রেকর্ড আড়াই লাখের বেশি করোনা শনাক্ত
ভারতে ২৪ ঘণ্টায় রেকর্ড আড়াই লাখের বেশি করোনা শনাক্ত
ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ২ লাখ ৬১ হাজার ৫০০ জন।
রবিবার আড়াই লাখের অধিক রেকর্ড সংখ্যক নতুন সংক্রমণ নিয়ে টানা চতুর্থ দিনের মত ২ লাখের অধিক করোনা রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। বর্তমানে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৪৭ লাখ ৮৮ হাজার ১০৯ জনে।
এদিকে দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১ হাজার ৫০১ জন মানুষ। বর্তমানে মোট মৃত্যের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৭৭ হাজার ১২৫০ জনে।
আরও পড়ুন: ভ্যাকসিন সংকটের মাঝেই ব্রাজিলের করোনা পরিস্থিতির অবনতি
ভারতে বর্তমানে আক্রান্ত অসুস্থ রোগীর সংখ্যা ১৮ লাখ ১ হাজার ৩১৬ জন এবং এই পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১ কোটি ২৮ লাখ ৯ হাজার ৬৪৩ জন মানুষ।
গত জানুয়ারি মাসে প্রতিবেশী দেশটি দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ হাজারের নিচে চলে এলেও বর্তমানে প্রতিদিনই দুই লাখের ওপরে নতুন করে করোনা রোগী শনাক্ত হচ্ছে। করোনা সংক্রমণ রোধে স্কুল ও পরীক্ষা বন্ধ করাসহ প্রতিমুহুর্তেই নানা পদক্ষেপ নিয়ে চলেছে।
গত ১৬ জানুয়ারি থেকেই করোনার টিকা উৎপাদনকারী দেশটি সারাদেশ জুড়ে গণটিকা দান কার্যক্রম শুরু করে। দেশটিতে এ পর্যন্ত প্রায় ১২ কোটি ২০ লাখ মানুষকে টিকার আওতায় আনা হয়েছে।
পরিস্থিতি বিবেচনায় কেন্দ্রীয় সরকার ইতোমধ্যেই দেশটিতে কোভিড পরীক্ষা কার্যক্রম আরও জোরদার করেছে। এই পর্যন্ত ২৬ কোটি ৬০ লাখ করোনা টেস্ট সম্পন্ন করেছে ভারত। এর মধ্যে শুধু শনিবরারেই (১৭ এপ্রিল) ১৫ লাখ ৬৬ হাজার ৩৯৪ টি টেস্ট সম্পন্ন করা হয়।
আরও পড়ুন: 'জনসন অ্যান্ড জনসন'-র করোনাভাইরাসের টিকা কিনবে না অস্ট্রেলিয়া
ভারতের রাজধানী দিল্লিতে শুরু থেকেই করোনার প্রকোপ ছিল বেশি। গতকাল (শনিবার) প্রদেশটিতে নতুন করে ২৪ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয় এবং মৃত্যুবরণ করে ২৬৭ জন।
৩ বছর আগে