আরমানিটোলা
রাসায়নিক গুদাম: পুরান ঢাকার মানুষ বাস করছে বোমার ওপর
ঐতিহ্যবাহী খাবার, শতাব্দী পুরনো স্থাপনা আর সরু অলিগলির জন্য পরিচিত পুরাতন ঢাকায় মানুষ এই শত শত রাসায়নিক গুদামের রূপে 'বোমা' নিয়ে বাস করছে।
৩ বছর আগে
আরমানিটোলায় অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৫
পুরান ঢাকার আরমানিটোলা এলাকায় একটি ভবনে শুক্রবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনায় চারজন নিহত ও অন্তত ৩৫ জন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে একজনের নাম সুমাইয়া আক্তার এবং এছাড়া ভবনের একজন নিরাপত্তারক্ষীসহ তিন জনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আরও পড়ুন: আগুনে পুড়ে ছাই ২০ বিঘা জমির পান বরজ
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর আব্দুল খালেক বলেন, ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ আহত চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: আশুলিয়ায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড
তিনি বলেন, ছয়তলা ভবনের নিচতলায় ভোর ৩টা ১৭মিনিটের দিকে আগুন লাগে এবং ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
খালেক জানান, প্রায় তিন ঘণ্টা চেষ্টা করার পর দমকল কর্মীরা ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার (মিডিয়া) রায়হান জানান, প্রতিষ্ঠানটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আরও পড়ুন: গাজীপুর টেক্সটাইল কারখানায় আগুন
তিনি বলেন, ‘আগুন লাগার সঠিক কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হবে।’
৩ বছর আগে