ভারতে দেশীয়ভাবে নির্মিত একটি সাবমেরিন মঙ্গলবার প্রথমবারের পরীক্ষামূলক সমুদ্রযাত্রা শুরু করেছে। দেশটির নৌবহরে ‘আইএনএস ভাগির’ নামে যুক্ত হওয়ার এক বছর আগেই এটি এ সমুদ্রযাত্রা শুরু করেছে।
আইএনএস ভাগির স্কোর্পেন শ্রেণির ছয়টি সাবমেরিনের মধ্যে পঞ্চম। ফ্রান্সের নেভাল গ্রুপের সহায়তায় ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন মাজাগন ডক শিপবিল্ডার্স লিমিটেড (এমডিএল) এটি তৈরি করেছে।
ভারতীয় নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘মহামারি সত্ত্বেও এমডিএল গত বছর প্রকল্প ৭৫ এর দুটি সাবমেরিন সরবরাহ করেছে। পঞ্চম সাবমেরিনটির পরীক্ষামূলক সমুদ্রযাত্রা একটি মাইলফলক।’
ফরাসি নকশার এ শ্রেণির চারটি সাবমেরিন ইতোমধ্যে ভারতীয় নৌবাহিনীতে রয়েছে।
স্কোর্পেন শ্রেণির সাবমেরিনে রয়েছে উচ্চতর স্টিলথ। এছাড়া এটি দীর্ঘ পাল্লার টর্পেডোসহ এন্টি শিপ মিসাইল সমৃদ্ধ।
আরও পড়ুন: ভবিষ্যতেও ভারতের সঙ্গে একত্রে কাজ করতে উন্মুখ বাংলাদেশ: প্রধানমন্ত্রী