ক্যান্ডির পাল্লেকেলে
টেস্টের দ্বিতীয় দিনে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ
ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে দারুণ বোলিং নৈপুণ্যতার মাধ্যমে দলকে লড়াইয়ে ফিরিয়েছে টাইগাররা।
শুক্রবার দিনের প্রথম সেশনেই তাসকিন এবং তাইজুল ৩টি উইকেট তুলে নেন।
ডান হাতি পেসার তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিং আক্রমণে লাহিরু থিরিমান্নে এবং অ্যাঞ্জেলো ম্যাথিউসের উইকেট শিকার করেন। অপরদিকে ধনঞ্জয়া ডি সিলভার উইকেট তুলে নেন তাইজুল ইসলাম।
আরও পড়ুন: দ্বিতীয় টেস্ট: ব্যাটিংয়ে শ্রীলঙ্কা, শরিফুলের অভিষেক
বৃহস্পতিবার টেস্টের প্রথমদিনে টসে হেরে বোলিং শুরু করা বাংলাদেশ সারাদিনে মাত্র এক উইকেট নিতে পেরেছিল।
ম্যাচের দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টাতে উইকেটহীন ছিল টাইগাররা। কিন্তু কিছুক্ষণ পরই তাসকিনের শর্ট ডেলিভারির শিকার হয়ে কিপারের হাতে ক্যাচ তুলে দেন থিরিমান্নে।
থিরিমান্নেকে আউট করার মাত্র দুই বল পরেই অ্যাঞ্জেলা ম্যাথিউসের উইকেট পেতে পারতেন তাসকিন। তাসকিন এবং কিপার লিটন দাসের ব্যর্থতায় কট আউটের আপিল না করায় মাঠেই থেকে যান ম্যাথিউস। যদিও তাসকিনের বলে লিটন দাসকে ক্যাচ দিয়েই বিদায় নেন ম্যাথিউস।
মাত্র দুই রানে ধনঞ্জয়া ডি সিলভাকে ড্রেসিং রুমে পাঠিয়ে দিনের তৃতীয় উইকেটটি নিশ্চিত করেন তাইজুল ইসলাম। ধনঞ্জয়ার ক্যাচটি লুফে নেন নাজমুল হোসেন শান্ত।
চা বিরতির আগ পর্যন্ত স্বাগতিকরা ৬ উইকেটে ৪২৫ রান সংগ্রহ করেছে।
৩ বছর আগে
দ্বিতীয় টেস্ট: ব্যাটিংয়ে শ্রীলঙ্কা, শরিফুলের অভিষেক
দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশের বিপক্ষে বৃহস্পতিবার ক্যান্ডির পাল্লেকেলেতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা।
এই টেস্টে বাংলাদেশের বাঁহাতি পেসার শরিফুল ইসলামের অভিষেক হয়েছে । এর আগে তিনি তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্ট ক্যাপ পাওয়ার আগে শরিফুল আটটি প্রথম-শ্রেণির ম্যাচ খেলেছেন এবং ২২টি উইকেট পেয়েছেন। প্রথম টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন এবাদত হোসেন।
শ্রীলঙ্কার একাদশেও এসেছে দুটি পরিবর্তন। লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও পেসার লাহিরু কুমারার বদলে জায়গা পেয়েছেন দুই স্পিনার রমেশ মেন্ডিস ও প্রবীন জয়বিক্রম।
এর আগে একই মাঠে প্রথম টেস্টটি ড্র হয়েছে।
খেলা শুরুর আগে বাংলাদেশের কোচ রাসেল ডোমিঙ্গো বলেছেন যে তারা এই টেস্ট জয়ের পাশাপাশি সিরিজ জয়ের জন্য খেলবে।
শ্রীলঙ্কায় কোনো টেস্ট সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। এর আগে পাঁচ বছর আগে বাংলাদেশ বিদেশের মাটিতে শেষবারের মতো টেস্ট জিতেছিল এবং সেটি শ্রীলঙ্কাতেই এসেছিল।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কা ৫০ ভোরে ১৫৫ রান করেছে। দুই ওপেনার লাহিরু থিরিমান্নে ৬৭ এবং অধিনায়ক দিমুথ করুনারত্নে ৮৬ রানে ব্যাট করছেন।
বাংলাদেশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহী, শরিফুল ইসলাম।
শ্রীলঙ্কা : দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, পাথুম নিসাঙ্কা, নিরোশান ডিকভেলা (উইকেটরক্ষক), রমেশ মেন্ডিস, প্রবীণ জয়বিক্রম, সুরাঙ্গা লাকমল ও বিশ্ব ফার্নান্দো।
৩ বছর আগে