তৃণমূল
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় ৭৩ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি
দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা নির্বাচনের প্রথম ধাপে অংশ নেওয়ায় তৃণমূলের ৭৩ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।
শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গঠনতন্ত্র অনুযায়ী দলটির নেতাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করা বিএনপি ও সহযোগী সংগঠনের ৭৩ নেতাকে দলের প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে ২৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৮ মে প্রথম ধাপে দেশের ১৫২টি উপজেলায় ভোট হবে।
চার ধাপে মোট ৪৯২টি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ২৩ মে, তৃতীয় ধাপে ২৯ মে এবং চতুর্থ ধাপে ৫ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এর আগে বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিএনপির শীর্ষনেতারা।
৮ মাস আগে
তৃণমূলের হাসপাতালগুলো সরেজমিন পরিদর্শন করতে চাই: স্বাস্থ্যমন্ত্রী
দেশের চিকিৎসা সেবা ব্যবস্থা ঢেলে সাজাতে ঢাকাসহ দেশের তৃণমূলের হাসপাতালগুলো সরেজমিন পরিদর্শন করতে চান স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাজধানীর শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রীকে সংবর্ধনা দেয় প্রতিষ্ঠানটি। সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে একথা বলেন সামন্ত লাল সেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি শুরু থেকেই ঢাকাসহ দেশের তৃণমূলের হাসপাতালগুলো সরেজমিন পরিদর্শন করতে চাই। এরপর চিকিৎসা সেবাকে ঢেলে সাজাতে কাজ শুরু করে দেব। তবে, আমাকে কাজ শুরু করতে একটু সময় দিতে হবে। আমি গ্রামে-গঞ্জে চিকিৎসা সেবা দিয়ে এখানে উঠে আসা মানুষ। আমি কথা দিচ্ছি, সবাই আমাকে সহযোগিতা করলে আমি পারব।’
আরও পড়ুন: অনিবন্ধিত হাসপাতাল, ডায়াগনসিস সেন্টার, ক্লিনিক বন্ধের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী
তিনি বলেন, ‘সারাজীবন মানুষের সেবা করে গেছি। এই মন্ত্রীত্ব থেকে আমার একটিই চাওয়া, আমি যেন দেশের সাধারণ মানুষের জন্য কাজ করে যেতে পারি। প্রধানমন্ত্রীও সেটাই চান।’শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক রেহেনা আওয়ালের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, বিএসএমএমইউ এর ভিসি শারফুদ্দিন আহমেদ, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক টিটু মিয়া, শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সাবেক পরিচালক প্রফেসর আবুল কালামসহ মন্ত্রণালয়, অধিদপ্তর ও হাসপাতালের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক, নার্সরা।
আরও পড়ুন: অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
১১ মাস আগে
সিলেট-৪ আসনে তৃণমূল বিএনপি প্রার্থীর ভোট বর্জন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে তৃণমূল বিএনপি প্রার্থী মো. আবুল হোসেন (সোনালী আঁশ) ভোট গ্রহণে অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
আরও পড়ুন: সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করব: ফেরদৌস
রবিবার (৭ জানুয়ারি) দুপুরে এক ভিডিও বার্তায় ব্যাপক অনিয়ম, জাল ভোট, কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়াসহ প্রশাসনের পক্ষপাতিত্বের কারণে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানান।
সিলেট-৪ আসনে প্রার্থী তিনজন।
আরও পড়ুন: ৪ ঘণ্টায় ১৮.৫ % ভোট পড়েছে: ইসি সচিব
তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান এমপি ইমরান আহমদ (নৌকা), ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো. নাজিম উদ্দিন কামরান (মিনার) এবং তৃণমূল বিএনপির প্রার্থী মো. আবুল হোসেন (সোনালী আঁশ)।
আরও পড়ুন: নির্বাচনে জাতীয় পার্টিকে ‘বলির পাঁঠা’ করা হচ্ছে: জিএম কাদের
১ বছর আগে
আবারও তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা
বিধানসভা নির্বাচনে বিপুলভোটে জেতার ১০ মাস পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবারও তার ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস দলের সভানেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন।
বুধবার সভানেত্রী নির্বাচিত হওয়ার পর রাজ্যের রাজধানী কলকাতায় তৃণমূল কংগ্রেসের সদর দপ্তরে দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বক্তব্য দেন। এসময় তিনি আগামী সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) পরাজিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
আরও পড়ুন: জাতীয় সঙ্গীত 'অবমাননা': মমতার বিরুদ্ধে সমন জারি
বিজেপিকে তাদের ‘প্রধান শত্রু’ হিসাবে অভিহিত করে মমতা ব্যানার্জি বলেন, ‘আমরা চাই বিজেপির বিরুদ্ধে সব দল এক হোক। কিন্তু কেউ যদি আমাদের কথা না শোনে, অহংকার নিয়ে দূরে সরে থাকে; তাহলে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়-আমরা একাই চলব।’
উল্লেখ্য, গত বছরের ২ মে বিধানসভা নির্বাচনে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপিকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করে ইতিহাস গড়েন মমতা ব্যানার্জি।
আরও পড়ুন: ভবানীপুরে জিতে আবারও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা
উপনির্বাচনে জয়ের পথে মমতা
২ বছর আগে
আনসাং ওমেন ন্যাশন বিল্ডার্স অ্যাওয়ার্ড পেলেন ৬ নারী
দেশের তৃণমূল পর্যায়ে উল্লেখযোগ্য পরিবর্তন সাধনকারী সাহসী ও উদ্যমী নারীদের অবদানকে স্বীকৃতি জানাতে ছয় জন নারীকে ‘আনসাং ওমেন ন্যাশন বিল্ডার্স অ্যাওয়ার্ডস ২০২১’ সম্মাননা দিয়েছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড এবং দ্য ডেইলি স্টার।
শনিবার ভার্চুয়াল এক আয়োজনের মধ্য দিয়ে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রত্যেক বিজয়ী নারীকে ক্রেস্ট ও ২ লাখ টাকা করে অর্থ সম্মাননা প্রদান করা হয়।
ভার্চুয়াল আয়োজনটিতে বিভিন্ন ক্ষেত্রে নিভৃতে কাজ করে যাওয়া এই নারীদের পথচলার অজানা গল্প ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়।
আরও পড়ুনঃ বাংলাদেশি শিল্পীর আন্তর্জাতিক পুরস্কার জয়
সম্মাননা বিজয়ী ৬ নারী হলেন, ৩১০ জন নারীর ব্রেস্ট ও সার্ভিকাল ক্যান্সারের সফল চিকিত্সা প্রদানকারী সাবিনা ইয়াসমিন, কোভিডে নিহত ৬০ জনেরও অধিক ব্যক্তির সৎকারের তদারকি করা রোজিনা আক্তার, কক্সবাজারের একজন সফল উদ্যোক্তা জাহানারা ইসলাম, করোনাকালে বগুড়ার বাসিন্দাদের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী একজন শিক্ষক ফৌজিয়া বীথি, সিলেটের ফারমিস আক্তার, যিনি ৭০০ অসহায় পরিবারের পাশে দাড়িয়েছেন এবং পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির ‘সাম্পারি’র প্রতিষ্ঠাতা শাপলা দেবী ত্রিপুরা।
অনুষ্ঠানে আইপিডিসি ফাইন্যান্স’র এমডি ও সিইও মমিনুল ইসলাম বলেন, ‘জাতি গঠনের একেবারে প্রাথমিক পর্যায় থেকেই নারীদের অসামান্য অবদান রয়েছে। স্বাধীনতা অর্জন থেকে শুরু করে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নেও রয়েছে তাদের মূল্যবান অবদান। তাই আইপিডিসি নারীর ক্ষমতায়নকে যথোপযুক্তভাবে উৎসাহিত করতে নারীবান্ধব বিভিন্ন উদ্যোগ নিয়ে চলেছে। এর অংশ হিসেবে নারীদের অবদানের স্বীকৃতি জানানো এবং তাদের সাহসিকতার গল্প সবার কাছে পৌঁছে দেয়ার উদ্দেশেই যাত্রা শুরু করে আনসাং ওমেন ন্যাশন বিল্ডার্স অ্যাওয়ার্ড। ’
তিনি বলেন, ‘বিগত বছরগুলোর ধারাবাহিকতায় ২০২১ এর আয়োজনেও আমরা দেশের বিভিন্ন প্রান্তে অনুকরণীয় দৃষ্টান্ত রাখা ছয় জন নারীর বীরত্বগাঁথা আপনাদের সামনে তুলে ধরছি এবং সেই সাহসী নারীদেরকে সম্মানিত করছি।’
দ্য ডেইলি স্টার পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম বলেন, ‘এরই মধ্যে আমরা ৩০ জন নারীর জীবন সংগ্রামকে সবার সামনে তুলে ধরেছি, যা অনুপ্রেরণা ও সাহসের প্রতীক হয়ে উঠেছে। এবার আমরা আরও ছয় জন দুঃসাহসী নারীর জীবনের দুর্দান্ত গল্প বিশ্বের কাছে তুলে ধরেছি।’
এসময় ব্যবসায়ী এবং কবি ড. রুবানা হক, মানুষের জন্য ফাউন্ডেশন’র এক্সিকিউটিভ ডিরেক্টর শাহীন আনাম, অ্যাকশন এইড বাংলাদেশ’র কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, এসবিকে টেক ভেঞ্চারস ও এসবিকে ফাউন্ডেশন’র ফাউন্ডার ও চেয়ারম্যান সোনিয়া বশির কবির, কথাসাহিত্যিক সেলিনা হোসেন এবং ইউসেপ বাংলাদেশ’র চেয়ারপারসন পারভীন মাহমুদ, এফসিএ, আইপিডিসি ফাইন্যান্স’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
৩ বছর আগে
নারদা কেলেঙ্কারি: জামিন পেলেন পশ্চিমবঙ্গের ২ মন্ত্রী
ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ‘সিবিআই’ এর হাতে আটকের পর অবশেষে জামিন পেলেন পশ্চিমবঙ্গ সরকারের দুই জ্যেষ্ঠ মন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসে অপর দুই নেতা। ঘুষ গ্রহণের অভিযোগে ‘নারদা কেলেঙ্কারি’ হিসেবে পরিচিত এই ঘটনায় সিবিআই তাদের আটক করে।
শুক্রবার কলকাতা হাইকোর্টের পাঁচ বিচারপতির সমন্বিত বেঞ্চ বর্তমানে গৃহবন্দী থাকা তৃণমূলের চার নেতা, মন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী সুব্রত মুখার্জি, সাবেক মন্ত্রী এবং সাংসদ মদন মিত্র ও কলকাতার সাবেক মেয়র শোভন চ্যাটার্জিকে, জামিন প্রদান করে।
আরও পড়ুন: ঘুষ নেয়ার অভিযোগে পশ্চিমবঙ্গের ২ মন্ত্রী গ্রেপ্তার
অভিযুক্তদের আইনজীবী ফোন কলের মাধ্যমে ইউএনবিকে জানান, হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন আবেদন গ্রহণ করে একটি শর্তে জামিন প্রদান করেছেন। জামিনে থাকাকালীন এই নেতারা কখনও গণমাধ্যমের কাছে নারদা কেলেঙ্কারি মামলা বা অন্য মামলার ব্যাপারে কথা বলতে পারবেন।
এর আগে গত ২১ মে আদালত এই নেতাদের গৃহবন্দী রাখার আদেশ দেয় আদালত।
৩ বছর আগে
ঘুষ নেয়ার অভিযোগে পশ্চিমবঙ্গের ২ মন্ত্রী গ্রেপ্তার
নয়া দিল্লি, ১৭ মে (ইউএনবি)- ঘুষ নেয়ার অভিযোগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দুই মন্ত্রীসহ কয়েকজন গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার গুরুত্বপূর্ণ দুই মন্ত্রী হলেন- ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) এবং ফেডারেল সিকিউরিটি ফোর্স নারদ টেপ কেলেঙ্কারির অভিযোগে সোমবার তাদের বাড়ি থেকে আটক করে।
আরও পড়ুন: অক্সিজেন সরবরাহে বিঘ্ন: ভারতে ১১ করোনা রোগীর মৃত্যু
এছাড়া মামলায় ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের মদন মিত্র ও কলকাতার সাবেক মেয়র শোভন চট্টোপাধ্যায়কে এই মামলায় গ্রেপ্তার করা হয়। শোভন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিতে যোগ দিতে ২০১৯ সালে তৃণমূল ছেড়েছিলেন। তবে বিধানসভা নির্বাচনের কয়েকদিন আগে তিনি গেরুয়া শিবিড় ছাড়েন।
এদিকে, ঘটনার প্রতিবাদে সিবিআই কার্যালয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যথাযথ প্রক্রিয়া ছাড়াই যেভাবে তাদের গ্রেপ্তার করা হয়েছে, সিবিআইকে আমাকেও গ্রেপ্তার করতে হবে।’
আরও পড়ুন: করোনা: ভারতে একদিনে আরও ৪০৯২ মৃত্যু
উল্লেখ্য, মদন ও শোভান মমতার আগের সরকারে দায়িত্ব পালনকারী দুই প্রাক্তন মন্ত্রী। নারদ কেলেঙ্কারির অভিযোগে চার অভিযুক্তকে বিচারের জন্য সিবিআইয়ের আবেদন মঞ্জুর করার কয়েকদিন পরে এই আজকে গ্রেপ্তারের ঘটনা ঘটে।
৩ বছর আগে
কলকাতায় বিজেপি কার্যালয়ে আগুন, তৃণমূলের দিকে আঙুল
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশ ভোটে জয় লাভ করে।
ভোটের রায় ঘোষণার পর রবিবার (২ মে) সন্ধ্যায় কলকাতার আরামবাগ এলাকায় বিজেপির কার্যালয়ে আগুন জ্বালানোর ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানায় এনডিটিভি।
এ ঘটনার মাধ্যমেই আবারও দেশটির কেন্দ্রীয় সরকারে থাকা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ আনে। অগিকাণ্ডের ভিডিও টুইটারে শেয়ার করে অভিযোগ করে, তৃণমূল বিজেপির নেতাকর্মীদের ওপর সহিংসতা চালিয়েই যাচ্ছে।
তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই অভিযোগ অস্বীকার করেন।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস-বিজেপি সংঘর্ষে নিহত ৩
তিনি পাল্টা অভিযোগে বলেন, বিজেপি সমর্থকরা তার আরামবাগের প্রার্থী সুজাত মণ্ডলের ওপর হামলা চালায় এবং তার মাথায় আঘাত করে।
মোবাইল ফোনে ধারণ করা একটি ভিডিও-তে দেখা যাচ্ছে, হুগলিতে একটি অস্থায়ী স্থাপনায় আগুন জ্বলছে। ওই ভিডিও’র জের ধরেই বিজেপি আইটি সেলে প্রধান অমিত মালভিয়া টুইটারে লেখেন, “পশ্চিমবঙ্গের বিধানসভার ফলাফল প্রকাশের পরপরেই তৃণমূলের গুণ্ডারা বিজেপি কর্মীদের ওপর হামলা শুরু করেছে। বাংলাকে কি আগামী ৫ বছর এসবই সহ্য করতে হবে?”
৩ বছর আগে