কাঁঠালবাড়ি ফেরিঘাট
পদ্মায় স্পিডবোট ডুবে নিহত ২৬
পদ্মায় স্পিডবোট ডুবে এই পর্যন্ত ২৬ জন নিহত হবার খবর পাওয়া গেছে।
সোমবার মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ফেরিঘাট এলাকায় বালুবাহী বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে স্পিডবোটটি ডুবে যায়।
আরও পড়ুন: নাটোরে পদ্মা নদীতে নৌকা ডুবি: নিখোঁজ ২ ভাইয়ের সন্ধান মেলেনি
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলে কর্মকর্তা মোহাম্মদ রায়হান ইউএনবিকে জানান, শিমুলিয়া ঘাঠ থেকে ছেড়ে যাওয়া স্পিডবোটটি বাংলাবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। সকাল ৭টার দিকে বালুবাহী বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে স্পিডবোটটি ডুবে যায়।
ঘটনার খবর পেয়েই শিবচর ও জাজিরা ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার কাজ শুরু করেন।
আরও পড়ুন: যমুনায় নৌকা ডুবিতে আরও ৪ লাশ উদ্ধার
ফায়ার সার্ভিস কর্মকর্ত রায়হান বলেন, ফায়ার সার্ভিস, নৌ পুলিশ এবং কোস্ট গার্ডের ডুবুরিদের সহায়তায় এ পর্যন্ত ২৬ টি লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, এ ঘটনায় আহত চারজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।
রায়হান আরও বলেন, খুব দ্রুতই বরিশাল ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার কাজে অংশগ্রহণ করবে।
আরও পড়ুন: তিতাস নদীতে ৪০০ বস্তা সরকারি চালসহ নৌকা ডুবি
৩ বছর আগে