পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশ ভোটে জয় লাভ করে।
ভোটের রায় ঘোষণার পর রবিবার (২ মে) সন্ধ্যায় কলকাতার আরামবাগ এলাকায় বিজেপির কার্যালয়ে আগুন জ্বালানোর ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানায় এনডিটিভি।
এ ঘটনার মাধ্যমেই আবারও দেশটির কেন্দ্রীয় সরকারে থাকা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ আনে। অগিকাণ্ডের ভিডিও টুইটারে শেয়ার করে অভিযোগ করে, তৃণমূল বিজেপির নেতাকর্মীদের ওপর সহিংসতা চালিয়েই যাচ্ছে।
তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই অভিযোগ অস্বীকার করেন।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস-বিজেপি সংঘর্ষে নিহত ৩
তিনি পাল্টা অভিযোগে বলেন, বিজেপি সমর্থকরা তার আরামবাগের প্রার্থী সুজাত মণ্ডলের ওপর হামলা চালায় এবং তার মাথায় আঘাত করে।
মোবাইল ফোনে ধারণ করা একটি ভিডিও-তে দেখা যাচ্ছে, হুগলিতে একটি অস্থায়ী স্থাপনায় আগুন জ্বলছে। ওই ভিডিও’র জের ধরেই বিজেপি আইটি সেলে প্রধান অমিত মালভিয়া টুইটারে লেখেন, “পশ্চিমবঙ্গের বিধানসভার ফলাফল প্রকাশের পরপরেই তৃণমূলের গুণ্ডারা বিজেপি কর্মীদের ওপর হামলা শুরু করেছে। বাংলাকে কি আগামী ৫ বছর এসবই সহ্য করতে হবে?”