বাদশা মিয়া
সাতক্ষীরার শীর্ষ প্রতারক বাদশা মিয়া অস্ত্রসহ গ্রেপ্তার
সাতক্ষীরার শীর্ষ প্রতারক এস এম বাদশা মিয়াকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সকালে সাতক্ষীরা শহরের কামালনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, ২ রাউন্ড গুলি, মন্ত্রী-এমপিদের সীলসহ প্রতারণার একাধিক উপকরণ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় এসআই পরিচয় দেয়া এক প্রতারক আটক
এস এম বাদশা মিয়া সাতক্ষীরা শহরের মধুমোল্যারডাঙ্গী গ্রামের হাতুড়ি ডাক্তার নূর ইসলামের ছেলে।
শনিবার বিকালে সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এক সংবাদ সম্মেলনে জানান, বাদশার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর একান্ত সচিবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নকল নোট প্যাড, সীল, সংসদ সদস্যের ডিও লেটার ও বিভিন্ন প্রকার নিয়োগপত্র এবং জমাজমি সংক্রান্ত কাগজপত্র জালিয়াতির অভিযোগ রয়েছে। তিনি নিজেকে কখনও ডাক্তার, আবার কখনও প্রধানমন্ত্রী কার্যালয়ের এলজিআরডি মন্ত্রণালয়ের ডিরেক্টর পরিচয় দিতেন। আবার কখনও (বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কেন্দ্রীয় সভাপতি) ক্ষমতাসীন দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কেন্দ্রীয় সভাপতি হিসেবে নিজেকে পরিচয় দিতেন।
পুলিশ সুপার জানান, এছাড়াও বাদশা মিয়ার বিরুদ্ধে বিভিন্ন মানুষকে টাকার বিনিময়ে চাকরিতে পদোন্নতি, চাকরি পাইয়ে দেয়া, এমনকি যে কোন মামলার সুরাহা করে দেয়ার প্রতিশ্রুত দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়াসহ বিভিন্ন প্রতারণার অভিযোগ রয়েছে।
৩ বছর আগে