বিচারের আওতা
মুনিয়ার মৃত্যু: দোষীদের বিচারের আওতায় আনার আশ্বাস মন্ত্রীর
মুসারাত জাহান মুনিয়ার মৃত্যুর জন্য যারা দোষী বলে অভিযুক্ত হবেন তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে বলে বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন।
বুধবার ধানমন্ডির নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।
আরও পড়ুন: ন্যায়বিচার চায় মুনিয়ার পরিবার
তিনি বলেন, 'আমি স্পষ্টভাবেই বলছি যে আইন অনুসারে সবকিছু হবে ... আইন তার নিজস্ব গতিতে চলবে। যেই অপরাধী হোক তাকে বিচারের মুখোমুখি হতে হবে। তাই, তদন্তের পরেই আমরা এ বিষয়ে আরও কিছু বলতে পারব।'
সোমবার ঢাকার গুলশান এলাকার একটি ফ্ল্যাট থেকে কুমিল্লা জেলার মনোহরপুরের মুক্তিযোদ্ধা মরহুম শফিকুর রহমানের মেয়ে ২১ বছর বয়সী মুসারাত জাহানের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: গুলশানে তরুণী নিহত: বসুন্ধরার এমডির বিরুদ্ধে মামলা
লাশ উদ্ধারের পর নিহতের বোন নুসরাত জাহান মঙ্গলবার সকাল দেড়টার দিকে গুলশান থানায় বাংলাদেশ দণ্ডবিধির ৩০৬ ধারায় মামলা দায়ের করেন।
মামলায়, নুসরাত জাহান বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে ২১ বছর বয়সী এই কলেজ ছাত্রীর মৃত্যুর ঘটনায় একমাত্র অভিযুক্ত করেছেন।
৩ বছর আগে