কুরুচিপূর্ণ মন্তব্য
জয়পুরহাটে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, ডিজিটাল আইনে যুবক গ্রেপ্তার
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করার অভিযোগে জয়পুরহাটের কালাইয়ে এক যুবককে গ্রেপ্তার করেছে কালাই থানা পুলিশ।
ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় বুধবার রাতে কালাই উপজেলার বিয়ালা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: জয়পুরহাটে ৫ম শ্রেণির ছাত্রীকে ‘ধর্ষণ’, যুবক গ্রেপ্তার
গ্রেপ্তারকৃত আমানুল্লাহ আমান (২১) উপজেলার বিয়ালা-মধ্যপাড়া গ্রামের আব্দুল আলিমের ছেলে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, জেলার আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা ময়নুল ইসলাম সাজু তার ফেসবুকে শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী ও হেফাজতে ইসলামী বাংলাদেশ এর নেতা মামুনুল হককে নিয়ে একটি পোস্ট করেন। তার এই পোস্টে আমানুল্লাহ আমান নামের ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি কুরুচিপূর্ণ মন্তব্য করে। এটি পরবর্তীতে অত্র এলাকায় বিভিন্ন জনের নিকটে শেয়ার করলে ভাইরাল হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করাসহ অত্র এলাকায় বিশৃংখলা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার উপক্রম হয়।
আরও পড়ুন: হানিফকে নিয়ে কটূক্তি: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কলেজশিক্ষকের জামিন নামঞ্জুর
এ ব্যাপারে কালাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তফিকুল ইসলাম তৌহিদ বাদী হয়ে মামলা দায়ের করলে তাকে গ্রেপ্তার করা হয়।
জয়পুরহাটের পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভূঞা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কালাই থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রেক্ষিতে পুলিশ মামলার অভিযুক্ত আসামি আমানুল্লাহ আমানকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার চিফ জুডিশিয়াল আদালতে সোপর্দ করা হয়েছে।
৩ বছর আগে