ব্রাহ্মণবাড়িয়ার সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদের ৮ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
হত্যা মামলায় সোমবার (৭ অক্টোবর) দুপুর ১২টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পঞ্চম আদালতের বিচারক স্বাগত সাম্য রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়ুন: এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর ও সচিব আমিনুল ৩ দিনের রিমান্ডে
ব্রাহ্মণবাড়িয়ার আদালত পরিদর্শক মো. হাবিবুল্লাহ সরকার বলেন, ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের হত্যা মামলায় পুলিশ তাকে আটক করে।
তিনি বলেন, আদালতে তাকে ৮ দিনের রিমান্ড দেন। তাকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালে মোদি বিরোধী আন্দোলনে গুলিতে সরাইলের কাঁটা নিসার গ্রামের লিটন মিয়া নিহত হয়।
এই ঘটনায় ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর মাওলানা সুলতান উদ্দিন ৬৭ জনকে আসামি করে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আরও পড়ুন: ৫ দিনের রিমান্ডে সাবের হোসেন চৌধুরী