গরু চোর
চট্টগ্রামে গরু চোর সন্দেহে ৫ যুবককে গণপিটুনি
চট্টগ্রামের বোয়ালখালীতে গরু চোর সন্দেহে পাঁচ যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী।
শনিবার (৯ ডিসেম্বর) ভোরে উপজেলার আমুচিয়া ইউনিয়নে ঘটনাটি ঘটে এবং তাদের আটক করা হয়।
আরও পড়ুন: পাবনায় গরু চুরির অভিযোগে গণপিটুনি, নিহত ১
আহত আটক যুবকরা হলেন-
পশ্চিম শাকপুরা ৬ নম্বর ওয়ার্ডের জাফর আহমদের ছেলে মো. জাবেদ হোসেন (৩২), ৩ নম্বর ওয়ার্ডের মো. লেদু মাঝির ছেলে মো. লিটন (৩১), শাকপুরা ইউনিয়নের ঘোষখীল গ্রামের মো. জামালের ছেলে ইমরান হোসেন বিজয় (২০) ও চৌকিদার মো. শহীদ হাসানের ছেলে ইবনূর হাসান (২১) এবং পশ্চিম গোমদণ্ডীর মো. ইউনুচের ছেলে মো. আসাদ (২৫)।
স্থানীয়রা জানান, ভোররাত ৩টার দিকে জ্যৈষ্ঠপুরা এলাকায় এক গোয়াল ঘরের তালা কেটে চোরের দল ভেতরে প্রবেশের চেষ্টা চালায়।
এসময় বাড়ির লোকজন টের পেয়ে বেরিয়ে এসে চিৎকার করেন। লোকজন এগিয়ে এলে চোরের দল দুটি সিএনজি অটোরিকশাযোগে পালাতে থাকে।
এলাকার শত শত লোকজন তাদের ধাওয়া দিয়ে একটি সিএনজি অটোরিকশার গতিরোধ করে পাঁচ যুবককে গণপিটুনি দেন।
আরেকটি সিএনজি অটোরিকশা পালিয়ে যেতে সক্ষম হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় সেন জানান, গণপিটুনিতে আহত পাঁচ যুবককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, আহত পাঁচ যুবককে পুলিশ আটক করেছে।
তিনি আরও বলেন, তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: ফরিদপুরে স্কুলছাত্রীকে অপহরণচেষ্টার অভিযোগে ২ জনকে গণপিটুনি, মাইক্রোবাসে আগুন
গাজীপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ১
১১ মাস আগে
নড়াইলে 'গরু চোর' সন্দেহে ২ যুবককে পিটিয়ে হত্যা
নড়াইল সদর উপজেলায় গরু চোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিবার দিবাগত মধ্যরাত সাড়ে ৩টার দিকে উপজেলার বীড়গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ খবর পেয়ে সকাল ৯টার দিকে নড়াইল-গোবরা সড়কের পল্লী বিদ্যুৎ স্টেশনের উত্তর পাশের শস্যক্ষেত থেকে এবং দক্ষিণ পার্শ্বের মেহগনি বাগানের মধ্যে পড়ে থাকা লাশ দুটি উদ্ধার করে।
আরও পড়ুন: কক্সবাজারে সুপারি গাছে বেঁধে শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ১
সুরতহাল প্রতিবেদন শেষে লাশ দুটি ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার দাড়িয়া বারইডাঙ্গা গ্রামের গফুর শেখের ছেলে আসাদুল শেখ (৩৬)। অপর ব্যক্তির নাম-ঠিকানা জানা যায় নি।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, এক মাসের মধ্যে বীড়গ্রামের সুশেন বিশ্বাসের একটি, উজিরপুর গ্রামের রাম বিশ্বাসের পাঁচটি গরু চুরি করে নিয়ে যায় চোরেরা। ওই ঘটনার পর থেকে দুই গ্রামের লোকজন গরু চোর ধরতে নিয়মিত পাহারা দিত।
রবিবার দিবাগত মধ্যরাত সাড়ে ৩টার দিকে বীড়গ্রামের রেবো বিশ্বাসের বাড়ি চোরেরা গরু চুরি করতে গেলে বাড়ির মালিক চোর চোর বলে চিৎকার করতে থাকলে আশপাশের লোকজন সংঘবদ্ধ হয়ে চোরদের ধাওয়া দেয়।
গ্রামবাসীর ধাওয়া খেয়ে চোর দলের তিন থেকে চার জন পালিয়ে যায়। এ সময় গরু চোর সন্দেহে আসাদুল শেখ ও অজ্ঞাত ব্যক্তিকে ধরে লোকজন গনপিটুনি দিয়ে নড়াইল-গোবরা সড়কের পল্লী বিদ্যুৎ স্টেশনের উত্তর ও দক্ষিণ পার্শ্বে ফেলে রেখে যায়। ঘটনাস্থলেই দুই ব্যক্তি মারা যায়।
স্থানীয় কলোড়া ইউপি চেয়ারম্যান আশীষ কুমার বিশ্বাস ও একাধিক ব্যক্তি জানান, ইউনিয়নের বীড়গ্রামসহ আশেপাশের গ্রামে দিনের বেলায় ফেরিওয়ালা সেজে এরা কম্বল, থালা-বাটি ও অন্যান্য মালামাল বিক্রি করে খোঁজখবর নিয়ে রাতের বেলা চুরি কাজে লিপ্ত হতো। বীড়গ্রামের সুশেন বিশ্বাসের একটি, উজিরপুর গ্রামের রাম বিশ্বাসের পাঁচটি গরু চুরি করে নিয়ে যাওয়ার পর থেকে গ্রামের লোকজন পাহারা দেয়া শুরু করে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, এ ব্যাপারে সদর থানায় মামলা দায়ের হয়েছে।
আরও পড়ুন: কুমারখালীতে গরুর বর্জ্য অপসারণ নিয়ে যুবককে পিটিয়ে হত্যা!
ছেলের বিরুদ্ধে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ!
১ বছর আগে
গাজীপুরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১
গাজীপুরের কালীগঞ্জে গরু চুরির সাথে জড়িত সন্দেহে ৬ জনকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। ঘটনাস্থলেই ১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৫ জন।
সোমবার ভোরে উপজেলার নাগরী ইউনিনের কালিকুঠি গ্রামে এ ঘটনা ঘটেছে।
আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: চট্টগ্রামে গণপিটুনীতে সন্দেহভাজন দুই চোরের মৃত্যু
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার ভোরে গরু চোরের একটি চক্র উপজেলার নাগরী ইউনিনের কালিকুঠি গ্রামে গরু চুরি করতে যায়। এ সময় গ্রামবাসি টের পেয়ে তাদের হাতে নাতে ধরে ফেলে। পরে তারা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসির ডাক, চিৎকারে শত শত লোক এসে তাদের ঘিরে ফেলে। এ সময় গণপিটুনিতে চল্লিশোর্ধ এক গরু চোর ঘটনাস্থলেই মারা যায়। আহত হন দেলোয়ার হোসেন, নাহিদ মিয়া, হাসান আলী, গাজী হোসেন ও আলমগীর হোসেন নামে অপর ৫ জন।
আরও পড়ুন: হবিগঞ্জে ‘গণপিটুনিতে’২ ডাকাত নিহত
খবর পয়ে পুলিশ নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আরও পড়ুন: চট্টগ্রামে শিশু ধর্ষণকারীকে গণপিটুনী
এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুল হক বলেন, আহতদের চিকিৎসা চলছে। তারা সুস্থ হওয়ার পরে তাদের সাথে কথা বলে নিহতের পরিচয় শনাক্ত করব। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
৩ বছর আগে