গাজীপুরের কালীগঞ্জে গরু চুরির সাথে জড়িত সন্দেহে ৬ জনকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। ঘটনাস্থলেই ১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৫ জন।
সোমবার ভোরে উপজেলার নাগরী ইউনিনের কালিকুঠি গ্রামে এ ঘটনা ঘটেছে।
আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: চট্টগ্রামে গণপিটুনীতে সন্দেহভাজন দুই চোরের মৃত্যু
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার ভোরে গরু চোরের একটি চক্র উপজেলার নাগরী ইউনিনের কালিকুঠি গ্রামে গরু চুরি করতে যায়। এ সময় গ্রামবাসি টের পেয়ে তাদের হাতে নাতে ধরে ফেলে। পরে তারা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসির ডাক, চিৎকারে শত শত লোক এসে তাদের ঘিরে ফেলে। এ সময় গণপিটুনিতে চল্লিশোর্ধ এক গরু চোর ঘটনাস্থলেই মারা যায়। আহত হন দেলোয়ার হোসেন, নাহিদ মিয়া, হাসান আলী, গাজী হোসেন ও আলমগীর হোসেন নামে অপর ৫ জন।
আরও পড়ুন: হবিগঞ্জে ‘গণপিটুনিতে’২ ডাকাত নিহত
খবর পয়ে পুলিশ নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আরও পড়ুন: চট্টগ্রামে শিশু ধর্ষণকারীকে গণপিটুনী
এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুল হক বলেন, আহতদের চিকিৎসা চলছে। তারা সুস্থ হওয়ার পরে তাদের সাথে কথা বলে নিহতের পরিচয় শনাক্ত করব। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।