প্রবাসী নিহত
শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সংর্ঘষে প্রবাসী নিহত
সিলেটে শিশুদের ঝগড়া নিয়ে সংর্ঘষে নিহত হয়েছেন এক কাতার প্রবাসী। সোমবার (১৭ মার্চ) কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়েনের খালোপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
কাতার প্রবাসী রশিদ আহমদ ওই গ্রামের মৃত আনা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, রশিদ, প্রতিবেশী রাজু ও সাজুর মধ্যে শিশুদের ঝগড়া নিয়ে কথা কাটাকাটি হয়। এর জেরে সোমবার ভোর ৪টার দিকে উভয়পক্ষ সংঘর্ষে জড়ান।
আরও পড়ুন: সুইসাইড নোট লিখে স্কুলছাত্রীর ‘আত্মহত্যা’
এ সময় রশিদকে রাজু ও সাজু মারতে থাকেন। একপর্যায়ে ছুরিকাঘাত করা হয় রশিদকে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল বলেন, ‘এ ঘটনায় এখনও মামলা হয়নি। কেউ আটকও হয়নি। অপরাধীদের ধরতে অভিযান চলছে।’
১৩ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, প্রবাসী নিহত
চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ট্রাকের ধাক্কায় এক প্রবাসী নিহত হয়েছেন। রবিবার বিকালে জেলার সদর উপজেলার ঘোড়াস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত প্রবাসী রজান আলী উপজেলার ভাগ্যবানপুর এলাকার আব্দুল লতিবের ছেলে। তিনি সৌদি আরবে চাকরি করতেন।
আরও পড়ুন: মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে নারী নিহত
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) মাকছুদুর রহমান জানান, সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি ট্রাক রবিবার বিকাল ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সহাসড়কের ঘোড়াস্ট্যান্ড এলাকায় এলে বিপরিত দিক থেকে যাওয়া মোটসাইকেলের চালক রমজান আলী গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
তিনি জানান, এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। খরব পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে এর চালক ও সহকারী পলাতক।
তিনি আরও জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: নাটোরে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, নৌবাহিনীর সদস্য নিহত
যশোরে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, গর্ভবতী নারী নিহত
৫৩৯ দিন আগে
ওমানে সড়ক দুর্ঘটনা: চট্টগ্রামের ৩ প্রবাসী নিহত
মধ্য প্রাচ্যের দেশ ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার তিন প্রবাসীর মৃত্যু হয়েছে।
সালালাহ থেকে মাস্কাটগামী সড়কের আল তামরিত এলাকায় রবিবার সকাল ১০টার দিকে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা সবাই চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলাবাসী। তাদের মধ্যে জাহেদ (৪২) পোমরা ইউনিয়নের মাইজপাড়া গ্রামের সরফভাটা ইউনিয়নের আসকার আলী রোড এলাকার বাসিন্দা। এছাড়াও নিহত সালাউদ্দিন (৪০) ও আবছারের (৪৫) বাড়ি বেতাগী ইউনিয়নের বালুরচর গ্রামে।
নিহতরা সবাই ওমানের গোবরায় পর্দার দোকানে চাকরি করতেন।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে প্রবাসীর স্ত্রীকে হত্যা, গণপিটুনিতে যুবক নিহত
দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে প্রতিষ্ঠানের বাংলাদেশি মালিক মো. রেজাউল করিম জানান, তারা মাস্কাট থেকে এক হাজার কিলোমিটার দূরে সালালাহ শহরে পর্দার কাজ করতে এক সপ্তাহ আগে গিয়েছিলেন। কাজ শেষে তারা সকালে মাস্কাটে ফিরছিলেন। পথে তামরিত এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়িটি সড়ক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান।
আরও পড়ুন: ইতালি প্রবাসীকে হত্যার ঘটনায় আওয়ামী লীগ নেতার নামে মামলা
নিহতদের মধ্যে গাড়ির চালক মো. জাহেদ তার আপন ভাগিনা বলে রেজাউল করিম জানান। রয়েল ওমান পুলিশ তিন বাংলাদেশির লাশ উদ্ধার করে সালালাহর একটি হাসপাতালের মর্গে রেখেছে। সোমবার লাশ মাস্কাটে নিয়ে আসার কথা রয়েছে।
বাংলাদেশ দূতাবাস মাস্কাটের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে লাশগুলো দেশে পাঠানোর ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
১৪৪১ দিন আগে