অভিযোগপত্র দাখিল
শিশু রাইফার মৃত্যু: ৪ চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল
চট্টগ্রামে ভুল চিকিৎসায় মারা যাওয়া আড়াই বছরের মেয়ে রাফিদা খান রাইফার মৃত্যুর ৬ বছর পর ৪ চিকিৎসককে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
সোমবার (২৫ মার্চ) বিকালে পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিটের পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক পুলিশের প্রসিকিউশন শাখায় অভিযোগপত্র জমা দেন।
আরও পড়ুন: কক্সবাজারে ট্রাকচাপায় সেনা সদস্য নিহত
অভিযুক্ত চার চিকিৎসক হলেন, নগরীর মেহেদিবাগের বেসরকারি ম্যাক্স হাসপাতালের পরিচালক ডা. লিয়াকত আলী খান, চিকিৎসাক বিধান রায় চৌধুরী, ডা. দেবাশীষ সেনগুপ্ত ও ডা. শুভ্র দেব।
অভিযোগপত্র আদালতে জমা দেওয়ার কথা স্বীকার করে পিবিআই পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক বলেন, অবহেলাজনিত মৃত্যু ঘটানোর অপরাধে দণ্ডবিধির ৩০৪ (ক) ও ১০৯ ধারায় চারজন ডাক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র প্রসিকিউশন শাখায় জমা দিয়েছি। প্রসিকিউশন শাখা থেকে সেটি আদালতে দাখিল করা হবে। এরপর বিচারের জন্য প্রস্তুত হয়ে সেটি জজ আদালতে যাবে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বিচার শুরু হবে।
উল্লেখ্য, ২০১৮ সালের ২৯ জুন রাতে চট্টগ্রামের মেহেদীবাগে বেসরকারি ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা, অদক্ষতার কারণে দৈনিক সমকালের তৎকালীন স্টাফ রিপোর্টার রুবেল খানের আড়াই বছরের মেয়ে রাফিদা খান রাইফা মারা যায়।
রাইফার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাইফার বাবা সাংবাদিক রুবেল খান বাদী হয়ে ২০১৮ সালের ২০ জুলাই চার চিকিৎসককে আসামি করে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন।
আরও পড়ুন: কচুয়ায় হঠাৎ কালবৈশাখী ঝড়, লন্ডভন্ড অর্ধশতাধিক ঘরবাড়ি
মেঘনায় ট্রলারডুবি: আরও তিনজনের লাশ উদ্ধার, নিহতের সংখ্যা বেড়ে ৯
৮ মাস আগে
উস্কানি মামলায় বিএনপি নেতা আমীর খসরুর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল
শিক্ষার্থীদের আন্দোলনে উস্কানি দেয়ার অভিযোগ চট্টগ্রামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীরসহ দুজনের বিরুদ্ধে হওয়া একটি মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট (নগর শাখা)।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার ফারুক-উল-হক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তদন্ত প্রতিবেদনে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি বলে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: দেশে ডেঙ্গু, বন্যা, গুম, খুন যা কিছু হচ্ছে সবই কি গুজব: আমির খসরু
মামলার সূত্রে জানা যায়, নিরাপদ সড়কের দাবিতে ২০১৮ সালে সারাদেশে শিক্ষার্থীদের গণআন্দোলন চলাকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও কল রেকর্ড ছড়িয়ে পড়ে। কল রেকর্ডটি বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর। আন্দোলন চালিয়ে যেতে কুমিল্লার এক ছাত্রদল নেতাকে পরামর্শ দিতে শোনা যায় এই কল রেকর্ডে।
পরে এই বিষয়টিকে ছাত্র আন্দোলনে উস্কানি হিসাবে অভিযোগ করে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বাদী হয়ে কোতোয়ালি থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ও বিশেষ ক্ষমতা আইনে দুটি ধারায় মামলা করেন। মামলায় আমীর খসরু মাহমুদ চৌধুরী ও মিলহানুর রহমান নাওমী নামে দুজনকে আসামি করা হয়।
আরও পড়ুন: দুই মামলায় আমির খসরুর আগাম জামিন বহাল
সূত্রে আরও জানা যায়, এই মামলায় গত ২৮ আগস্ট হাইকোর্ট বিভাগ থেকে আমীর খসরু ছয় সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন। পরে ২১ অক্টোবর আত্মসমর্পন করলে বিচারিক আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠান। ১২ নভেম্বর তিনি জামিন পান।
২ বছর আগে
এমসি কলেজে ধর্ষণ: ৮ জনকে অভিযুক্ত করে চার্জশিট
সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলার চার্জশিট (অভিযোগপত্র) আদালতে দাখিল করেছে পুলিশ।
৪ বছর আগে
ডিআইজি মিজান ও দুদক পরিচালক বাছিরের বিরুদ্ধে অভিযোগপত্র জমা
দুর্নীতি দমন কমিশন (দুদক) রবিবার ৪০ লাখ টাকা ঘুষ কেলেঙ্কারির ঘটনায় সাময়িক বরখাস্ত পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. মিজানুর রহমান ও দুদক পরিচালক খন্দকার এনামুল বাছির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে।
৪ বছর আগে
শিশু তুহিন হত্যা: বাবা-চাচাসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল
সুনামগঞ্জের দিরাইয়ে আলোচিত পাঁচ বছরের শিশু তুহিন হত্যার ঘটনায় শিশু তুহিনের বাবা ও তিন চাচাসহ পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
৪ বছর আগে