ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে দারুণ বোলিং নৈপুণ্যতার মাধ্যমে দলকে লড়াইয়ে ফিরিয়েছে টাইগাররা।
শুক্রবার দিনের প্রথম সেশনেই তাসকিন এবং তাইজুল ৩টি উইকেট তুলে নেন।
ডান হাতি পেসার তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিং আক্রমণে লাহিরু থিরিমান্নে এবং অ্যাঞ্জেলো ম্যাথিউসের উইকেট শিকার করেন। অপরদিকে ধনঞ্জয়া ডি সিলভার উইকেট তুলে নেন তাইজুল ইসলাম।
আরও পড়ুন: দ্বিতীয় টেস্ট: ব্যাটিংয়ে শ্রীলঙ্কা, শরিফুলের অভিষেক
বৃহস্পতিবার টেস্টের প্রথমদিনে টসে হেরে বোলিং শুরু করা বাংলাদেশ সারাদিনে মাত্র এক উইকেট নিতে পেরেছিল।
ম্যাচের দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টাতে উইকেটহীন ছিল টাইগাররা। কিন্তু কিছুক্ষণ পরই তাসকিনের শর্ট ডেলিভারির শিকার হয়ে কিপারের হাতে ক্যাচ তুলে দেন থিরিমান্নে।
থিরিমান্নেকে আউট করার মাত্র দুই বল পরেই অ্যাঞ্জেলা ম্যাথিউসের উইকেট পেতে পারতেন তাসকিন। তাসকিন এবং কিপার লিটন দাসের ব্যর্থতায় কট আউটের আপিল না করায় মাঠেই থেকে যান ম্যাথিউস। যদিও তাসকিনের বলে লিটন দাসকে ক্যাচ দিয়েই বিদায় নেন ম্যাথিউস।
মাত্র দুই রানে ধনঞ্জয়া ডি সিলভাকে ড্রেসিং রুমে পাঠিয়ে দিনের তৃতীয় উইকেটটি নিশ্চিত করেন তাইজুল ইসলাম। ধনঞ্জয়ার ক্যাচটি লুফে নেন নাজমুল হোসেন শান্ত।
চা বিরতির আগ পর্যন্ত স্বাগতিকরা ৬ উইকেটে ৪২৫ রান সংগ্রহ করেছে।