বাকলিয়া
চট্টগ্রামে খালে লাফিয়ে পড়ে ২ জনের মৃত্যু
চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় চাক্তাই খালে লাফিয়ে পড়ে দু’জনের মৃত্যু হয়েছে। শনিবার বিকালে জোয়ারের সময় খাতুনগঞ্জের সোনামিয়ার বিল্ডিং থেকে লাফ দিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন তারা। পরে সন্ধ্যায় তাদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশ।
নিহতরা হলেন-বাকলিয়ার মহাজন পাড়ার বাসিন্দা মামুন (১৮) ও একই এলাকার হৃদয় (১৩)।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু
ফায়ার সার্ভিস জানায়, একজনের গলায় রড ঢুকে এবং আরেক জনের খালের পানির নিচে থাকা প্লাস্টিকে আবর্জনায় পা আটকে গেলে ডুবে মারা যান।
আরও পড়ুন: যশোরে গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বলেন, খাতুনগঞ্জের লোহার ব্রিজ এলাকায় জোয়ারের পানিতে লাফ দিয়ে মামুন ও হৃদয় নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দু’জনের লাশ উদ্ধার করে। তাদের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
২ বছর আগে
চট্টগ্রামে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকায় খেলতে গিয়ে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ জুলাই) দুপুর ১টার দিকে কল্পলোক আবাসিকের ৫ নম্বর ব্রিজের নিচে পানিতে ডুবে মৃত্যু হয় তাদের।নিহত দুই শিশু হল-এলাকার লিজার কলোনির মো. মনির হোসেনের ছেলে মো. শামীম (১০) ও মো. আয়ুব আলীর ছেলে রবিউল ইসলাম (৭)।স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে শিশু দুটি কল্পলোক আবাসিক এলাকার ৫ নম্বর ব্রিজের নিচে খেলছিল। এক পর্যায়ে সবার অগোচরে পানিতে পড়ে যায় তারা। পরে এলাকার লোকজন দুই শিশুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।চট্টগ্রামের পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, কল্পলোক আবাসিক থেকে পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুই শিশুর লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: লালমনিরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু
বন্যার পানিতে ডুবে সিলেটে কিশোরের মৃত্যু
২ বছর আগে
চট্টগ্রামে স্কুলছাত্রীর লাশ উদ্ধার
চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এলাকার একটি বাসার দরজা ভেঙে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাকলিয়া থানার মাস্টারপুল এলাকার ভাড়া বাসা থেকে ওই স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়।
নিহত জয়ন্তী চৌধুরী (১৪) বাকলিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা ও মা দুইজনেই চাকরিজীবী।
জয়ন্তীকে উদ্ধার করা প্রতিবেশী নয়ন দেব বলেন, জয়ন্তীকে দেখতে বাসায় গেলে কেউ দরজা খুলছিল না। পরে সাড়া না পেয়ে দরজা ভেঙে জয়ন্তীকে অচেতন অবস্থায় পাওয়া যায়। সঙ্গে সঙ্গে জয়ন্তীর মা ঘরে এসে আমাকে ফোন করেন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বলেন, জয়ন্তী নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের ধারণা জয়ন্তী বিষপানে আত্মহত্যা করতে পারে। তবে এ ধরনের আলামত পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
আরও পড়ুন: মশা নিয়ে বিড়ম্বনায় চট্টগ্রাম সিটি মেয়র
চট্টগ্রাম বন্দরে জাহাজডুবি: সীতাকুণ্ড থেকে আরও একজনের লাশ উদ্ধার
২ বছর আগে
মসজিদের মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে র্যাবের ওপর হামলা
চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন বলিরহাট এলাকায় অভিযানে গেলে র্যাব সদস্যদের ওপর হামলা চালিয়েছে অবৈধ কাঠ পাচারকারীরা।
রবিবার র্যাব-৭ এর একটি টিম ওই এলাকায় অবৈধ গাছ উদ্ধার অভিযানে গেলে স্থানীয় একটি মসজিদের মাইক থেকে ‘ডাকাত এসেছে’ ঘোষণা দিয়ে র্যা ব সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। ভাঙচুর করা হয়েছে র্যা ব সদস্যদের বহনকারী গাড়িও।
ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বলিরহাট এলাকায় অবৈধ কাঠ মজুদ আছে খবর পেয়ে অভিযানে যায় র্যা ব। সঙ্গে বন বিভাগের কর্মকর্তাদেরও নিয়ে যাওয়া হয়। বন বিভাগের কর্মকর্তারা কাগজ যাচাই-বাছাই শুরু করলে ক্ষিপ্ত হয়ে উঠে স্থানীয় ব্যবসায়ীরা।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের পাল্টাপাল্টি হামলা, আহত ৪
হামলায় ৪ র্যা ব সদস্য আহত হয়েছে। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে র্যা ব-৭-এর মিডিয়া অফিসার নুরুল আবসার।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বাকলিয়ার বলিরহাট এলাকায় অবৈধভাবে পাচার করে আনা কাঠ মজুত আছে। পরে বন বিভাগের কর্মকর্তাদের নিয়ে অভিযানে নামে র্যা ব সদস্যরা। বিকালের দিকে অভিযানে যায় র্যা বের টিম।’
নুরুল আবসার বলেন, অভিযানের সময় স্থানীয় কয়েকজন র্যা ব সদস্যদের বাধা দেয় এবং এক পর্যায়ে মসজিদের মাইকে র্যাবকে ডাকাত হিসেবে উল্লেখ করে সেখানকার বাসিন্দাদের জড়ো হতে বলা হয়। এ ঘোষণার পরে লাঠিসোটা নিয়ে র্যাব সদস্যদের ওপর হামলা ও পাথর ছুড়তে শুরু করে দুর্বৃত্তরা। এতে ৪ র্যাব সদস্য আহত হন। পর অতিরিক্ত র্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: রাজধানীতে জেএমবি ‘সদস্য’ আটক: র্যাব
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুর রহমান জানান, বিকেল ৪টার দিকে আহত চার র্যাব সদস্যকে হাসপাতালে আনা হয়। তাদের চিকিৎসা চলছে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘বলিরহাটে র্যাবের অভিযান চলছে বলে আমাদের জানানো হয়েছে, তবে সেখানের বিস্তারিত কিছু আমাদের জানানো হয়নি।’
৩ বছর আগে
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এলাকায় এস আলম বাসের নিচে চাপা পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রবিবার ( ৯ মে) ইফতারের আগ মুহূর্তে বাকলিয়ার ৫ নম্বর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন বোয়ালখালী উপজেলার শেখ চৌধুরী পাড়া আব্দুল সালাম মেম্বারের বাড়ির মৃত মোহাম্মদ সৈয়দ ছেলে মো. আবু বক্কর (৪৮) ও চন্দনাইশ উপজেলার কানাই মাদারী এলাকার ওসমান গনির ছেলে মো. মজিদ উদ্দিন (৩৭)।
আরও পড়ুন: ঈদের ছুটিতে শ্রমিকদের কর্মস্থলে থাকতে হবে: প্রতিমন্ত্রী
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নগরীর চান্দগাঁও এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে দুজন বাকলিয়া নতুন ব্রিজের দিকে যাওয়ার পথে ৫ নম্বর ব্রিজ এলাকায় পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে এস আলম বাসের নিচে চাপা পড়েন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে আনা হয়। এ অবস্থায় জরুরি বিভাগের চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
বাকলিয়া থানা পুলিশ বাসটি জব্দ করেছে বলে জহিরুল ইসলাম জানিয়েছেন।
৩ বছর আগে