মেডিকেল-ডেন্টাল কলেজে
বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজের খসড়া আইন চূড়ান্ত
বেসরকারি মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজ আইন ২০২১ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি বৈঠকের সভাপতিত্ব করেন।
পূর্বের দু’টি দিক নির্দেশনার বদলে এই নতুন আইনের মাধ্যমে বেসরকারি চিকিৎসা শিক্ষাক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এই উদ্যোগ নেয়া হয়।
বর্তমানে বেসরকারি কলেজগুলো বেসরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা এবং পরিচালনা নীতিমালা ২০১১ ও বেসরকারি ডেন্টাল কলেজ প্রতিষ্ঠা এবং পরিচালনা নীতিমালা ২০০৯ দ্বারা পরিচালিত হয়ে আসছিল।
মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এ ব্যাপারে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব ন্দকার আনোয়ারুল ইসলাম। খসড়া আইনের ব্যাখ্যায় সচিব বলেন, একটি মেডিকেল বা ডেন্টাল কলেজের অবশ্যই ৫০ জন শিক্ষার্থী থাকতে হবে এবং প্রতি ১০ জন শিক্ষার্থীর জন্য ১ জন শিক্ষক থাকতে হবে।
ক্যাম্পাসের আয়তন
মেডিকেল কলেজের ক্ষেত্রে মেট্রোপলিটন শহর এলাকাতে ২ একর এবং মেট্রোপলিটনের বাইরের এলাকাতে ৪ একর জমির ওপর নিজস্ব ক্যাম্পাস থাকতে হবে। ডেন্টাল কলেজের ক্ষেত্রে মেট্রোপলিটন শহরের ক্ষেত্রে ১ একর এবং বাইরের এলাকাতে ২ একর জায়গার ওপর ক্যাম্পাস থাকতে হবে।
সংরক্ষিত তহবিল
আইনে বলা হয়েছে, প্রত্যেক মেডিকেল কলেজকে যেকোনো বেসরকারি ব্যাংকে ৩ কোটি টাকা সংরক্ষিত রাখতে হবে। ডেন্টাল কলেজের ক্ষেত্রে ২ কোটি টাকা সংরক্ষিত রাখতে হবে।
ক্যাম্পাস ব্যবস্থাপনা
মেডিকেলে কলেজের ক্ষেত্রে ১ লাখ বর্গফুট জায়গা থাকতে হবে শিক্ষা কার্যক্রমের জন্য এবং অপর ১ লাখ বর্গফুট জায়গা থাকতে হবে হাসপাতালের চিকিৎসা কার্যক্রমের জন্য। অপরদিকে ডেন্টাল কলেজের ক্ষেত্রে শিক্ষা এবং চিকিৎসা কার্যক্রমের জন্য ৫০ হাজার বর্গফুট করে জায়গা বরাদ্দ থাকতে হবে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রত্যেকটি মেডিকেল এবং ডেন্টাল কলেজকে অবশ্যই একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকতে হবে। এর পাশাপাশি সরকারই কলেজগুলো টিউশন ফি নির্ধারণ করে দিবে।
কলেজ কর্তৃপক্ষকে অবশ্যই হাসপাতালে সঠিক বর্জ্য ব্যবস্থাপনার নিশ্চিত করতে হবে। এছাড়া বিভিন্ন সময়ে সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কলেজগুলো পরিদর্শনে যাবেন।
উল্লেখিত আইনের কোনও ব্যতিক্রম হলে, সর্বোচ্চ দুই বছরের জেল অথবা ১০ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডে সাজা হতে পারে।
বর্তমানে বাংলাদেশে ৭০ টি বেসরকারি মেডিকেল কলেজ এবং ২৬ টি বেসরকারি ডেন্টাল কলেজ রয়েছে।
এছাড়াও আজকের সভায় জলসীমা এবং সমুদ্র অঞ্চলে আইন, ২০২১ এর সংশোধনের অনুমোদন করা হয়। বর্তমান সময়ের প্রয়োজনে নতুন আইনে বেশকিছু বিষয়ের ব্যাখা দেয়ার পাশাপাশি বিভিন্ন অপরাধের কথাও উল্লেখ করা হয়েছে। এই আইনের আওতায় দ্রুত বিচার নিষ্পত্তির জন্য আলাদা বেঞ্চ গঠনের কথাও বলা আছে।
এদিকে সামরিক সরকার আমলের দু’টি অধ্যাদেশ বাতিল করে তেল, গ্যাস ও খনিজ সম্পদ আইন, ২০২১ প্রবর্তনের ব্যাপারেও নীতিগত সিদ্ধান্ত নেয় মন্ত্রীসভা।
৩ বছর আগে