড়ুন: পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস
ঢাকার বাতাসের মান 'অস্বাস্থ্যকর’
৩ বছর আগে
চট্টগ্রামে টানা বৃষ্টিতে কয়েক স্থানে পাহাড় ধস
চট্টগ্রামে গত কয়েক দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে মহানগরীর কয়েকটি এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলের মধ্যে খুলশী থানার লালখান বাজার বায়তুল আমান হাউজিং সোসাইটিতে তিন দফা পাহাড় ধস হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
পাহাড় ধসের কারণে চলাচলে তৈরি হয় প্রতিবন্ধকতা। ঝুঁকিপূর্ণ পাঁচ পরিবারকে সরিয়ে নিয়েছে জেলা প্রশাসন। এর আগে বুধবার রাতে বিভিন্ন পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারী ৪ শতাধিক মানুষকে সরিয়ে আশ্রয় কেন্দ্রে নেয়া হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা: ৪ শতাধিক মানুষ আশ্রয় কেন্দ্রে
পাহাড় ধসের সত্যতা নিশ্চিত করে চট্টগ্রামের জেলা প্রশাসক মোমিনুর রহমান জানান, একটি পাহাড়ের কিছু অংশ ধসে পড়ার খবর পেয়ে প্রশাসন এবং ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। তারা সেখানেই অবস্থান করছেন। পাহাড় ধসে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পাহাড় ধসে জানমালের ক্ষয়ক্ষতি রোধ করতে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
এদিকে দুপুরে নগরীর আমবাগান ফ্লোরাপাস এলাকার বালিকা সদন এতিমখানার একে খান এলাকায়ও পাহাড় ধসে পড়ে। পরে সেখান থেকেও দুপুরের পর থেকে মাটি সরানো কাজ শুরু করে জেলা প্রশাসন।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল আহসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আরও পড়ুন: টেকনাফে পাহাড় ধসে একই পরিবারের ৫ জন নিহত
ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, টানা বৃষ্টিপাতে মাটি ক্ষয়ে উঁচু পাহাড়ের বড় একটি অংশ ধসে পড়েছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও চলাচলের রাস্তা বন্ধ হয়ে গেছে। এখানে আরও পাহাড় ধসের আশঙ্কা রয়েছে বলে ফায়ার সার্ভিস আশঙ্কা প্রকাশ করেছে।
প্রাণহানি বা ক্ষয়ক্ষতি রোধে পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের অবিলম্বে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে।
আরও পড়ুন: কক্সবাজারে পাহাড় ধসে ২ রোহিঙ্গা নিহত
৩ বছর আগে