সাবমেরিন
ভারতে দেশীয়ভাবে নির্মিত সাবমেরিনের পরীক্ষামূলক সমুদ্রযাত্রা
ভারতে দেশীয়ভাবে নির্মিত একটি সাবমেরিন মঙ্গলবার প্রথমবারের পরীক্ষামূলক সমুদ্রযাত্রা শুরু করেছে। দেশটির নৌবহরে ‘আইএনএস ভাগির’ নামে যুক্ত হওয়ার এক বছর আগেই এটি এ সমুদ্রযাত্রা শুরু করেছে।
আইএনএস ভাগির স্কোর্পেন শ্রেণির ছয়টি সাবমেরিনের মধ্যে পঞ্চম। ফ্রান্সের নেভাল গ্রুপের সহায়তায় ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন মাজাগন ডক শিপবিল্ডার্স লিমিটেড (এমডিএল) এটি তৈরি করেছে।
ভারতীয় নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘মহামারি সত্ত্বেও এমডিএল গত বছর প্রকল্প ৭৫ এর দুটি সাবমেরিন সরবরাহ করেছে। পঞ্চম সাবমেরিনটির পরীক্ষামূলক সমুদ্রযাত্রা একটি মাইলফলক।’
ফরাসি নকশার এ শ্রেণির চারটি সাবমেরিন ইতোমধ্যে ভারতীয় নৌবাহিনীতে রয়েছে।
স্কোর্পেন শ্রেণির সাবমেরিনে রয়েছে উচ্চতর স্টিলথ। এছাড়া এটি দীর্ঘ পাল্লার টর্পেডোসহ এন্টি শিপ মিসাইল সমৃদ্ধ।
আরও পড়ুন: ভবিষ্যতেও ভারতের সঙ্গে একত্রে কাজ করতে উন্মুখ বাংলাদেশ: প্রধানমন্ত্রী
ঢাকায় ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস উদযাপন
২ বছর আগে
নিখোঁজ সাবমেরিনের ‘ধ্বংসাবশেষ’ পেয়েছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী
৫৩ জন সদস্য নিয়ে নিখোঁজ হওয়া ইন্দোনেশিয়ার সাবমেরিন কেআরআই নাংগালা-৪০২ এর কিছু অংশ খুঁজে পেয়েছে বলে দাবি করেছে দেশটির নৌবাহিনী। শনিবার দেশটির নৌবাহিনীর প্রধান ইয়োদে মারগোনো এক সংবাদ সম্মেলনে উদ্ধারকৃত সামগ্রী তুলে ধরেন। ধারণা করা হচ্ছে সাবমেরিনটি ডুবে গেছে।
ইয়োদো বলেন, বুধবার বালি দ্বীপ থেকে যাত্রার পর নিখোঁজ সাবমেরিনটির বিভিন্ন জিনিস যেমন, টর্পেডোর যন্ত্র, একটি গ্রিজ বোতল এবং জায়নামাজসহ কিছু জিনিস উদ্ধার করা হয়েছে। তিনি জানান, বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এটা নিশ্চিত হওয়া গেছে যে, উদ্ধারকৃত জিনিসগুলো ওই সাবমেরিনেরই ধ্বংসাবশেষ। তার মতে, সাবমেরিনটি এখন ডুবে গেছে।
আরও পড়ুন: ভারতে হিমবাহ ধসে নিহত ১৪, নিখোঁজ ২০০
নৌবাহিনীর কর্মকর্তা জানিয়েছিলেন, সাবমেরিনটির অক্সিজেন সাপ্লাই শনিবারের মধ্যেই শেষ হয়ে যেতে পারে। এর আগে ইন্দোনেশিয়া সাবমেরিনটিকে নিখোঁজ হয়েছে বলেই ধারণা করছিল।
যুক্তরাষ্ট্রের পাঠানো পি-৮ পসেইডন সাবমেরিন হান্টিং বিমান, অস্ট্রেলিয়ার একটি যুদ্ধ জাহাজ এবং ইন্দোনেশিয়ার ২০টি জাহাজ এবং ৪টি হেলিকপ্টার বর্তামানে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। সাবমেরিনটি অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য সিঙ্গাপুর এবং মালেশিয়া থেকে দুটি উদ্ধারকারী জাহাজ আসার কথা রয়েছে।
নিখোঁজ হওয়া সাবমেরিনের কারোরই এখনও বেঁচে থাকার সম্ভাবনা না থাকলেও নিখোঁজ হওয়া ব্যক্তিদের পরিবার সাবমেরিন খুঁজে বের করার আহ্বান জানান।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ৬২ আরোহীসহ বিমান নিখোঁজ
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো সাবমেরিনটি খুঁজে বের করার জন্য সর্বাত্মক চেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন।
নৌবাহিনী কর্তৃপক্ষ এখন পর্যন্ত সাবমেরিন নিখোঁজ হবার কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি।
৩ বছর আগে