ছেলের শাবলের আঘাতে বাবার মৃত্যু
বরগুনায় ছেলের শাবলের আঘাতে বাবার মৃত্যু
বরগুনা সদর উপজেলায় জমিজমা বণ্টন বিরোধের জেরে ছেলের শাবলের আঘাতে বাবার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।
উপজেলায় হেউলিবুনিয়া গ্রামে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে।
আয়নাল মীরের বড় ছেলে কালাম মীর জানান, দীর্ঘদিন ধরে তিন ভাইদের মধ্যে জমিজমা বণ্টনের ঝামেলা ছিল। এ জের ধরে নিজ বাড়িতে বাবা আয়নার মীর ও ছোট ভাই জামাল মীরের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জামাল মীর শাবল দিয়়ে তার বাবাকে আঘাত করে। এসময় বাবা আয়নাল মীর চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
এদিকে, বরগুনা সদর হাসপাতালের সামনে থেকে অভিযুক্ত ছেলে জামাল মীরকে আটক করে বরগুনা সদর থানা পুলিশ এবং জামাল জমিজমা বণ্টন বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, ঘটনা শোনার সাথে সাথেই আমরা অভিযান চালিয়ে হাসপাতালের সামনে থেকে ঘাতক ছেলেকে আটক করতে সক্ষম হই। জামাল নিজেই বাবাকে শাবল দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে স্বীকারোক্তি দিয়েছে।
ওসি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
৩ বছর আগে