সাবেক সংসদ সদস্য
৮ দিনের রিমান্ডে সাবেক সংসদ সদস্য শিউলি আজাদ
ব্রাহ্মণবাড়িয়ার সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদের ৮ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
হত্যা মামলায় সোমবার (৭ অক্টোবর) দুপুর ১২টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পঞ্চম আদালতের বিচারক স্বাগত সাম্য রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়ুন: এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর ও সচিব আমিনুল ৩ দিনের রিমান্ডে
ব্রাহ্মণবাড়িয়ার আদালত পরিদর্শক মো. হাবিবুল্লাহ সরকার বলেন, ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের হত্যা মামলায় পুলিশ তাকে আটক করে।
তিনি বলেন, আদালতে তাকে ৮ দিনের রিমান্ড দেন। তাকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালে মোদি বিরোধী আন্দোলনে গুলিতে সরাইলের কাঁটা নিসার গ্রামের লিটন মিয়া নিহত হয়।
এই ঘটনায় ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর মাওলানা সুলতান উদ্দিন ৬৭ জনকে আসামি করে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আরও পড়ুন: ৫ দিনের রিমান্ডে সাবের হোসেন চৌধুরী
২ মাস আগে
সাবেক সংসদ সদস্য আলী আজগর ও ওসি সুকুমারসহ ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা
চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজগর টগর ও দামুড়হুদা মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাসসহ ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।
মামলার অপর আসামিরা হলেন, দামুড়হুদা মডেল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম জাহাঙ্গীর, উপপরিদর্শক (এসআই) তপন কুমার নন্দী, শেখ রফিকুল ইসলাম, কনস্টেবল দিপু গাঙ্গুলি, খালিদ মাসুদ, নজরুল ইসলাম, শফিউর রহমান, ফিরোজ ইকবাল এবং আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতাকর্মী দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুরের মাছুম, সুমন, রাজিব ও সজল।
আরও পড়ুন: গাড়ি পোড়ানো ও ভাঙচুরের মামলায় ফখরুল-রিজভীসহ ৮ জন খালাস
বিশ্ববিদ্যালয়ছাত্র মো. রোকনুজ্জামানকে অপহরণ ও বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে তাকে হত্যার অভিযোগে বৃহস্পতিবার (৩ অক্টোবর) দামুড়হুদা আমলি আদালতে মামলাটি করেন নিহতের বাবা মো. আবু বক্কর ছিদ্দিক।
আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোস্তফা কামাল মামলা আমলে নিয়ে তা তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঝিনাইদহ কার্যালয়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
পিবিআই ঝিনাইদহ কার্যালয়ের পুলিশ সুপার (অতিরিক্ত দায়িত্বে) রেশমা শারমিন বলেন, আমাদের কাছে এখনও কাগজ এসে পৌঁছাইনি। তবে মামলার কপি পেলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে।
আরও পড়ুন: সাগর-রুনি হত্যা: মামলা চালাবেন শিশির মনিরসহ ৯ আইনজীবী
হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে সাবেক সচিব জাহাংগীর আলম
২ মাস আগে
আনোয়ার হোসেন মঞ্জু গ্রেপ্তার
জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
আরও পড়ুন: সাবেক বিচারপতি মানিক আটক
সোমবার (২ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে গ্রেপ্তার করে।
তার বিরুদ্ধে অন্তত পাঁচটি মামলা রয়েছে।
ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ওয়াশরুমে আটকে রেখে পদত্যাগে বাধ্য করার পর শিক্ষক শূন্য কক্সবাজার নার্সিং ইনস্টিটিউট
৩ মাস আগে
মুন্সীগঞ্জে সাবেক সংসদ সদস্যসহ ৫০৮ জনকে আসামি করে হত্যা মামলা
মুন্সীগঞ্জে গত ৪ আগস্ট আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে প্রধান আসামি করে আরও ৫০৮ জনের নামে হত্যা মামলা করা হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) শহরের উত্তর ইসলামপুরের নিহত মিশুক চালক রিয়াজুল ফরাজীর স্ত্রী রুমা বেগম মামলাটি করেন।
আরও পড়ুন: মিরপুরে হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১৪৮ জনের বিরুদ্ধে মামলা
শহরের সুপার মার্কেটের মুক্তিযুদ্ধ ভাস্কর্য চত্বর ঘিরে হামলা চালানো হয়েছিল।
এদিকে মামলাটির আসামির তালিকায় এক নম্বরে নাম থাকা মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে হুকুমের আসামি করা হয়েছে। আসামির তালিকায় মোট ২০৮ জনের নাম উল্লেখ করা হয়েছে ও অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ২০০ থেকে ৩০০ জনকে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘এই মামলার এজাহারভূক্ত আসামি জনতার হাতে সোমবার আটক হওয়া এবং র্যাবের হস্তান্তর করা সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নাজমূল হাসান সোহেলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
আরও পড়ুন: জাহিদ মালেক ও কম্পিউটার ওয়ার্ল্ড বিডির চেয়ারম্যান আলী শিকদারের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
নারায়ণগঞ্জে শেখ হাসিনা-শামীম ওসমানসহ ৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা
৩ মাস আগে
চাঁদপুরের সাবেক সংসদ সদস্য শামসুল হক ভূঁইয়ার মৃত্যুতে তাপসের শোক
চাঁদপুরের সাবেক সংসদ সদস্য ড. সামশুল হক ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
শুক্রবার(২ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় তিনি বলেন, 'ড. মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন কর্মকাণ্ডে পুরোপুরি সম্পৃক্ত ছিলেন এবং করপোরেশনের উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করেন। তিনি করপোরেশনকে একটি জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করেছেন।
আরও পড়ুন: প্রবীণ সাংবাদিক আব্দুল ওয়াহেদ খান আর নেই
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তাপস।
শুক্রবার সকাল ৬টা ৪২ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
তিনি ২০১৪ সালে চাঁদপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
আরও পড়ুন: রাজশাহী মহানগর আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পিন্টুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
১০ মাস আগে
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ গ্রেপ্তার
বিএনপির সাবেক সংসদ সদস্য ও দলের বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদকে বৃহস্পতিবার (৩ আগস্ট) গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে। গত ২৯ জুলাই রাজধানীতে বিএনপির অবস্থান কর্মসূচি চলাকালে সহিংসতার ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সালাহউদ্দিনের ছেলে ও ঢাকা দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন জানান, আদালত থেকে আগাম জামিন নিয়ে বাড়ি ফেরার সময় হানিফ ফ্লাইওভারে সালাহউদ্দিনসহ ছয়জনকে ডিবি পুলিশের একটি দল গ্রেপ্তার করে।
তিনি বলেন, ঢাকার যাত্রাবাড়ী এলাকায় শনিবারের অবস্থান কর্মসূচিতে সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা বিভিন্ন মামলায় তার বাবাকে সর্বোচ্চ আদালত আগাম জামিন দিয়েছেন।
যোগাযোগ করা হলে ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, তারা যাত্রাবাড়ী এলাকা থেকে সালাউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে।
তিনি বলেন, গত ২৯ জুলাই বিএনপির আন্দোলন কর্মসূচি চলাকালে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদলসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো পুলিশের ওপর হামলা চালায় এবং তিনটি গাড়িতে অগ্নিসংযোগ করে।
হারুন বলেন, এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় চারটি মামলা হয়েছে।
আরও পড়ুন: বিএনপি নেতা সালাহউদ্দিনকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়েছে: অভিযোগ ছেলের
তিনি আরও বলেন, চারটি মামলার মধ্যে দুইটিতে সালাহউদ্দিন এক নম্বর আসামি, অন্য দুটি মামলারও আসামি। এসব মামলায় ডিবি (ওয়ারী বিভাগ) তাকে গ্রেপ্তার করেছে এবং আমরা তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছি।
এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, সরকারের চলমান দমন-পীড়ন ও গ্রেপ্তারের সর্বশেষ শিকার সালাহউদ্দিন আহমেদসহ বিএনপির ছয় নেতাকর্মী।
তিনি বলেন, ‘আজ (বৃহস্পতিবার) ডিবি পুলিশ তাদের অন্যায়ভাবে তুলে নিয়েছে। অবৈধ সরকার তাদের অপকর্ম ঢাকতে চায় গ্রেপ্তার ও হামলা দিয়ে।’
অন্য গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির ৬২ নম্বর ওয়ার্ডের নেতা এম শাহিন, শাহআলম মুন্সি, আবির হোসেন, নিয়ামুল হক, ৪৮ নম্বর ওয়ার্ড ইউনিটের সদস্য নয়ন ও সালাহউদ্দিনের গাড়িচালক এম কাজল।
রিজভী বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের মুক্তি দাবি করেন।
তিনি আরও বলেন, বিএনপির মহাসমাবেশ ও অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে ২৮ জুলাই থেকে এ পর্যন্ত ৪০৬ বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সরকার।
আরও পড়ুন: ভারত থেকে ফেরার জন্য বিএনপি নেতা সালাহউদ্দিনের আবেদন মঞ্জুর করেছে সরকার
বিএসপিএ'র কাজী সালাহউদ্দিনের সাম্মানসূচক সদস্যপদ স্থগিত
১ বছর আগে
সাবেক সংসদ সদস্য নূরে আলম সিদ্দিকী আর নেই
স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি (১৯৭০-১৯৭২) নূরে আলম সিদ্দিকী আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
প্রাক্তন এই সাংসদ বুধবার ভোর ৪টা ৩৭ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে তার প্রেস সচিব অনিকেত রাজেশ নিশ্চিত করেছেন।
সিদ্দিকী মুজিব বাহিনীর অন্যতম নেতা ছিলেন।
নূরে আলম সিদ্দিকী ছয় দফা আন্দোলন ও ভাষা আন্দোলনে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে যশোর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
তিনি ১৯৯৬ ও ২০০১ সালের সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন।
আরও পড়ুন: সিলেট-২ আসনের সাবেক সাংসদ নুরুল আর নেই
এফবিসিসিআইয়ের সাবেক সহ-সভাপতি আবু আলম চৌধুরী আর নেই
১ বছর আগে
সাবেক সংসদ সদস্য আব্বাস আলীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
সাবেক সংসদ সদস্য আব্বাস আলী মণ্ডলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস আলী মণ্ডল ছিলেন জাতির পিতার আদর্শের একজন নিবেদিত প্রাণ কর্মী এবং জনবান্ধব রাজনৈতিক নেতা।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য।
পড়ুন: শামসুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
২ বছর আগে
বিশিষ্ট কবি কাজী রোজী আর নেই
বিশিষ্ট কবি ও সাবেক সংসদ সদস্য কাজী রোজী (৭৩) মারা গেছেন। শনিবার দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
এদিকে কাজী রোজীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ।
রবিবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, কবিতার পাশাপাশি যুদ্ধাপরাধীদের বিচারে তার সাহসী ভূমিকা স্মরণীয় থাকবে।
প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আরও পড়ুন: সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী আর নেই
কিংবদন্তি গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায় আর নেই
২ বছর আগে
স্ত্রীর পর করোনায় চলে গেলেন সাবেক এমপি আফাজ উদ্দিন
স্ত্রীর মৃত্যুর ১০ দিন পর করোনা আক্রান্ত হয়ে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সাবেক সংসদ সদস্য (এম পি) ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন আহমেদ মারা গেছেন।
রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত ১টা ৪০ মিনিটে তিনি মারা যান।
মৃত আফাজ উদ্দিন আহমেদের ছোট ছেলে দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন ঢাকা থেকে তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: করোনায় মারা গেলেন সাবেক এমপি খুররাম খান
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি তিন ছেলে, চার মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানায়, বর্ষীয়ান এই নেতা আফাজ উদ্দিন আহমেদ ও তার স্ত্রী মনোয়ারা বেগম সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হন। গত ২৩ জুন তাদের দু’জনকেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে দুই সপ্তাহ ধরে চিকিৎসা গ্রহণকালে গত ৮ জুলাই সকালে মনোরায়া বেগম মারা যান। সাবেক সংসদ সদস্য আফাজ উদ্দিন আহমেদের শারীরিক অবস্থা মোটামুটি স্থিতিশীল ছিল। কিন্তু স্ত্রীর মৃত্যুর পর থেকেই ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে।
পরে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার মারা যান তিনি।
আরও পড়ুন: করোনায় মারা গেলেন বিএনপি নেতা রুহুল আমিন চৌধুরী
আফাজ উদ্দিন আহমেদ দীর্ঘ প্রায় ৩৫ বছর একাধারে উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ দৌলতপুর আসন থেকে মহাজোট মনোনীত প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
৩ বছর আগে