জনপ্রিয় অভিনেত্রী
অভিনেত্রী ঐন্দ্রিলা মারা গেছেন
দীর্ঘদিন ক্যানসার আক্রান্ত থাকার পর অবশেষে মারা গেলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা।
রবিবার (২০ নভেম্বর) দুপুর ১২টা ৫৯ মিনিটে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ২৪ বছর।
কলকাতার বেশ কয়েকটি গণমাধ্যম সূত্রে এ খবর পাওয়া যায়।
আরও পড়ুন : হাওর অঞ্চলের সংস্কৃতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
হঠাৎ গুরুতর অসুস্থ হলে ১ নভেম্বর ঐন্দ্রিলাকে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকরা জানিয়েছিলেন মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় কোমায় চলে যান তিনি। এরপর ভেন্টিলেশনে রাখা হয়েছিল। কিন্তু সেখান থেকে আর ফেরা হলো না।
ঐন্দ্রিলার শারীরিক অবস্থা আরও অবনতি হওয়া শুরু করে ১৪ নভেম্বর থেকে। শনিবার (১৯ নভেম্বর) রাতে প্রায় ১০ বার হৃদরোগে আক্রান্ত হন তিনি। এছাড়া আগেও দুইবার ক্যানসারে আক্রান্ত হয়েও চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন ঐন্দ্রিলা।
২০১৫ সালে একাদশ শ্রেণিতে পড়ার সময় প্রথম তার ক্যানসার ধরা পড়ে। কর্কট রোগের আক্রমণ হয়েছিল তার অস্থিমজ্জায়।
দ্বিতীয়বার ২০২১ সালে। সে বার ফুসফুসে টিউমার। ক্যানসারের সঙ্গে লড়াইয়ের সঙ্গে সঙ্গেই অভিনয় চালিয়ে গিয়েছিলেন অভিনেত্রী। এবার আর পারলেন না। মাত্র ২৪ বছর বয়সে চলে গেলেন না ফেরার দেশে।
ঐন্দ্রিলার এই সময়ে পাশে দাঁড়িয়েছিলেন বলিউডের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। অভিনেত্রীর চিকিৎসার সকল খরচ বহন করার দায়িত্ব নেন এই তারকা। এ থেকে আশার আলো দেখেছিল ঐন্দ্রিলার পরিবার। কিন্তু শেষ পর্যন্ত সেই আশায় আলো জ্বললো না।
আরও পড়ুন : নোরার ঢাকা সফরে হতাশ ভক্তরা
‘অর্থহীন’ ফিরল অর্ধযুগ পর
২ বছর আগে
চিরনিদ্রায় শায়িত কবরী
করোনায় মারা যাওয়া জনপ্রিয় অভিনেত্রী ও আওয়ামী লীগের সাবেক এমপি সারাহ বেগম কবরীর দাফন শনিবার জোহর নামাজের পর সম্পন্ন হয়েছে।
তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। একই স্থানে বীর মুক্তিযোদ্ধা কবরীকে গার্ড অব অনার প্রদান করা হয়।
আরও পড়ুন: করোনায় মারা গেলেন কবরী
জনপ্রিয় এই অভিনেত্রী শুক্রবার দিবাগত রাত ১২ টা ২০ মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
তার ছেলে শেখর চিশতী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
গত ১৫ এপ্রিল থেকে হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন কবরী। সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হন কবরী। পরে তাকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।
আরও পড়ুন: করোনায় ৭১ টিভির সাংবাদিকের মৃত্যু
জনপ্রিয় এই অভিনেত্রী সারেং বউ সিনেমায় অভিনয়ের জন্য ১৯৭৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ২০০৮ সালে তিনি আওয়ামী লীগের মনোনয়নে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
৩ বছর আগে