মোদি বিরোধী আন্দোলন
হেফাজত নেতা মামুনুল হক গ্রেপ্তার
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে রবিবার দুপুরে ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি মাদরাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা মহানগরের অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) ইফতেখারুল ইসলাম জানান, পুলিশ, গোয়েন্দা শাখা ও অন্যান্য বাহিনীর সদস্যদের সমন্বয়ে একটি যৌথ দল দুপুরে জামিয়া রহমানিয়া মাদরাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: হেফাজত নেতা ইসলামাবাদী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড মঞ্জুর
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের আরও ৭ কর্মী-সমর্থক গ্রেপ্তার
এক প্রেস ব্রিফিংয়ে ডিএমপির তেজগাঁও ডিভিশনের ডেপুটি কমিশনার হারুনুর রশিদ বলেন, ‘২০২০ সালে মোহাম্মদপুর থানায় ভাঙচুরের মামলায় মামুনুলকে গ্রেপ্তার করা হয়েছে।’
এ ছাড়া মামুনুলের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে এবং সেসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।
সাম্প্রতিক মোদি বিরোধী আন্দোলনের সময় সহিংস ঘটনাসহ ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রিসোর্টকাণ্ডের পর থেকেই আলোচনায় রয়েছেন মামুনুল হক।
এর আগে শনিবার গোয়েন্দারা রাজধানীর বারিধারা ও মোহাম্মদপুর এলাকা থেকে হেফাজতে ইসলামের আরও শীর্ষ নেতাকে গ্রেপ্তার করে।
৩ বছর আগে