খায়রুল বাশার সুমন
কুমিল্লায় ইপিজেডের কর্মকর্তা হত্যা: গ্রেপ্তার আরও ১
কুমিল্লা ইপিজেডের চায়না জুতা কোম্পানি সিং শ্যাং এর মানব সম্পদ কর্মকর্তা খায়রুল বাশার সুমন হত্যাকাণ্ডেরর ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
রবিবার ভোরে কুমিল্লার ভারতীয় সীমান্তবর্তী গোলাবাড়ি এলাকা থেকে শাহরিয়ার রহমান জিহাদ নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা শাহিন কাদির জানান, মূল হত্যাকাণ্ডে যে ক’জন অংশ নিয়েছে তাদের মধ্যে জিহাদ অন্যতম।
এর আগে গত শুক্রবার মহিউদ্দিন নামে আরও একজনকে গ্রেপ্তার করে র্যা ব।
আরও পড়ুন: কুমিল্লায় ইপিজেডের কর্মকর্তা হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার
এদিকে খায়রুল বাশার সুমনকে হত্যাকারী সবাইকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবিতে মানবন্ধন করেছে তার সহপাঠী বন্ধু ও স্বজনরা।
সকালে কুমিল্লা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ গ্রহণকারীরা এই মামলায় অপরাপর আসামিদের দ্রুত সময়ে গ্রেপ্তার করে বিচার ও শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
উল্লেখ্য, ৩০ এপ্রিল বিকালে কুমিল্লা ইপেজেডের সামনে ঘাতদের ছুরিকাঘাতে মারা যান খায়রুল রাশার সুমন।
৩ বছর আগে