নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন
ঢাকার তুরাগ থেকে হিযবুত তাহরীরের দুই সদস্য গ্রেপ্তার
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ অক্টোবর) রাজধানীর তুরাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির উপকমিশনার (ডিসি-মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
এর আগে গত অক্টোবরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিষিদ্ধ সংগঠনটির মিডিয়া কো-অর্ডিনেটর ইমতিয়াজ সেলিমকে গ্রেপ্তার করে সিটিটিসি।
হিযবুত তাহরীরের মিডিয়া কো-অর্ডিনেটর গ্রেপ্তার
১ মাস আগে
রংপুরে আনসার আল ইসলামের ৪ সদস্য আটক
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের চার সদস্যকে দিনাজপুর ও ঠাকুরগাঁও থেকে আটক করেছে র্যাব-১৩। এ সময় জব্দ করা হয়েছে জিহাদি বই, লিফলেট ও মোবাইল ফোন।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকালে র্যাব-১৩ এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের প্রধান কার্যালয়ের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন।
আরও পড়ুন: টেকনাফে ৮০ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ১
আটক আনসার আল ইসলামের ৪ সদস্য হলো- ইয়াছিন, সংগঠনের উত্তরাঞ্চলের দাওয়াতি শাখার প্রধান মুনতাসির বিল্লাহ, মুনতাসির বিল্লাহর সহযোগী আব্দুল মালেক ও সাব্বির।
আল মঈন জানান, উত্তরাঞ্চলের মানুষের সরলতাকে পুঁজি করে তরুণদের ভুলিয়ে দলের সদস্য হতে উদ্বুদ্ধ করা হচ্ছিল। বৃহস্পতিবার (১৪ সেপ্টম্বর) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁওয়ে অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, এ সময় তরুণ জঙ্গি ইয়াছিনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে আনসার আল ইসলামের উত্তরাঞ্চলের দাওয়াতি শাখার প্রধান মুনতাসির বিল্লাহসহ সহযোগী আব্দুল মালেক ও সাব্বিরকে দিনাজপুর থেকে আটক করা হয়।
সংবাদ সম্মেলনে র্যাব-১৩ এর অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বিরামপুরে ‘বিক্ষোভ’ মিছিল থেকে জামায়াতের ১৬ কর্মী আটক
ঢাকা থেকে কক্সবাজার নিয়ে ২ নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১
১ বছর আগে
শেরপুরে আনসার আল ইসলামের এক সদস্য আটক
জেলার নকলা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে আটক করেছে র্যাব।
সোমবার ভোরে র্যাব-৩ টিকাটুলি ঢাকার একটি আভিযানিক দল নকলা উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের লাভা মধ্যপাড়া এলাকা থেকে তাকে আটক করে।
আটক মো. হাসান মাহমুদ (১৯) নকলার লাভা মধ্যপাড়া গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে।
আরও পড়ুন: রাজশাহীতে ‘আনসার আল ইসলামের’ ৩ সদস্য আটক
সোমবার বিকালে নকলা থানা পুলিশ সন্ত্রাস দমন আইনে তাকে গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ড আবেদনসহ বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করে।
র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীনা রানী দাস জানান, আটক হাসান মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাষ্ট্র ও সরকারবিরোধী এবং ধর্মীয় উস্কানিমূলক বিভিন্ন পোস্ট দিয়ে আসছিল। তার মোবাইল ও ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে জঙ্গিবাদের সঙ্গে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। সে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের একজন সক্রিয় সদস্য।
আরও পড়ুন: আনসার আল ইসলাম সদস্যসহ দুজনকে ঢাকা ও রাজবাড়ী থেকে গ্রেপ্তার
এ ঘটনায় র্যাবের ডিএডি ফিরোজ খান বাদী হয়ে একটি অভিযোগ সহ হাসানকে নকলা থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: খুলনায় 'আনসার আল ইসলাম'র ৪ সদস্য আটক
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুশফিকুর রহমান জানান, ওই ঘটনায় র্যাবের দেয়া অভিযোগের ভিত্তিতে সন্ত্রাস দমন আইনে একটি নিয়মিত মামলা রেকর্ড করা হয়েছে।
৩ বছর আগে
সাভারে আনসার আল ইসলামের সক্রিয় সদস্য আটক
সাভারে বুধবার রাতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব -৩।
বৃহস্পতিবার সকালে র্যাব-৩ সাভার মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।
আরও পড়ুন: বাংলাদেশ জঙ্গিবাদকে কখনো আশ্রয়-প্রশ্রয় দেয় না: স্বরাষ্ট্রমন্ত্রী
আটক সাইফুল ইসলাম (২২) নরসিংদী জেলার শিবপুর থানার কুন্দারপাড়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।
আরও পড়ুন: সন্ত্রাস ও জঙ্গিবাদের মতো মাদকের বিরুদ্ধেও জয়ী হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
র্যাব-৩ এর কর্মকর্তারা জানায়, আটক ওই জঙ্গি সদস্য দীর্ঘদিন ধরে শিক্ষকতার আড়ালে আনসার আল ইসলামের সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। এসময় তার থাকার কক্ষ তল্লাশি করে বিভিন্ন প্রকার উগ্রবাদী বই উদ্ধার করা হয়।
আরও পড়ুন: রাজশাহীতে ‘আনসার আল ইসলামের’ ৩ সদস্য আটক
সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদ জানান, বিষয়টির তদন্ত চলছে।
৩ বছর আগে