কর্মী-সমর্থক গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের আরও ৭ কর্মী-সমর্থক গ্রেপ্তার
হেফাজত ইসলামের বিক্ষোভ কর্মসূচিতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত ২৪ ঘণ্টায় আরও সাতজন হেফাজত কর্মী ও সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সহিংস ঘটনার স্থির চিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় সহিংস ঘটনায় আরও ২৪ হেফাজত কর্মী-সমর্থক গ্রেপ্তার
জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হেফাজতের তাণ্ডবে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯, আশুগঞ্জ থানায় তিন ও সরাইল থানায় দুটিসহ সর্বমোট ৫৪টি মামলা রুজু করা হয়েছে। এসকল মামলায় ৪১৪ জন এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ হাজার লোকের নামে মামলা হয়েছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ার ৯টি থানা ও বিভিন্ন পুলিশ ফাঁড়িতে নিরাপত্তা জোরদার
এ সকল মামলায় সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী সর্বমোট ২৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন করলেন পুলিশের আইজিপি
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় সহিংস ঘটনায় আরও ৬০ জন গ্রেপ্তার
৩ বছর আগে