বসতবাড়ি ভাঙচুর মামলা
বসতবাড়ি ভাঙচুর মামলায় বিআরডিবির চেয়ারম্যান ও ইউপি মেম্বার গ্রেপ্তার
বসতবাড়ি ভাঙচুর ও প্রতিপক্ষের লোকজনকে মারধরের মামলায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) চেয়ারম্যান নবীর হোসেন চুন্নু (৫০) ও ময়না ইউনয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার জামাল মোল্যাকে (৪৫) সোমবার আদালতে পাঠিয়েছে পুলিশ।
এর আগে রবিবার বিকালে বোয়ালমারী পৌর সদর বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আর পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের জেলা সহকারী প্রচার সম্পাদকসহ গ্রেপ্তার ১০
থানা সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ময়না ইউনিয়নের বানিয়াড়ি গ্রামের নবীর হোসেন চুন্নু ও জামাল মোল্যার নেতৃত্বে শুক্রবার রাত ৯টার দিকে গ্রামের পান্নু শেখ, নওশের শেখসহ ৬টি বাড়িতে ভাঙচুর ও প্রতিপক্ষের লোকজনকে মারধর করা হয়। এ ঘটনায় পান্নু শেখ বাদী হয়ে ২৫ জনকে আসামি করে রবিবার থানায় মামলা দায়ের করেন। বাড়িঘর ভাঙচুরের ঘটনায় ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এস আই) আক্কাচ হোসেন জানান, মামলা নথিভুক্ত হওয়ার পরই অভিযান চালিয়ে মামলার ১ ও ২নং আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
আরও পড়ুন: হেফাজত নেতা মামুনুল হক গ্রেপ্তার
ময়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির মো. সেলিম জানান, শুক্রবার রাতে আধিপত্য বিস্তার নিয়ে বানিয়াড়ি গ্রামে দুপক্ষের মধ্যে গোলমাল হয়েছিল। এ ঘটনায় রবিবার বিকালে মামলা হয়। তিনি চেষ্টা করেছিলেন উভয় পক্ষের মধ্যে মীমাংসা করে দিতে কিন্তু তা সম্ভব হয়নি।
আরও পড়ুন: থানায় হামলা: হেফাজত নেতা আবুল হুসাইন রিমান্ডে
৩ বছর আগে