নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের চার সদস্যকে দিনাজপুর ও ঠাকুরগাঁও থেকে আটক করেছে র্যাব-১৩। এ সময় জব্দ করা হয়েছে জিহাদি বই, লিফলেট ও মোবাইল ফোন।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকালে র্যাব-১৩ এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের প্রধান কার্যালয়ের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন।
আরও পড়ুন: টেকনাফে ৮০ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ১
আটক আনসার আল ইসলামের ৪ সদস্য হলো- ইয়াছিন, সংগঠনের উত্তরাঞ্চলের দাওয়াতি শাখার প্রধান মুনতাসির বিল্লাহ, মুনতাসির বিল্লাহর সহযোগী আব্দুল মালেক ও সাব্বির।
আল মঈন জানান, উত্তরাঞ্চলের মানুষের সরলতাকে পুঁজি করে তরুণদের ভুলিয়ে দলের সদস্য হতে উদ্বুদ্ধ করা হচ্ছিল। বৃহস্পতিবার (১৪ সেপ্টম্বর) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁওয়ে অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, এ সময় তরুণ জঙ্গি ইয়াছিনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে আনসার আল ইসলামের উত্তরাঞ্চলের দাওয়াতি শাখার প্রধান মুনতাসির বিল্লাহসহ সহযোগী আব্দুল মালেক ও সাব্বিরকে দিনাজপুর থেকে আটক করা হয়।
সংবাদ সম্মেলনে র্যাব-১৩ এর অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বিরামপুরে ‘বিক্ষোভ’ মিছিল থেকে জামায়াতের ১৬ কর্মী আটক
ঢাকা থেকে কক্সবাজার নিয়ে ২ নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১