মহারাষ্ট
করোনার বিশ্ব রেকর্ড: ভারতে ২৪ ঘণ্টায় ৩ লাখের বেশি আক্রান্ত
ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৩ লাখ ১৫ হাজার ৬৬০ জন।
বৃহস্পতিবার তিন লাখের অধিক সংখ্যক নতুন সংক্রমণ নিয়ে বিশ্বে একদিনে করোনা আক্রান্তের রেকর্ড হয় দেশটিতে। বর্তমানে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৫৯ লাখ ২৪ হাজার ৯১৪ জনে।
প্রতিবেশী দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ২ হাজার ৯১ জন মানুষ। এই পর্যন্ত ভারতে করোনায় মোট মৃত্যু সংখ্যা দাঁড়াল ১ লাখ ৮৪ হাজার ৬৬২ জনে।
আরও পড়ুন: ভ্যাকসিন সংকটের মাঝেই ব্রাজিলের করোনা পরিস্থিতির অবনতি
দেশটির পশ্চিম উপকূলবর্তী প্রদেশ মহারাষ্ট করোনার ধাক্কায় অনেকটা ই বেসামাল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। মহারাষ্ট্র গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৬৭ হাজার ৪৬৮ জন, যা একদিনে মোট আক্রান্তের প্রায় ২২ শতাংশ।
যদিও পরিস্থিতি মোকাবিলায় প্রদেশটিতে আগে থেকেই লকডাউন কার্যকর করা হয়েছে, এর কোনো সুফল মিলছে না। মহারাষ্ট্রের পরে ৩৩ হাজার ২১৪ নতুন আক্রান্ত রোগী নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে উত্তর প্রদেশ এবং ২৪ হাজার ৬৩৮ নতুন শনাক্ত নিয়ে তৃতীয় অবস্থানে আছে দিল্লি।
আরও পড়ুন: 'জনসন অ্যান্ড জনসন'-র করোনাভাইরাসের টিকা কিনবে না অস্ট্রেলিয়া
এশিয়ার অন্যতম শক্তিশালী এই দেশটি বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে সবচেয়ে ভয়ঙ্কর অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এপ্রিলে ১৫ তারিখ থেকে প্রতিদিন ই দেশটিতে ২ লাখের অধিক করোনা রোগী শনাক্ত হচ্ছে।
বুধবার ভারতের হাইকোর্ট দেশে অক্সিজেন সল্পতার ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে ভর্ৎসনা করে। অক্সিজেনের প্রয়োজনীয়তা মেটাতে আদালত বলেন, ‘আমরা কোনো কিছু জানতে চাই না... প্রয়োজনে আপনারা ভিক্ষা করুন, ধার করুন, চুরি করুন অথবা চাইলে নতুন অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করুন।’
আরও পড়ুন: ভারতে ২৪ ঘণ্টায় রেকর্ড আড়াই লাখের বেশি করোনা শনাক্ত
এর আগে মহারাষ্ট্রের জাকির হুসেন মিউনিসিপাল হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা ২৪ জন রোগী অক্সিজেন সংকটে মারা যান।
৩ বছর আগে