নারী শ্রমিক নিহত
আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকেদর সংঘর্ষে নারী শ্রমিক নিহত
সাভারের আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের ত্রিমুখী সংঘর্ষে রোকেয়া বেগম নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০০ জন শ্রমিক।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে আশুলিয়ার জিরাবো এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিল্পাঅঞ্চলে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।
নিহত নারী রোকেয়া বেগম মাসকট গার্মেন্টসের শ্রমিক ছিলেন। তিনি গাইবান্দা সদরের গুদারহাট এলাকার মাসুদ রানার স্ত্রী।
আরও পড়ুন: শ্রমিক অসন্তোষে আশুলিয়ায় ২১৯ কারখানা বন্ধ
শ্রমিকরা জানায়, মঙ্গলবার সকালে জিরাবো এলাকায় বন্ধ থাকা মাসকট গার্মেন্টস কারখানা খুলে দেওয়ার দাবিতে কারখানার সামনে অবস্থান নেন শ্রমিকরা। এ সময় পাশের সাউদান ও রেডিয়ান্স গার্মেন্টেস থেকে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এরপর সাউদার্ন ও রেডিয়েন্সের শ্রমিকদের সঙ্গে মাসকটের শ্রমিকদের ত্রিমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষে মাসকট গ্রুপের নারী শ্রমিক রোকেয়া বেগমসহ অর্ধশতাধিক শ্রমিক গুরুতর আহত হন। পরে আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সেখানে পিএমকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা রোকেয়া বেগমকে মৃত ঘোষণা করেন।
এছাড়াও অন্য আহত শ্রমিকদের চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে।
মঙ্গলবার সকাল থেকে আশুলিয়ায় শিল্প প্রতিষ্ঠানে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। তবে এখন পর্যন্ত ১৮টি গার্মেন্টস কারখানা বন্ধ রয়েছে।
আশুলিয়া শিল্প পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব যায়গায় সেনাবাহিনী টহল দিচ্ছে।’
আরও পড়ুন: নিরাপত্তার আশ্বাসের পরও আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ, ২২টি তৈরি পোশাক কারখানা বন্ধ
২ মাস আগে
সাতক্ষীরায় পিকআপের চাপায় নারী শ্রমিক নিহত
সাতক্ষীরায় পিকআপের চাপায় শেফালি খাতুন নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার (১৭ আগস্ট) সকাল ৬টায় সদর উপজেলার সাতক্ষীরা-যশোর সড়কের লাবসা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শেফালি খাতুন (২৯) লাবসা ইউনিয়নের লাবসা কারিকরপাড়া গ্রামের মৃত সোহরাব হোসেনের স্ত্রী। তিনি অন্যের জমিতে শ্রমিকের কাজ করতেন।
আরও পড়ুন: কুমিল্লায় ২ গ্রুপের সংঘর্ষে অটোরিকশাচালক নিহত
প্রত্যক্ষদর্শী মাইক্রোবাসচালক রুবেল হোসেন জানান, সকালে ওই নারী কাজে যাচ্ছিলেন। এ সময় সকাল ৬টার দিকে লাবসা পলিটেকনিক ইনস্টিটিউট পার হয়ে কিছুদূর গেলে যশোরগামী দ্রুতগতির একটি পিকআপ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
স্থানীয় বাসিন্দা আসমা আক্তার জানান, কিছুদিন আগে শেফালির স্বামী সোহরাব হোসেন মারা গেছেন। স্বামীর মৃত্যুর পর শেফালি অন্যের জমিতে শ্রমিকের কাজ করতেন। শনিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে তিনি কাজে যাচ্ছিলেন। এ সময় একটি পিকআপ তাকে চাপা দিয়ে চলে যায়।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আরও পড়ুন: কুমিল্লায় মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কায় মা ও শিশু নিহত
৩ মাস আগে
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ২ নারী শ্রমিক নিহত
গাজীপুরের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই নারী শ্রমিক নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গী-ভৈরব রেল সড়কের আড়িখোলা রেল স্টেশনের আউটার সিগনালের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কালীগঞ্জ পৌরসভার ভাদগাতী গ্রামের কবিরের স্ত্রী জেসমিন (৪২) ও বড়নগর গ্রামের কামরুলের স্ত্রী শাহীনুর (২৫)। তারা দুজনই হামীম গ্রুপের শ্রমিক।
আরও পড়ুন: পাবনায় ট্রেনে কাটা পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু
স্থানীয়রা জানান, সকালে ওই দুই নারী শ্রমিক কারখানায় কাজে যাচ্ছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস এবং বিপরীত দিক থেকে আসা সুরমা মেইল ট্রেন খঞ্জনা এলাকায় পৌঁছায়। এসময় তারা দুজন খঞ্জনা এলাকায় রেলওয়ের সিগনালের খুঁটির পাশে ছিলেন। দুই দিক থেকে ট্রেন আসতে দেখে তারা ছুটোছুটি করতে গিয়ে সুরমা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
আরও পড়ুন: ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
কালীগঞ্জের আড়িখোলা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাইদুল ইসলাম জানান, সকালে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ও ঢাকাগামী সুরমা মেইল ট্রেন আড়িখোলা স্টেশন এলাকা অতিক্রম করেছে। ধারণা করা হচ্ছে, ওই সময়ে ট্রেনে কাটা পড়েই দুই নারীর মৃত্যু হয়েছে।
৩ বছর আগে
কুষ্টিয়ায় দেয়াল ধসে নারী শ্রমিক নিহত
কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলায় ইটভাটার দেয়াল ধসে এক নারী শ্রমিক নিহত হয়েছেন।
রবিবার সকাল সাড়ে ১০টার দিকে দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের সোনাইকান্দি জর্দারপাড়া গ্রামে শহিদুল ইসলাম ওলি’র ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মদিনা বেগম (৫২) জর্দারপাড়া গ্রামের আব্দুস সামাদের স্ত্রী। এ সময় মিজু (৪৭) নামে অপর এক শ্রমিক আহত হন।
আরও পড়ুন: সাভারে পোশাক কারখানার লিফট ছিঁড়ে শ্রমিক নিহত
দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) তপন জানান, সোনাইকান্দি জর্দারপাড়া গ্রামের শহিদুল ইসলাম ওলির ইটভাটায় কাজ করা অবস্থায় ইটভাটার দেয়াল ধ্বসে চাপা পড়ে মদিনা বেগম নামে এক শ্রমিক আহত হন। তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। আহত শ্রমিক মিজুকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত
৩ বছর আগে